নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আর্জেন্টিনা ইরানের বিপক্ষে আশা করছি ভালই খেলবে। ইরানকে খুব হাল্কাভাবে নিলেও আবার হবেনা। এবারের বিশ্বকাপে একের পর এক যেসব অঘটন ঘটছে তা তে অনেক কিছুই ঘটে যেতে পারে। ইংল্যান্ড ও স্পেন ইতোমধ্যে আউট হয়েছে। কখনো কেও হয়তো ভাবতেও পারিনি স্পেন যে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাবে। ইংল্যান্ড যে গ্রুপে সে গ্রুপের সবচেয়ে আনাড়ি দল হিসেবে ভাবা হয়েছিল কোস্টারিকাকে অথচ এই কোস্টারিকাই বর্তমানে গ্রুপে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তির্ণ হয়েছে, একই গ্রুপের ইংল্যান্ড দল বাদ পড়েছে আর উরুগুয়ে ও ইতালি সামনে লড়বে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। ঠিক সেরকমই অবস্থা হলো বর্তমান চ্যাম্পিয়ন স্পেন দলের। আমরা কখনই আশা করিনি স্পেন এতোটা বাজে ফুটবল খেলে তাদের সমর্থকদের হতাশ করবে। ঠিক তেমনই চূড়ান্ত পর্যায়ে খারাপ খেলা উপহার দিয়েছে পর্তুগাল। জার্মানীর সাথে যে নিম্নমানের ফুটবল খেললো তা তে বেশী কিছু আশা করাটা ঠিক না পর্তুগালের কাছ থেকে। তাই বললাম ইরানকে কোনমতেই হালকাভাবে নেওয়াটা ঠিক হবেনা আর্জেন্টিনার। মেসি তার শ্রষ্ঠ খেলাটা এখনো উপহার দেয়নি দর্শকদের। মেসির ম্যাজিক দেখাটা বাকি।
২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
ইলি বিডি বলেছেন: কি যে হয়।
৩| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:৩৩
আমার দেশ বাংলাদেশ বলেছেন: আর্জেন্টিনাকে নিয়ে বেশি আশা করা ঠিক না
৪| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:৩৪
কেএসরথি বলেছেন: আর্জেন্টিনার এবারের দলটি আগের দলগুলো হতে অপেক্ষাকৃত কম শক্তিশালী, সেটার প্রমান প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষেই পাওয়া গেছে।
আজকেও আর্জেন্টিনা ফেভারিট, তবে খুব বড় ব্যবধানে জিতবে বলে মনে হয় না।
৫| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:৩৯
চড়ুই বলেছেন: ২ দলের জন্য শুভ কামনা তবে আর্জেন্টিনা হারলে খুশী হব।
৬| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৪
কেএসরথি বলেছেন: @চড়ুই:
আপনি আর্জেন্টিনার হার চান, কিন্তু এরপরও মেসির পরিবার থেকে আপনার জন্য শুভেচ্ছা
৭| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:২৪
চড়ুই বলেছেন: কেএসরথি একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম মেসির নামে কিছু বললে আপনি এমন ক্ষেইপা যান ক্যান?
"আপনি আর্জেন্টিনার হার চান, কিন্তু এরপরও মেসির পরিবার থেকে আপনার জন্য শুভেচ্ছা "
এইটার মানে কি ছিলও ? আমি মাঠে ফুটবল খেলবনা আমাকে শুভেচ্ছা জানানোর কিছু নাই । আপনি তো দেখি পাগলা ফেন মেসির ডরাইছি
৮| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:৩৭
কেএসরথি বলেছেন: শুভেচ্ছা জানাইলাম, ক্ষেপি নাইরে ভাই।
৯| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:৪২
খাটাস বলেছেন: চড়ূই বলেছেন: ২ দলের জন্য শুভ কামনা তবে আর্জেন্টিনা হারলে খুশী হব।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
বেপরোয়া বেদুঈন বলেছেন: প্রিয় দলের জন্য শুভ কামনা । আশা করি, গত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আর্জেন্টিনা আজ প্রত্যাশিত খেলা উপহার দিবে ।