নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০৩

আমার আব্বা সত্যিকার অর্থে একজন আদর্শবান মানুষ। যে কোন ছেলে তার বাবার ক্ষেত্রে এই কথাটাই বলবে। নিজের বাবাকে কেউ কখনো ছোট চোখে দেখেনা। অনেক কিছুই বাবার কাছ থেকে শেখার চেষ্টা করি। একজন লোক আমাকে বলেছিলেন যে আমার আব্বা খুব শক্ত মনের মানুষ। তার মনোবল দূর্বল নয়। শক্ত মনোবলের কারণে উনি সহজে ভেঙ্গে পড়েন না। কথাটি আসলেই সত্যি। কত বিপদ আপদের উপরই না গিয়েছি কিন্তু কখনই আব্বার মনোবল দূর্বল হতে দেখিনি। আমি আমার আব্বার কাছ থেকে অনেক কিছুই শেখার চেষ্টা করি কিন্তু তার পরেও আমি বলবো আমি তার ১০০ ভাগের ১ ভাগও না। বাবা দিবসে তাকে হয়তো কিছুই দিবনা বা উইশ করবোনা কারণ নিজের কাছে খুব লজ্জা লাগে এই ব্যাপারটা তবে আমি শুধু এতটুকুই বলবো যে আমার বাবা আমার শিক্ষক, আমার বেস্ট ফ্রেন্ড, আমার পিতা, আমার বিপদের সময়ের বন্ধু।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩২

আলম িসিিদ্দকী বলেছেন:
সবার বাবা আপনার বাবার মতো হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.