নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
অসাধারণ এক খেলা উপভোগ করলাম গত রাতে। কখনো কল্পনাই করতে পারি নাই যে স্পেন এত বড় ব্যবধানে ডাচদের কাছে হারবে। খেলা শুরু হবার আগেও ধারনা ছিল যে হয় ম্যাচটি গোল শূন্য ড্র হবে অথবা স্পেন ১-০ বা ২-১ গোলে জিতবে। তবে মনে মনে ভাবছিলাম যে চার বছর আগে ফাইনালে হেরে যাওয়া ডাচ টিম হয়তো মধুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, সেটা আশা অতোটা করিনাই। কিন্তু ঠিকই স্পেনকে একেবারে হাস্তানাবুদ করিয়ে ছেড়েছে নেদারল্যান্ডস। চমৎকার "টোটাল ফুটবল" তারা উপহার দিয়েছে। যেরকম আক্রমণাত্মক ফুটবল ডাচরা খেললো তা তে বোঝাই যাচ্ছে যে এবারে তারা বেশ গুছিয়ে নিয়ে এক নির্দিষ্ট লক্ষে পৌছানোর জন্যই বিশ্বকপে খেলতে এসছে।
©somewhere in net ltd.