নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সত্যি করে বলেনতো আপনারা কয়জন আছেন রোজার সময় নিজেকে খারাপ কাজ করা থেকে দূরে রাখবেন? জড়িপ নিলে দেখা যাবে সবাই একেবারে ধোয়া তুলসি পাতা হয়ে যাবে কিন্তু আসলেই কি আপনারা সবাই পবিত্রতা বজায় রাখবেন? ঠিকইতো সময় পেলেই সানি লিওনির ছবি দেখে নিজেকে "হালকা" করবেন, তাই না? তাহলে কেন বেহায়ার মতো সবাইকে বলে বেড়াবেন যে আমি রোজা, আমি খারাপ কাজ করা থেকে নিজেকে দূরে রাখি??? আমাদের এই দ্বৈত চরিত্র বর্জন করা উচিত। তুমি রোজাও রাখবা আবার সময় সময় হস্তমৈথুনও করবা আবার লোকদেরকে ভাল উপদেশ দিয়া বেড়াবা, সেটা কি হয়?
রোজা রাখলে হয় পূর্নাঙ্গভাবে রোজা রাখো আর না পারলে, সানি, পাওলি চিন্তায় মশগুল থাকো। কিন্তু ধর্মের সাথে বেঈমানী করোনা!
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
মাক্স বলেছেন: আপনার আত্মসমালোচনা মূলক লিখাটি ভালো লাগলো। আশা করি মেনে চলবেন, ইহজগতে অসীম নেকি হাসিল করবেন ও পরজগতে কামিয়াব হবেন।
জাজাকাল্লা খায়রান।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
আলাদীন বলেছেন: যারা gay তারা তো রাস্তায় নামলেই পাঙ্থা