নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
এরকম লোক দেখানো সহানুভূতি দেখিয়ে হবেই বা টা কি! অসহায় নিরীহ লোকজন এভাবে মরতে থাকবে আর আমরা শুধু ফেসবুক, টুইটারে "আহারে, উহুরে, এদের এখন কি হবে"এইসব বলে কমেন্ট দিতে থাকবো আর দুঃখ প্রকাশ করবো আর বিশেষ গুণে গুনান্বিত লোকজন টিভি পর্দায় এসে বুলি আওরাতে থাকবে, "কি করা উচিত, কিভাবে করতে হবে" এইসব বলে তাদের সহানুভূতি প্রকাশ করবে এবং দিনের শেষে ঐ পর্যন্ত বলেই আমাদের সকলের কর্মকান্ড আমরা শেষ করবো। আমরা সকলেই যে যার পরিবারের কাছে গিয়ে ঠিকই রাতের "ডিনার" করবো, পার্টি করবো, রাতের শেষে ঘুমাতে যাবো। আর যেসব নিরীহ লোকজন তাদের স্বজনদের হারিয়েছে তারা অতীতেও কষ্ট পেয়েছে এখনও পাচ্ছে এবং সামনেও পেতে থাকবে!!! আফসোস!!!!
তবে কথা এখন একটাই! বাংলাদেশ থেকে যতদিন মনে হয় গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত এমন ঘটনা হয়তো শত্রুরা ঘটাতেই থাকবে!!!
©somewhere in net ltd.