নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আমরা আসলে অসহায় একটি জাতি। আমাদের দেশের মানুষের বিশাল তেমন কিন্তু কোন চাহিদা বা আকাঙ্খা নেই। দেশের সাধারণ মানুষ ঠিকভাবে রোজগার করে দু-বেলা পরিবাবের সাথে খেতে পারলেই খুশী। আর এর সাথে নূন্যতম পর্যায়ে যে নিরাপত্তা প্রয়োজন যেটি হলেই আমরা খুশী। আমাদের কোটিকোটি টাকার মালিক হবারও দরকার নেই, শ্রমিকদের না বেতন দিয়ে কোটি টাকা দিয়ে গারী-বাড়ি করারও প্রয়োজন নেই। আমদের অতি স্বল্প-বাসনা। অথচ এইটুকু আশাই আমাদের কুলাঙ্গার রাজনীতিবীদরা পূরণ করতে পারেনা। তারা দফায় দফায় আমাদের ধোকা দেয়। বি.এন.পির আজকের এই হরতালটা দেওয়ার কি কোন প্রয়োজন ছিল? তারা নিজেরাই বা দেশের কতটুকু ভাল চায়!!! হরতাল হলে তাদেরতো কোন ক্ষতিই হয় না, যাদের হয় তারা সাধারণ মানুষ! আমরা কি বেশীরভাগ রাজনীতিবীদদের মতো হারাম পয়সা আয় করি???
©somewhere in net ltd.