নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আওয়ামী রাজনীতিবিদ গোলাম মাওলা রনির অসাধারণ একটি লেখা পড়লাম বাংলাদেশ প্রতিদিনে। শিরোনাম ছিল: "এলো কলিকাল ছাগলে চাটে বাঘের গাল!" উনি এই উপমাটি বলে উনি যা বোঝাতে চেষ্টা করেছেন তা হলো যে অযোগ্য লোক শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যোগ্য লোকদের শাসন করার চেষ্টা করে। আবার কখনো কখনো নেহায়েতই অযোগ্য লোককে যোগ্য লোক বানানোর অপচেষ্টা করানো হয়। উনি ইতিহাস ঘেটে অনেক উদাহরণই দিয়েছেন যা পড়ে যে কেউই স্বীকার করতে বাধ্য হবেন যে রনি সাহেব বেশ পড়াশুনা করেন। এমন একটি লেখা উপহার দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ। রনি সাহেব ভাল লিখতেই পারেন না উনি ভালভাবে কথা খুব পরিষ্কার করেও বলতে পারেন। যখনই উনি টিভি টকশোতে আসেন, ওনার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনি।
মূল প্রসঙ্গে ফিরে আসি। রনি সাহেব এই উপমাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে একজন অযোগ্য লোক, সে যতই চেষ্টা করুক, কখনই পারবেনা কোন কিছু ঠিকভাবে পরিচালনা করতে। এটি সকল পেশার মানুষদের জন্যই প্রযোজ্য। কেউ যদি ব্যবসা চালাতে যায় আর তার যদি সেই ব্যবসা চালানোর কোন অভিজ্ঞতাই না থাকে আর সে যদি তার ওই ব্যবসা প্রতিষ্ঠান অযোগ্য লোকদের দিয়েই পরিচালনা করে তাহলে সে তার ওই ব্যবসা কিছুদিনের মধ্যেই গুটিয়ে ফেলবে। সেরকমই কেউ যদি দেশ পরিচালনার কাজে লিপ্ত হন, সে যদি দক্ষ, বিচক্ষণ রাজনীতিবীদই না হন তাহলে একটি অকার্যকর রাষ্ট্র যেটাকে বলে সেটাই হবে। অকল্যাণ বয়ে আনবে তা সর্বসাধারনের জন্য।
©somewhere in net ltd.