নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আমার কেমন যেন মনে হয় সাংবাদিকদের সাথে আগে-ভাগেই এম.পি, মিনিস্টারদের সমঝোতা করে রাখা হয়েছে। সাগর-রুনীর ব্যাপারটা নিয়েই এমন ধারনা করা যায়। আগে থেকেই হয়তো "লোভী" সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয় কখন কি ঘটবে বা কখন কে কি বলবে আর তা তে ওইসব সাংবাদিকরা লোকদেখানো অভিনয় করবেন, প্রতিবাদ করবেন আর দফায় দফায় কয়েকমাস পরপর আন্দোলন করবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: হ্যা ভাই- ঠিক বলেছেন। সাংবাদিকরা যদি আজ সৎ ও দায়িত্ববান হত
তাহলে দেশে ভন্ডামি অনেকটাই থাকতো না।