নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটলো। কিছু কিছু বাইরের রাষ্ট্র বাংলাদেশকে যে এক উগ্রবাদী দেশ হিসেবে দেখাতে চায় সেইরকমই ঘটনা ঘটলো আজকে। শুনলাম আসামী সাঈদীর রায় হবার পরপরেই শিবিরের লোকজন ঝাপিয়ে পরে মারামারিতে। ৫০জনের মতো মানুষও মারা যায়। শিবিরের লোকজন নাকি মন্দিরেও আক্রমণ করে এবং হিন্দু পরিবারের ঘর-বাড়িতেও আক্রমণ করে। এইটাইতো আমাদের দেশের শত্রুরা সবসময় চাইছিলো যাতে বাংলাদেশকে বিশ্বের সবাইকে দেখাতে পারে যে বাংলাদেশ একটি মৌলবাদি দেশ। এই দেশে যে ভারতের মতো ঘনঘন "Riot" হয়না সেটা অনেকেই প্রশংসা করলেও কিছু শত্রু আছে, আমাদের দেশের ভীতর ও দেশের বাইরে, তারা সবসময় এমন পরিস্থিতি তৈরী করতে চায় যাতে জাতিগত দাঙ্গা আমাদের এখানে লাগে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আমরা যারা ইংরেজীতে আর্টিকেল লিখতে পারি তারা এখন সোচ্চার হয়ে ফেইসবুক, টুইটার যত সোসিয়াল নেটওয়ার্কিং আছে তারা তারা ইংরেজিতে আর্টিকেল লিখা শুরু করে দিন এতে করে দুর্ণীতিবাজ মিডিয়াগুলো কোনো সুযোগ পাবে না।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
পাইলট ভয়েচ বলেছেন: vai thi bolcen
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
মোমের মানুষ বলেছেন: জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
খইকাঁটা বলেছেন: এম এস সোহেল বলেছেন: ভয়ের কিছু নেই,
এই দেশে আছে তরুনের সৎ সাহস আছে সাংবাদিকতার শক্ত কলম।
কোন অপশক্তি টিকবেনা এই দেশে,ইনশাল্লাহ।
...........................................................
আপনাদের আছে বড় একখানা গাল, কদিন ভেবে চিন্তে নেন আমেরিকানদের কোথায় বসতে দেবেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
অশ্রুহীন মন বলেছেন: কোন অপশক্তি টিকবেনা এই দেশে,ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
এম এস সোহেল বলেছেন: ভয়ের কিছু নেই,
এই দেশে আছে তরুনের সৎ সাহস আছে সাংবাদিকতার শক্ত কলম।
কোন অপশক্তি টিকবেনা এই দেশে,ইনশাল্লাহ।