নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
কেমন যেন মনে হচ্ছে এই আস্তিক-নাস্তিক ইস্যুটা বলে দেশটাকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত আছে এই দেশের শত্রুরা। আজকে যা হলো আগামীতে এর চেয়েও যদি বড় কিছু হয় তখন ইউরোপ ও আমেরিকা বলবে বাংলাদেশ একটি সন্ত্রাসী দেশ যার পরিণতি হয়তো আফগানিস্তান বা ইরাকের মতো হবে আর যদি বাধে গৃহযুদ্ধ তাহলে হয়তো পরিণতি হবে সিরিয়ার মতো। এটাই এই দেশের শত্রুরা চায় বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
স্বপ্নক বলেছেন: আজকে আন্দোলন ছিল মহানবী (সা) কে অবমাননার প্রতিবাদে ইসলামী দলসমূহের ডাকা আন্দোলন। নাস্তিক ধর্মদ্রোহীদের বিরুদ্ধে তাদের বিচারের দাবি জানিয়ে। শাহবাগের বিরুদ্ধে বা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নয়।
যোক্তিক আন্দোলন। এই আন্দোলনের সাথে সব ধর্মপ্রান একাত্ত। জামাত যদি এর সাথে একাত্ততা ঘোষনা করে তাহলে এই আন্দোলন ইনভ্যালিড হয় না যেমনটি নাস্তিকরা/চটিসম্রাটরা শাহবাগ আন্দোলনে অংশ নিলে সেটা ইনভ্যালিড নয় না।
সরকার এই যোক্তিক দাবি মেনে নিলেই পারত তাহলে আর মিছিলের দরকার হত না।
কিন্তু হাসিনা সরকারের পুলিশ মিছিলের উপর গুলি বর্ষণ করে। আর কিছু চামচা মিডিয়া হলুদ সাংবাদিকতায় নেমেছে।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
প্রচুর বলেছেন: সরকারইতো সবকিছু গুলিয়ে ফেলছে।