নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
শিবির আর আল কায়েদার মধ্যে কি কোন পার্থক্য আছে? না, নেই। এদের উদ্দেশ্য, মন মানসিকতা, লক্ষ্য একই। ইসলাম ধর্মটাকে ব্যবহার করে এরা সন্ত্রাসী কর্মকান্ড চালায় ও হত্যা করে নীরিহ মানুষদের। ইসলাম কি তা সমর্থন করে? অবশ্যই না। কিন্তু এরা ইসলাম ধর্মকে পুঁজি করে আজেবাজে কর্মকান্ড চালায়। এতে এদেরতো কোন ক্ষতিই হয়না বরং ইসলাম ধর্মটারই সর্বনাশ হয়। আর এদের কারণই আমাদের ইসলাম ধর্মের প্রতি লোকজনের এতো নেতিবাচক চিন্তা ধারনা। ইসলামকে শেষ করেছে এই আল কায়েদা ও শিবিরই। তাই আল কায়েদার মতো শিবিরকেও ঘোষনা দেওয়া উচিত জঙ্গীবাদি দল হিসেবে। বাংলার মাটি থেকে শিবিরকে এখনই নির্মূল করতে হবে চীরতরে।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
বিডি আইডল বলেছেন: আল কায়েদার উৎপত্তি কি ভাবে, কারা এর সাথে জড়িত, এদের কার্যক্রম কি এইগুলা সম্পর্কে আদৌতে কি কোন ধারণা রাখেন?