নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

সামনে ১১ই ফেব্রুয়ারী!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

আর কয়েকদিন পরেই ১১ই ফেব্রুয়ারী! ১ বছর হয়ে যাচ্ছে সাগর-রুনীর হত্যার অথচ বেকুব, বেহায়া, বেঈমান জাতির মতো আমরা কিছুই করতে পারলামনা। পুরা একটা বছর অন্যান্য সাংবাদিকদের দেখেছি শুধু তামাশা করতে দফায় দফায়। তাদের যখন মন চাইতো তখনি উত্তেজিত "শিয়ালের" মতো চাঙ্গা হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতো, কিছুদিন গরম থেকে আবার নেতানো বৃদ্ধের মতো গর্তের ভেতর লুকিয়ে যেত! কিছুই হয়নি সাগর-রুনীর খুনীদের। জনগন যা পেয়েছে তা হলো মিথ্যা আশ্বাস। জনগন কথায় কথায় হয়েছে শুধু প্রতারিত। আর এইদিকে কষ্টে চূড়মাড় হয়ে গিয়েছে সাগর-রুনীর দুই পরিবার। মেঘের জন্য এখনো মনটা মাঝেমধ্যে বেশ খারাপ হয়ে যায়। বাবা-মা ছাড়া বাচ্চাটা বড় হচ্ছে।



আর যেটাই হোক একটা জিনিষ এখন থেকেই বলা যায় যে আগামী ১১ তারিখে কি হতে পারে। সামনের ১১ই ফেব্রুয়ারীতে যেসব কাজগুলো অবশ্যই ঘটবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন সাংবাদিকরা খুব মন খারাপ করে মেঘকে স্বান্তনা দেবে। ক্যামেরার সামনে মন খারাপ করে পোজ দেবে। সাগর-রুনীর পরিবারের সাথে কথা বলবে। সাগর ও রুনীর মা'দের সাথে কথা বলবে, তাদের কান্না খবরে দেখাবে। পুরানো কিছু ক্লিপস দেখাবে আর নতুন করে "মেরুদন্ডহীন" সাংবাদিকরা সহানুভূতি প্রকাশ করবে। এরপর যে যার নিজ নিজ অবস্থানে ফেরৎ চলে যাবে। সাধারন মানুষরাও আবার আস্তে আস্তে ভুলতে বসবে সাগর-রুনীকে।



আল্লাহর ওপর ছেড়ে দিলাম। যারা খুনী ও যারা এই খুনের সাথে জড়িত ও যারা দফায় দফায় খুনীদের বাচিয়ে রাখছে তাদের প্রত্যেকের যেন নির্মম মৃত্যু হয়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.