নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আমাদের সোনার বাংলাদেশ এর ভবিষ্যৎ যে কি টা বোঝা বেশ মুশকিল। দেশটাকে কয়েকজন "আজেবাজে" রাজনীতিবীদ একেবারে বাড়টা বাজিয়ে ছাড়ছে। মনে হচ্ছে দেশটা তাদের বাপের। আজকের বি.এন.পির এই হরতালে কি সাধারণ জনগনের আদৌ কি কোন সমর্থন আছে?? নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা হরতাল করে দেশের অর্থনীতিটাকে শেষ করছে। পাঠক, আমার লেখা পড়ে মনে করেন না যে আমি আওয়ামী লীগ সমর্থন করি। আমি কারোর দলেই নেই। এরা সবই এক। আজ আওয়ামী লীগ হরতাল ডাকলেও আমি তাদের কে এই একই কথা বলতাম। আওয়ামী লীগও যখন বিরোধী দলে ছিল তখন তারাও অযথা অনেক হরতাল দিয়েছিল। সুতরাং এরা সবই এক। আমরা আর কতোটা দিন গুটিকয়েক কীটপতঙ্গের জন্য পিছিয়ে থাকবো???
পরিবর্তনের সময় হয়েছে! নাকি আপনারা কেউই পরিবর্তন চাননা!!!
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
টুটুল২০০৮ বলেছেন: এর উত্তর সৃষ্টিকর্তা ভালো জানেন।