নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

পাবলিক টয়লেটই প্রমাণ করে অনেককিছু

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:০৮

যে দেশের মানুষ যতো ভালোআছে, সে দেশের পাবলিক টয়লেট গুলো ততো উন্নত, পরিস্কার-পরিছন্ন (হাইজেনিক)। একটি পাবলিক টয়লেটই যথেষ্ট একটি সমাজ-সভ্যতা, জনসাধারণের চলমান হাল-হকিকত তুলে ধরার জন্য। ব্লগাররা বুদ্ধিমান (বেশির ভাগই), বেশি কথা লিখে পোস্ট বড় না করে, তাদের চিন্তার জন্য কিছুটা স্পেস রেখে দিলাম। লেখার বিষয়বস্তু পুরোটাই লেখকের পার্সোনাল মতামত; যদি আপনার অমত-দ্বিমত থাকে তো এটাকে বেদবাক্যের ব্যতয় মেনে অজ্ঞান হয়ে যাবার কিছু নেই ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি পাবলিক টয়লেট সঠিভাবে ব্যবহার করেন, ব্যবহারের পর পরিস্কার অবস্হায় রেখে আষেন?

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫১

আদম_ বলেছেন: আগে আপনারটা বলেন, তারপর আমারটা বলছি- প্রমিজ।

২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:০৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ছোটবেলা থেকেই দেখে এসেছি মানুষের যে কোন জায়গায় থুতু ফেলতে, নাক ঝাঁড়তে। কেউ আমাকে কোনদিন বলেনি এটা ভুল। আমাদের অনেকেই জানিনা ক্লিন আর হাইজিনিক এর পার্থক্য

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৬

আদম_ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩৪

নতুন বলেছেন: টয়লেটের পরিস্কার পরিচ্ছনতার সাথে খরচের একটা বিষয় থাকে। আমাদের দেশে যেখানে মানুষের মাস চলতে কস্ট করতে হয় সেখানে মানুষ টয়লেটের পরিস্কারের জন্য কতটাকা খরচ করবে?

বাইরের দেশের সপিং মলে বা অফিসে টয়লেট পরিস্কারের জন্য ২০-৫০ হাজার টাকার ক্লিনার রাখে। সাথে পরিস্কারের জন্য যন্ত্রপাতি, ক্যামিক্যাল, সুগন্ধী। এই কারনে বাইরের দেশে টয়লেট পরিস্কার থাকে।

আমাদের দেশে কতটুকুু সম্ভব?

কিন্তু আমাদের দেশে মানুষ যেখানে সেখানে থুতু ফেলা, নাক ঝাড়া এই সব সামাজিক অভ্যাস এটা পরিবর্তন করতে সচেতনতা দরকার।

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৪

আদম_ বলেছেন: "......সেখানে মানুষ টয়লেটের পরিস্কারের জন্য কতটাকা খরচ করবে?" অনুগ্রহ করে পোস্টটি আবার পড়ুন এবং পাবলিক টয়লেট এবং পার্সোনাল টয়লেটের পাথ্যর্ক বুঝতে চেষ্টা করুন। আপনাদের চিন্তার জন্য স্পেস রাখা আছে।

৪| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: টয়লেটের মতোই একটা দেশের বড় শহরগুলির রাস্তা দিয়ে যানবাহনের চলাচলের ধরণ দেখে ঐ দেশের মানুষ সম্পর্কে ধারণা করা যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা।

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪২

আদম_ বলেছেন: সঠিক।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১২:৩২

ফাহিমা আক্তার বলেছেন: আমি আমার এক বন্ধুকে একবার জিজ্ঞেস করেছিলাম তুমি মানুষের বাসায় গেল সর্বপ্রথম কি দেখো? ও বলেছিলো ওয়াশরুম।
বাসার ওয়াশরুম দেখে যদি মানুষকে চেনা যায় তাহলে পাবলিক টয়লেট দেখে অবশ্যই একটা সমাজের প্রতি আইডিয়া করা যায়।
ব্যাক্তিগত মতামত

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৭

আদম_ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১:০৮

বারবোসা বলেছেন:
আদম ভাই আপনি রুচিশীলতার উপযুক্ত একটি মাপকাঠি নির্ধারণ করেছেন।
ব্যক্তিত্ত্ব নির্ধারণের মাপকাঠির ক্ষেত্রে নেকের কাছে জুতা বলে শুনেছি।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৮

আদম_ বলেছেন: আপনার মন্তব্যের ২য় লাইনটি বুঝতে পারিনি।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: আমি পাবলিক টয়লেট ব্যবহার করি না। কারন অতি কুৎসিত কথা লিখে রাখে। আবার নোংরা ছবিও আঁকে।
মানুষের মানসিকতা কত নীচি হতে পারে তা পাবলিক টয়লেটে গেলে বুঝা যায়।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪০

আদম_ বলেছেন: কুৎসিত হলেও লেখাগুলো মৌলিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.