নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

যুগভৈরী: 90’s এর পোলাপান।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৭

মুঠোফোন ছিলোনা, তাতে কি? মুক্ত আকাশ ছিলো। আমরা ডাক বিভাগের সরকারি হলুদ খামে আকাশের ঠিকানায় চিঠি লিখতাম। খামের দাম ছিলো আড়াই টাকা।
ভিডিও গেমসের এত রমরমা ছিলোনা, তাতে কি? আমাদের মোস্তফা গেম ছিলো। প্রতি লাইফ এক টাকা।
এতো এ+ প্লাস ছিলোনা, সারা শিক্ষা বোর্ডে ২০ জন আগুনমার্কা বারুদ ছিলো। প্রত্যেকদিনের একটা বিকেল ছিলো, বিকেলমানেই প্রাণ ভরে চিল্লাচিল্লি….।
ইন্টারনেট-ফেসবুক-ইমো হিমো ছিলোনা, তাতে কি? মানুষের মানবিকতা ছিলো। উইথআউট নোটিশের মেহমান ছিলো। না বলে কয়ে আসা মেহমানকে পাবার আনন্দ বোধহয় কোনো পাবোনা।
আমাদের জিরো আলম ছিলোনা- আামাদের ছিলো জেমস-হাসান-বাচ্চু-মাকসুদ।
কি যেন একটা নেই এখন আমাদের!
কি সেটা?
আমার মনে হয় সরলতা- কোথাও-কোনোকিছুতেই সরলতা নেই আমাদের

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৩

ফয়সাল রকি বলেছেন: ১ টাকার পোস্ট কার্ড আর ২ টার হলুদ খাম ব্যবহার করেছি।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সেই দিন আর আসবেনা কোনদিন কেবলই স্মৃতির পাতায় থেকে যাবে অমলিন...

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এখনকার প্রজন্ম হলো টিকটক প্রজন্ম। আমি এদের নিয়ে হতাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.