নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
টিশার্টের উল্টা পিঠে ছোটো একটা স্টিকারে “মেইড ইন বাংলাদেশ” লেখা দেখে গর্বে-আহ্লাদে যাদের দেড়হাত জিব বের হয়ে আসে তাদের দেখে বস্তিবাসী গার্মেন্টস শ্রমিকদের দম বন্ধ হয়ে আসে- দে ক্যান্ট ব্রিদ…..
বিদ্যা অর্জনের বিশাল-অবাস্তব-অপ্রয়োজনীয় গুরুভার বয়ে বেড়ানো শিশুটি জানেনা মৌসুমের প্রথম বৃষ্টি যখন কোনো পুকুরে পড়ে তখন পুকুরের পানি কুসুম গরম হয়ে উঠে সেই পানিতে ঢুবে ঢুবে নল খেলতে কতো মজা। প্রাইভেট টিচারদের হাসি দেখে তাদের দম বন্ধ হয়ে আসে- দে ক্যান্ট ব্রিদ।
মধ্যপ্রাচ্যের জানোয়ারগুলো যখন খাদ্দামা ভিসায় কাজ করতে যাওয়া আমার বোনকে যখন মেরে তক্তা বানিয়ে দেয় তখন পত্রিকান্তরে ভিনদেশি কারেন্সির বিশাল মজুদদের খবর পড়ে আমার দম বন্ধ হয়ে আসে- আই ক্যান্ট ব্রিদ
সাদারা কালোদের চেপে ধরে আছে, ক্ষমতাবানরা ক্ষমতাহীনদের ঠেসে ধরে আছে, ধনীরা দরিদ্রদের উপর চড়ে বসে আছে, বলবান বলহীনের গলাটিপে ধরে আছে, বড়রা ছোটেদের ছেটে দিচ্ছে খানিকসময় পরপর- উই ক্যান্ট ব্রিদ।
০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮
আদম_ বলেছেন: তাহলে কী গায়ে লাগে?
২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:১৬
সাইন বোর্ড বলেছেন: ভাল অনুভব !
০৬ ই জুন, ২০২০ রাত ৮:২৬
আদম_ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩৫
আলতাব হোসেন বলেছেন: আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে যাচ্ছে
০৭ ই জুন, ২০২০ রাত ৯:৪৫
আদম_ বলেছেন: ধন্যবাদ।
৪| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৪:০২
মেটালক্সাইড বলেছেন: শ্রদ্ধা নিবেন।
মানিয়েছে স্বল্প ভাষায় বিশাল ক্যানভাস তোলার লেখাটা।
আশা করি, বৈষম্য প্রাচীরের অনুভূতি নিয়ে আরো লিখবেন।
৫| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৪:২১
পদ্মপুকুর বলেছেন: এই না হলো প্রতিবাদ। প্রতিবাদ হোক শৈল্পিক। জর্জ ফ্লয়েড এর একটা বাক্যকে আপনি আমাদের প্রেক্ষাপটে যেভাবে সাজিয়েছেন, ভালো লাগলো।
৬| ০৬ ই জুন, ২০২০ রাত ৯:৩৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: শোষিতের শ্লোগান এটা।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২০ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: এসব ঘটনা এত এত ঘটে যে এখন আর গায়ে লাগে না।