নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
হয় পড় নয়তো ঘুমা?
ছেলেবেলায় দুপুরবেলা এই দুটো অপশনের যে কোনো একটা আমাকে বেছে নিতে হতো। পড়শোনা বেছে নেয়ার কোনো প্রশ্নই আসেনা-আমরা বেছে নিতাম ঘুম। আমরা মানে আমি আর আমার বোন। আর যাই হোক ঘুমের নামে দুষ্টামির একটা চান্স থাকে-শুধু শব্দ না করলেই হলো।
মাঝে মাঝে শাসন করার কেউ থাকতো না। সমুদ্র বেয়ে আসা উদ্দাম হাওয়া যখন আমাদের জানালার পাশের পরশপিপুল গাছে আলোড়ন তুলত, তখন আমি আর আমার বন্ধু বাল্লাইয়া মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করতাম। যদিও মুক্তিযুদ্ধ শেষ হয়েছে বহু আগেই। বিটিভেতে সিনেমা দেখে দেখে আমাদের এই সপ্নবিলাসিতা। আমরা ঢোলকলমির বাকা ডাল কেটে অস্ত্র বানাতাম তা আবার কোমরে গুজেও রাখতাম-পাকিস্তানিরা আসলে তাদের শায়েস্তা করার জন্য।
শুধু বাল্লাইয়াকেই খোজার জন্যই আমি ফেসবুকে একটা একাউন্ট খুলেছিলাম-পাইনি।
সমুদ্রের কাছাকাছি ছিলো আমাদের বাসাটা। চট্টগ্রাম তখন অল্প মানুষের একটা সুন্দর শহর ছিলো। গার্মেন্টেসের আর্শীবাদে এতটা গিন্জি হয়ে উঠেনি।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ফুলটা তো অনেক সুন্দর!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১
আদম_ বলেছেন: পরশপিপুল গাছের ফুল।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১
আদম_ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: য়ামাদের বাসাটা যদি সমুদ্রের কাছে হতো !!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩
আদম_ বলেছেন: "ঢেউ বলে চল দুরে চল,
নদী বলে থাম।
তোমার আমার এই সংগ্রাম
চলছে অবিরাম।"
দলছুট
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: নষ্ট্যালজিক, বাল্লাইয়ার কোন ঠিকানাই কি আপনার জানা নাই? আমিও ফেজবুকে একজনকে খুঁজি, আজো পাইনি।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: এই ফুলের নামকি পরশপিপুল?
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১
আদম_ বলেছেন: Yes.now its being despaired.
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
ওমেরা বলেছেন: মনে হয় তার ফেসবুক নাই!!