নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

“আরে! আপনার চুল তো পাকি গেছে”

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৮



পাশের চেয়ারে বসা কলিগের মুখে এ কথা শুনে ক্ষণিকের থমকে যাই, তারপর একটু দম নিয়ে আবার ডুবে যাই কাজে। কাজ কাজ কাজ! চুল পেকেছে না কি পেকেছে বাসায় গিয়ে দেখা যাবে……..

বাসায় গিয়ে আর দেখা হয়না কিছুই। নিজেকে নিয়ে বসার সময় নেই। নিজের মুখোমুখি হওয়া ভীষণ কষ্টসাধ্য,বাস্তব, ক্ষেত্র বিশেষে অসম্ভব, তবে আত্নশুদ্ধির একমাত্র পথ।

“আপনার চুল পাকি গেছে” এটা কি আমার জন্য একটা মেসেজ, যার অর্থ হলো-এবার একটু নিজের মুখোমুখি হও।

কোনো এক আমেরিকান মহিলা উপন্যাসিক বলেছিলেন “বাস্তবতা হচ্ছে তাই; যা মানুষ এড়িয়ে চলতে চায়” । ভদ্র মহিলার নামটা মনে পড়ছেনা, আত্নশুদ্ধির উপায় খোজা বাদ দিয়ে আমি উনার নাম খুজতে লেগে যাই……..

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

এই আমি রবীন বলেছেন: এখন অনেক লোকের অ্ল্প বয়সেই চুল পাকে ।
আর একটু নজর দিয়ে দেখবেন, অনেকের চুল ই কলপ করা।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

আদম_ বলেছেন: তা পাকে বটে। কলপ আমিও একবার মারছিলাম। ভীষণ বাজে ফিলিংস। পাকা চুল নিয়ে খুব একটা মাথা ব্যাথা নাই আমার।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
চুল কয়ডা পাকি গেছে বাতাসে B-)



হা হা হা

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

আদম_ বলেছেন: হি হি হি

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

আশরাফ ও নীল বলেছেন: view this link

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

আদম_ বলেছেন: দেখলাম

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: চুল পাকার জিনিষ। পাকুকগে।

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

আদম_ বলেছেন: তা যা বলেছেন মশাই।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: আমার সব চুল ফালাইয়া দিমু, দেহি কেমনে পাকে।

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

আদম_ বলেছেন: দেন ফালাইয়া............ভাবীর অনুমতি সাপেক্ষে করার পরামর্শ রইলো।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারো চুল পেকেছে। :)

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

আদম_ বলেছেন: আয় সখি,
চুলে কালি মাখি;
তবু চুলটারে কালো করে রাখি।
কালো জগতের আলো, চুলে কালি ঢালো।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চুল পাকা ভাল তাও, দাঁড়ি পাকলে খবর আছে। ;)

=p~ =p~ =p~

৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: আমার চুল পাকার সম্ভাবনা খুব কম। কারণ আমার টাক পড়তে পারে। সিরিয়াসলি!

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: আমার চুল পাকিলে তাতে কারে কি?
যদি কাকের ডাকা ডাকি.....

১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


জীবন পরিপুর্ণতার দিকে যাচ্ছে

২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আদম_ বলেছেন: Chad Gazi, you are my favorite Blogger. thanks for comment. key Board is not working properly that's why I am writing in English.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.