নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
১. স্থান: মাওনা ফ্লাইওভার, গাজীপুর।
বিশাল এক “ফেলাইওবার”, হেলাফেলায় যা ব্যবহার হয়না। হাতে গোনা দু-একটা টা গাড়ি ছাড়া বাদ-বাকি সব যায় ফ্লাইওভারের নিচ দিয়ে। ফলাফল যাহা; তাহাই। তারপর আবার উড়ালসড়কটির গোড়া অত্যধিক বেশি চওড়া করে বানানো। গাড়িওয়ালাদের ওটা ব্যবহার করতে বাধ্য করা কঠিন কিছু নয়। কিন্তু কে করবে?
২. স্থান: জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর।
এত বড়, এত বিশাল চৌরাস্তা তবু যেন যানজট ছাড়েইনা কখনো। কারণ রাস্তাটির ৬০ ভাগ দখল করে রেখেছে ভ্র্যামমান ফল-কাপড়-বারোয়ারী জিনিস বিক্রেতারা। ঠিক মুল রাস্তার উপরই এলোপাথাড়ি দাড়ানো বিশাল টেম্পো/লেগুনা স্ট্যান্ড। এত বড় রাস্তা বানিয়ে কি লাভ হলো?
আরো ছিলো, লেক্তে লেক্তে হাত বিষ কর্তাছে। আর তাছাড়া এসব বাল-ছাল লিখে কোনো লাব নাই।
০৫ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৮
আদম_ বলেছেন: ধন্যবাদ স্যার। আসলেই লেখার ছিলো.........কেনো যেন লিখতে ইচ্ছে করছিলোনা। এখনো করছে না। তবে মাথায় আরেকটা লেখা ঘুরঘুর করছে। লিখে ফেলবো রাগটা যখন ঠিকমতো চড়বে।
২| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমাদের দেশের প্রায় জিনিসগুলোই এভাবে দেখাশোনার অভাবে অযথাই নষ্ট হচ্ছে।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৯
আদম_ বলেছেন: কিছু করার নাই
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুরু যখন করেছিলেন, বড় করে লিখে গুছিয়ে শেষ করতে পারতেন।