নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

বিদেশি কামলাদের কামানো ডলার বড়লোকদের মজা লাগলেও, কামলাদের আত্নীয় পরিজনদের মোটেই মানুষ বলে মনে করেননা বড়লোকেরা।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫



এয়ারপোর্ট চত্বরে কি দুইটা-চারটা গাছ লাগানো যায়না।
সবুজ দেশ। ছায়াদার বৃক্ষ জম্নানো কোন বিষয়ই না। এয়ারপোর্টের পার্কিং এরিয়াতে যেখানে দুর-দুরান্তের লোকজন গাড়ি নিয়ে অপেক্ষা করে, গনগনে রোদের নিচে দাড়িয়ে, সেখানে কি দু একটা ছায়াদার গাছ লাগালে কি হয়। সব মিলিয়ে তো মনে হয় ৫০০ টাকাও খরচ হবেনা।
আসল কারন টাকা নয়- মানসিকতা। গাও-গেরামের লোকজন আসে বিদেশি কামলাদের রিসিভ করতে, তাদের কি অধিকার আছে বড়লোকের শহরে একটু গাছের ছায়া পাবার।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঠিক

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

আদম_ বলেছেন: কি আর বলবো!! দু:খ লাগে এসব দেখে।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯

বিজন রয় বলেছেন: দেখুন আপনার লেখাটি তাদের চোখে পড়ে কিন।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

আদম_ বলেছেন: উহারা চোখ থাকিতেও অন্ধ।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

সাগর মাঝি বলেছেন: ১০০ভাগ খাঁটি কথা। কিন্তু তাদের কি এগুলা নিয়া ভাবার সময় আছে??? তারা তো চায় শুধু টাকা!!!

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

আদম_ বলেছেন: উহারা চোখ থাকিতেও অন্ধ।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

বিপরীত বাক বলেছেন: আরে যে জায়গায় গাছ লাগাবে সে জায়গায় একপিস কার্গো বা একটা গাড়ি রাখলে আরও লাভ। এসহজ জিনিস টা বুঝলেন না।?

মুনাফা মুনাফা শুধু মুনাফা চাই।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

আদম_ বলেছেন: সহজ জিনিস যায়না বোঝা সহজে।

৫| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

সাগর মাঝি বলেছেন: ওরা চোখ থাকিতেও অন্ধ,, আপনার সাথে একমত লেখক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.