নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

শিশু হত্যার এক বাতাস এসেছে বাংলাদেশে।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০১

নিহত সব শিশুদের বাবা-মা-আন্তীয়-পরিজন কি একসাথে মানসিক রোগে আক্রান্ত হয়ে গেল নাকি? গত দুমাসে ৫৫ টা শিশু খুন। গড়ে প্রায় একজন করে প্রতিদিন।
এই সর্বনাশা বাতাসের কারণ খুজতে হয়তো বেশিদুর যেতে হবেনা মনোবিদ-গবেষকদের। মনের বিষ-উগড়ানো এই আ্গ্নেয়গিরির শিকড় সন্ধান করার সময় এখনো হয়তো আসেনি বাংগালদের- যারা বিনোদনকে মনে করে সময়ের অপচয় এবং পুরোপুরি পাগল হওয়ার আগে যারা মানসিক চিকিতসা নিতে যায়না।
মনোবিকারের এই বধ্যভুমিতে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের জয়, অনেকগুলো উন্নয়নের খবর আর ঢল নামা সুবচন কে অনর্থক মনে হয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

ডা: শরীফুল ইসলাম বলেছেন: সাবাস বাংলাদেশ

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

আদম_ বলেছেন: সাবাস বাংলাদেশ

২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

সোজোন বাদিয়া বলেছেন: সত্যি কথা বলছি ভাই। আপনার সিরিয়াস শিরনামের সাথে 'খেলা' যায় না। খেলাটা খেলাই। ওই সন্তানহারা মাতা-পিতার কথা চিন্তা করুন - তাঁরা এই বিজয়ে কতটুকু আপ্লুত হবার অবস্থায় আছেন।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

আদম_ বলেছেন: আমিও তো তাই বলছি।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

মহান অতন্দ্র বলেছেন: দুঃখজনক।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৬

আদম_ বলেছেন: হ্যালো অতন্দ্র কেমন আছেন?
অনেক দু:খজনক ব্যাপার । ভালো লাগেনা এসব। মনে হয় পালিয়ে বাচি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.