নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
আমাদের তমাল, কুয়েটের শিক্ষার্থী, সিরাজগন্জের ছেলে, “ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ২০১৬” জিতেছেন। প্রতি বছর সারা দুনিয়ায় মাত্র একজনকেই এই পুরস্কার দেয়া হয়। আমাদের শাহরুখ নূর-এ-তমাল তার মেধা যোগ্যতা দিয়ে দেশের পতাকাকে আবারো সমুন্নত করেছেন।
তমাল কি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী অথবা জাতীয় পর্যায়ের কারো কাছ থেকে অন্তত একটা ধন্যবাদ পাবার যোগ্যতা রাখেননা? যেমনটা সাকিব মাশরাফিরা পেয়ে থাকেন? সাকিব মাশরাফিদের মতো লাখ টাকার পুরস্কার নয়, ফ্ল্যাট বাড়ি নয়, দামি গাড়ি নয়, মিডিয়া এটেনশন নয়; জাস্ট একটা ধন্যবাদ পাওয়া নিশ্চয় বেশি কিছু নয়।
সায়েন্টিস্টরাই আসল হিরো। দেশ-জাতি-মাটির ভাগ্য বদলের অন্যতম কুশীলব। দেশের প্রয়োজনেই তমালদের পরিচর্যা করা দেশের দায়িত্ব।
স্যালুট তমাল ভাই।
http://www.prothom-alo.com/we-are/article/762328/লবণ-à¦à¦¾à§à¦¾-à¦à¦¾à¦®à§à¦¾-সà¦à¦°à¦à§à¦·à¦£
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
আদম_ বলেছেন: Click This Link
প্রথমআলো, ০৭ ফেব্রুয়ারী।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
নতুন বলেছেন: সায়েন্টিস্টরাই আসল হিরো। অভিনন্দন তমাল কে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
আদম_ বলেছেন: আপনাকেও অভিনন্দন।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
অচল জ্ঞানী বলেছেন: মাশাল্লাহ। হাত তালি.......
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
আদম_ বলেছেন: হাততালির জন্য ধন্যবাদ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন তমাল কে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
আদম_ বলেছেন: আপনাকেও অভিনন্দন!!!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
আরজু পনি বলেছেন: লিঙ্কসহ বিস্তারিত দিলে আমরাও তমালের হয়ে প্রচার করতে পারি যেনো প্রধানমন্ত্রীর দৃষ্টি কাড়তে পারে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
আদম_ বলেছেন: ১ নং কমেন্টের উত্তরে লিংক দিয়ে দিয়েছি। নতুন করে এডিট নিচ্ছেনা সামু।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: সায়েন্টিস্টরাই আসল হিরো। অভিনন্দন তমাল কে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
আদম_ বলেছেন: আমরাই তমালদের মনে রাখবো, অভিনন্দন জানাবো। ধন্যবাদ আবু হেনা।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
গেম চেঞ্জার বলেছেন: এটা অত্যন্ত ভাল একটি খবর। আপনাকে ধন্যবাদ। তবে প্রথম আলো খবরটা তো অন্তত দিয়েছে? তাই তাদেরও ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
আদম_ বলেছেন: অবশ্যই প্রথম আলো কে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আপনাকেও।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
দরবেশমুসাফির বলেছেন: তমাল ভাইয়ের জন্য শুভকামনা। আমাদের এই পচা শিক্ষাব্যবস্থা থেকেই উনি যে কিছু করে দেখিয়েছেন এটিই বড় বিস্ময়।পরবর্তীতে উনার আরও সাফল্য কামনা করি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
আদম_ বলেছেন: ঠিক তাই!! উনার আরও সাফল্য কামনা করি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
ধমনী বলেছেন: অভিনন্দন তমালকে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
আদম_ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
আরজু আয়াস বলেছেন: অভিনন্দন তমাল! বাংলাদেশে প্রকৃত প্রতিভাবানদের কদর কম। তাই অভিমানে বসে না থেকে সামনে এগিয়ে যেতে হবে। পথচলা শুভ হোক। দেশেরও ভালো হোক। শুভ কামনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
আদম_ বলেছেন: শুভ কামনা থাকলো তমালদের জন্য, দেশের জন্য আরজু আয়াসের জন্য।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাকিব মাশরাফিদের মতো লাখ টাকার পুরস্কার নয়, ফ্ল্যাট বাড়ি নয়, দামি গাড়ি নয়, মিডিয়া এটেনশন নয়; জাস্ট একটা ধন্যবাদ পাওয়া নিশ্চয় বেশি কিছু নয়।
সায়েন্টিস্টরাই আসল হিরো। দেশ-জাতি-মাটির ভাগ্য বদলের অন্যতম কুশীলব। দেশের প্রয়োজনেই তমালদের পরিচর্যা করা দেশের দায়িত্ব।
স্যালুট তমাল ভাই।
+++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
আদম_ বলেছেন: +++++
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
গোধুলী রঙ বলেছেন: সায়েন্টিস্টরাই আসল হিরো। অভিনন্দন তমাল কে।
কিন্তু আমাদের দেশে জ্ঞ্যানের এবং জ্ঞ্যানির মূল্য কে কবে কোথায় দিয়েছে নিঃস্বার্থ ভাবে, আরো স্পেসিফিকলি সাম্প্রতিক কালে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮
আদম_ বলেছেন: ঠিক বলেছেন!! মূল্য কেউ দেয়নি। যেমন ব্লগ কতৃপক্ষ এই পোস্টটিকে নির্বাচিত পাতায় ঠাই দেবার প্রয়োজন মনে করেনি।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন তমালকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
আদম_ বলেছেন: অভিনন্দন আপনাকেও!! ভালো থাকবেন।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
আবু শাকিল বলেছেন: ভাল খবর ।
তমালের ভাইয়ের প্রতি অভিনন্দন রইল ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
আদম_ বলেছেন: আপনাকেও অভিনন্দন।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ সুখবর । অভিনন্দন শাহরুখ নূর-এ-তমাল কে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
আদম_ বলেছেন: আসলেই ভালো সংবাদ। ধন্যবাদ।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৩
সায়েদা সোহেলী বলেছেন: অভিনন্দন তমাল কে , আর ধন্যবাদ আদম কে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
আদম_ বলেছেন: অভিনন্দন তমাল কে আর সায়েদা সোহেলীকে।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫০
পথে-ঘাটে বলেছেন: অভিনন্দন শাহরুখ নূর-এ-তমাল কে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
আদম_ বলেছেন: অভিনন্দন আপনাকেও।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪
শাহাদাত হোসেন বলেছেন: শাহরুখ নূর-এ-
তমালদের মতো হিরোদের লক্ষ কোটি সালাম ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
আদম_ বলেছেন: আপনাকেও সালাম।
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
রাফা বলেছেন: তমাল'কে অভিনন্দন ও শুভেচ্ছা।আমরা সত্যকার অর্থেই সন্মান,উৎসাহ ও উদ্দিপনা দিতে জানিনা।শুধু এই কারনে অনেক প্রতিভা কাজে লাগাতে পারেনা আমাদের দেশ।
ধন্যবাদ,তমালকে সামনে নিয়ে আসার জন্য।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
আদম_ বলেছেন: ঠিক বলেছেন!! যেমন ব্লগ কতৃপক্ষ এই পোস্টটিকে নির্বাচিত পাতায় ঠাই দেবার প্রয়োজন মনে করেনি।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২
ইছামতির তী্রে বলেছেন: আমাদের হিরো তমালকে স্যালুট জানাই। আর ওর চুড়ান্ত সফলতা কামনা করি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
আদম_ বলেছেন: আমাদের হিরো তমালকে স্যালুট জানাই।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন তমালকে।
তার সুন্দর, উজ্জল ভবিষ্যত কামনা করি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২
আদম_ বলেছেন: অভিনন্দন তমালকে।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
হাসান নাঈম বলেছেন: সায়েন্টিস্টরাই আসল হিরো। অভিনন্দন তমাল কে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
কলাবাগান১ বলেছেন: লিং দেন। উনি কি আবিস্কার/রিসার্চ করেছেন। অগ্রিম অভিনন্দন