নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
আপনি একজন অভিনেতা। আরও স্পষ্ট করে বললে একজন কৌতুক অভিনেতা। হ্যাবলা-ক্যাবলা চরিত্র ছাড়া আজ পর্যন্ত এমন কোনো সিরিয়াস চরিত্রে আপনি অভিনয় দক্ষতা দেখাতে পারেন নি যা দর্শকদের মনে দাগ কাটতে পারে। প্রায় সব নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করলেও, এবং চরিত্রটি যদি হ্যাবলামোর নাও হয় আপনি ঠিকই সেটাকে হ্যাবলট বানিয়ে ফেলতে পারেন।
সত্যিকার অর্থে আপনার অভিনয় খুবই বাজে এবং একঘেয়ে। পাগলাটে, হড়বড় করে কথা বলা, কথায় কথায় কান্নার মুখভংগি প্রদর্শন, বেকুবের মতো হাটা ইত্যাদি দেখে আর যাই হোক আপনাকে শক্তিমান অভিনেতা বলা যায়না কিছুতেই।
আসল ঘটনা হলো আপনি পেয়েছিলেন একটা ফাকা ফিল্ড, তখন তেমন কেউ ছিলোনা প্রধান চরিত্রে অভিনয় করার মতো, সেই সুযোগে আপনি পরিচিতে পেয়েছেন।
আশা করি চাছাছোলা কথাগুলো আপনি অনুধাবন করার চেষ্টা করবেন এবং নিজের আরো অভিনয় উন্নত এবং মানসম্পন্ন করার চেষ্টা করবেন। বাংলা নাটকের এ ধরনের টিপিক্যাল কনডিশনের জন্যই অনেকেই বাংলা নাটক দেখেনা।
আরও চলবে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
আদম_ বলেছেন: কি আর বলবো!! সর্বত্র পরিবর্তন চাই।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
আদম_ বলেছেন: নকশীকাথার মাঠের মন্তব্যটি ছিলো : "তুমি কোন বাল আইছো তার অভিনয় বিচার করতে। নিজের বালটাও তো ঠিক মতো ছিড়তে পারবানা। আবার সমালোচনা করো-বেয়াদব" যা ভুল ক্রমে ডিলিট হয়ে গেছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০
আদম_ বলেছেন: মন্তব্য পড়লেই বোঝা যায় কে বেয়াদব।
বাই দা রাস্তা...ডিলিট করা মন্তব্য ফেরত আনার কোনো উপায় জানলে বাতলাবেন প্লিজ....
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
মোশারফ হোসেন ০০৭ বলেছেন: ভাই, আপনার অভিনয়ের একটি ভিডিওর লিঙ্ক চাই....
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
আদম_ বলেছেন: আমি দর্শক।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
মানবী বলেছেন: ব্যক্তিগত ভাবে যদি অভিনেতা জাহিদ হাসানকে জেনে থাকেন তাহলে নিশ্চয় অবগত আছেন তিনি অত্যন্ত ভদ্র মার্জিত মানুষ এবং মোটেও ক্যাবলাকান্ত নন। একজন ক্যাবলাকান্ত মানুষের পক্ষে এতোটা খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন সম্ভব নয়। তাঁর অ্যিনিত ক্যাবলাকান্ত ও অভদ্র চরিত্রগুলো আপনার ক্ষোভের কারণ হয় এটাই প্রমান করছে একজন অভিনেতা হিসেবে তিনি কতোখানি সফল।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
আদম_ বলেছেন: আপনি পোস্টটি ভালোভাবে পড়েননি। আমি কোথাও বলিনি উনি অভদ্র এবং অমার্জিত। আমি বলেছি আজ পযর্ন্ত এমন কোন চরিত্রে উনি অভিনয় করতে পারেন নি যা মানুষ মনে রাখতে পারে।
শুধু তাই নয় আপনিও কোনো উদহারন দিতে পারেন নি। ব্যক্তিগত ভাবে কাউকে চেনা না চেনায় কিছু আসে যায়না। ধন্যবাদ আপনার মন্ত্যবর জন্য।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
আদম_ বলেছেন: ব্যক্তি জাহিদকে এখানে টানছেন কেন? ব্যক্তি জাহিদ নিয়ে আমি কিছু বলেছি? পারলে শক্ত যুক্তি দেখান।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
বনমহুয়া বলেছেন: হা হা তার উপর এত রেগেছেন নাকি তার অভিনয়ের উপর? আসল ঘটনা জানতে মন চায়।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
আদম_ বলেছেন: হি হি হি। অভিনয়ের উপর। কতদিন আর এগুলো গিলতে হবে কে জানে।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
মানবী বলেছেন: "সত্যিকার অর্থে আপনার অভিনয় খুবই বাজে এবং একঘেয়ে। পাগলাটে, হড়বড় করে কথা বলা, কথায় কথায় কান্নার মুখভংগি প্রদর্শন, বেকুবের মতো হাটা ইত্যাদি দেখে আর যাই হোক আপনাকে শক্তিমান অভিনেতা বলা যায়না কিছুতেই। "
- একজন ভদ্রমার্জিত মানুষ যখন উপরে উল্লেখিত কাজ করে আপনার বিরক্তির উদ্রেক করেন, তখন তিনি নিঃসন্দেহে একজন শক্তিমান অভিনেতা।
আমি যে উদাহরন দিবি সেটাই আপনার কাছে উপরের বর্ণনা মনে হবে, আপনি আপনার ভাবনায় অটল থাকবেন।
একজন অভিনেতা সম্পর্কে আপনি নিজের ভাবনা জানিয়ে পোস্ট দিয়েছেন, আমি আমার মতামত জানালাম মাত্র। এটা আলোচনা সভা বসানোর মতো বিষয় নয়।
ভালো থাকুন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
আদম_ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ তবে উদহারণ দিতে পারেননি কিন্তু।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
উল্টা দূরবীন বলেছেন: জাহিদ হাসানের ভক্তরা আপনাকে কোপাবে।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
আদম_ বলেছেন: উল্টা দূরবীন আমাকে বাচাবে.......
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
ঢাকাবাসী বলেছেন: এধরণের খালু মামু টাইপের বেকুব চেহারার লোক কি করে নায়কের ভুমিকায় অভিনয় করে? বাংলাদেশেই সম্ভব!