নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

ইউনুস ফোন সহ অন্য সব বেনিয়া বানচোতদের......।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

আসছে ফেব্রয়ারী থেকেই মোবাইলের নম্বর পরিবর্তন না করেই থাকছে অপারেটর পরিবর্তনের সুযোগ। এক অপারেটর থেকে আরেক অপারেটরে মুভ করতে লাগবে মাত্র ত্রিশ টাকা।
ইউনুস ফোন সহ অন্য সব বেনিয়া বানচোতদের কষে লাথ্থি লাগানোর এটাই মোক্ষম সুযোগ- এতদিন যেটা পারেননি কেবল আপনার নম্বরটা ছড়িয়ে গেছে বহু যায়গায় তাই।
অতিমুনাফালোভী, রক্তচোষা বদমাশ ফোন অপারেটরদের কবর রচনা করে ভাই-বোন-বন্ধু-পরিবার সবাই মিলে টেলিটকে মুভ করুন।
টেলিটক আমাদের রাষ্ট্রিয় প্রতিষ্ঠান। টেলিটকের লাভ মানে আমাদেরই লাভ। আসুন গড়ে তুলি টেলিটক আন্দোলন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: গ্রামীন ফোনতো আর ইউনুসের মালিকানা না, সুতরাং প্রধানমন্ত্রীর মত কথায় কথায় ইউনুস সাহেবকে না টানলে কি হয়না?

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৩

আদম_ বলেছেন: কেনো? ইউনুস কি? নোবেল পেয়েছে তাই?

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: গ্রামীণ ফোন তথা টেলিনরকে বিনাশুল্কে ব্যবসা ওপেন করে ৭ টাকা কলরেটে ব্যবসায় করানোর পথিকৃত ও প্রমোটার ইউনুস

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

আদম_ বলেছেন: ঠিক।
টেলিটকে কথা বলুন দেশের টাকা দেশে রাখুন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মিলন হোসেন১৫৮ বলেছেন: অামি ত্ত টেলিটক ব্যবহার করবো

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

আদম_ বলেছেন: গুড, ভেরি গুড।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: হা হা হা... ব্যাপারটা মোটেই সেরকম না যেমনটা আপনি ভাবছেন। বেনিয়ারা আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধি রাখে বলেই তারা বেনিয়া হতে পেরেছে। এই অপারেটর চেন্জের সুবিধাটা স্বল্প সময়ের জন্য নিতে পারবেন, কখনোই পার্মানেন্ট হবেনা সেটা। ধরুন এমন কোথাও বেড়াতে যাচ্ছেন যেখানে গ্রামীনের চেয়ে রবির নেটওয়ার্ক ভালো। আপনি তখন অল্প কয়েকদিনের জন্য রবিতে মাইগ্রেট করতে পারবেন নাম্বার ঠিক রেখে। মেয়াদ শেষ হলে আবার গ্রামীনেই ফেরত চলে আসবেন অটোমেটিক। এবং এর জন্যে ফী ও থাকবে, এখান থেকেও বেনিয়াদের ভালো ব্যবসা হবে বলে ধারনা করা হচ্ছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

আদম_ বলেছেন: ও মাবুদ!!!!
এইডা কি শুনাইলেন। যাই হোক, আমার টেলিটক আন্দোলন চলবে। সাথে থাকবেন প্লিজ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অটোমেটিক ফেরত আসবে এই কথা তো বলেনি।৥নকশী কাঁথার মাঠ

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৭

আদম_ বলেছেন: ঠিক!! তাইতো।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৭

রাফা বলেছেন: না ফেরত আসবেনা.....।আপনি আপনার ইচ্ছামত প্রোভাইডার নিতে পারবেন।কোথাও যদি না থাকে তাহোলে ভিন্ন কথা।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

আদম_ বলেছেন: ভেরি গুড।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ইউনুস ফোন বরাবরই আমাদের গলা কেটে যাচ্ছে, সুযোগ পেলে সটকে পড়বো :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

আদম_ বলেছেন: খুব ভালো লাগলো। আমি তাড়াতাড়িই শুরু করতে যাচ্ছি টেলিটক আন্দোলন-সাথে থাকবেন প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.