নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

এক রাতে গোরস্থানের পাশের দৃশ্য

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯

রাতের কালি গায়ে মেখে জোনাকীদের ছেনালীপনা যেন আকাশ ছুয়েছে। কবরের বুনোঝোপে হুটোপুটি খেলছে হীমশীতল ঠান্ডা বাতাস। অপবিত্র এক আধার যেন তার নৈশদ্ব দিয়ে গ্রাস করে ফেলেছে বিশ্বচরাচর। মৃত মানুষগুলোর বুকের উপর গজানো বেনামী বুনো গুল্ম-লতার ঝোপ ছুয়ে আসা বাতাসের হিস হিস শদ্বে কান পাতলেই যেন মনে হয় শোনা যাবে ফেরাউন বাদশার গলার আওয়াজ। ক্ষণকাল এই ভয়াবহ নীরবতার মাঝে দাড়ালেই মনে হয় যেন বহুদিনের পুরনো এই বৃদ্ধ পৃথিবী হঠাত করে কথা বলে উঠবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ...এবং বৃদ্ধ, পুরনো, পচে যাওয়া পৃথিবী কথা বলল ঠিকই, কিন্তু তখন আমরা ডুবে গেছি নিজেদের কৃত্রিম সমাজের জটিলতায়- আর তাই জানা হয় না কারো সেই আদিম, প্রাচীন, মহান সত্য; সেই সত্য যা প্রকৃতি আগলে ধরে আছে সময় ভূমিষ্ঠ হবার বহু বহু কাল আগ থেকে।

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৯

আদম_ বলেছেন: ধন্যবাদ স্যার মন্তব্য করার জন্য। ভালো আছেন?
আপনার মন্তব্য দিয়েই তো একটা পোস্ট দেয়া যায়।

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুধুই কি গোরস্থানের পাশের দৃশ্য!? নাকি বেঁচে থাকা মানুষের প্রতিটি নিঃশ্বাস তাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার এই চিরায়ত সত্যের কথোপকথন।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৮

আদম_ বলেছেন: হ্যা চিরায়ত সত্যের কথোপকথোনই বটে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুভূতির শিহরণ । বেশ ভাল লাগলো ।

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩

আদম_ বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

আদম_ বলেছেন: রাতের কালি গায়ে মেখে জোনাকীদের ছেনালীপনা যেন আকাশ ছুয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.