নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

ফিলিপাইন ঘুরে এসে আদমের সফরনামা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

প্রথমেই বলে নেই এটা কোনো ভ্রমণপোস্ট নয়। ভ্রমণে গিয়ে কিছু টুকরো ঘটনা যা প্রায় অর্থহীন। দেবার মতো কোন ছবি নাই (অনেক ছবি আছে, ইচ্ছা কইরা দেই নাই)। তবে আমি ফিলিপাইন গেছিলাম একথা সইত্য।
১. আমরা শপিংএ যাচ্ছিলাম বাসে করে। ৬ দেশের ১৭ জন মানুষ। গন্তব্য ম্যানিলা। লস-ব্যানোস থেকে ঘন্টা দুয়েকের রাস্তা। সবার ঘাড়ে একটা করে কাজ পড়লো কিছু একটা করে দেখানোর জন্য। যে যা পারে, যেমন গান-কবিতা-জোকস। যে যা পারে করলো। সব শেষে আমার বসের পালা। তিনি একটি জোকস বললেন। জোকস মজার হোক না হোক, জোকস শুনে হাসাটা একটা ভদ্রতা। আমি তালে-বেতালে একটু বেশিই ভদ্রতা দেখিয়ে ফেললাম। স্বাভাবিকের চাইতে উচ্চস্বরে এবং বেশি সময় ধরে হাসলাম, সবাই যেখানে তাদের ভদ্রতার হাসি শেষ করেছে অর্ধশত যুগ আগেই। আসলে হাসছিলাম মনের দু:খে। কারণ এমন জঘন্য জোকস আমি জীবনে শুনিনাই। বস ব্যাপারটা খেয়াল করলেন এবং ঠোটের কোনা দিয়ে বিশেষ কায়দায় হাওয়া ছাড়লেন যা অল্প পরিমাণে শদ্ব উতপাদন করলো। যার অর্থ “দাড়া তোরে চিপায় ফেলতাছি”। আমিও চিপা-চ্যালেঞ্জ মোকাবেলায় রেডি হলাম। ইদুর-বিড়াল খেলা শুরু। এই খেলায় থ্রিলিং আছে।
২. মল অব এশিয়ার সামনে আমরা সবাই মিলে বসে আছি। রাত প্রায় ৯ টা। দুই ইন্ডিয়ান হারামীর তখনো কোনো খবর নাই। তারা শপিংয়ে ব্যস্ত। আমার সামনে এসে দাড়ালো তিন দরিদ্র ফিলিপিনো। ভিক্ষুক। অনেক লোকের ভিড়ে তারা আমাকেই সিলেক্ট করলো। সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে মহিলাটি অত্যন্ত বিনয়ের সাথে ভিক্ষা চাইলো, এবং তাতে হাত-পা-মাথা নেড়ে প্রবল সমর্থন জোগালো তার কোলে থাকা অবুঝ শিশুটি এবং পাশে দাড়িয়ে অপলক চেয়ে থাকা ১২-১৩ বছরের অতি-মায়াবী চেহারার মেয়েটি। অনেক মানুষের ভীড়ে আমার নরম-সরম, বলদ-মার্কা চেহারা দেখে হয়তো তারা আমাকে বাছাই করেছিলো। ভিক্ষার স্টাইল দুনিয়ার সবর্ত্রই একই রকম।
৩. ফিরতি বাসে আমার পাশে বসেছিলেন মিয়ানমারের ‘পি’ ম্যাডাম। আমি গভীর ভাবনায় মগ্ন। আমি ভাবছিলাম আল্লহর কাছে কিছু চাইলে ভিক্ষার স্টাইল ফলো করতে হবে এবং আল্লহর কাছ থেকে যে কোনো কিছু আদায়ে এই পদ্ধতি হয়তো অব্যর্থ।
৪. ফিলিপাইনের লোকগুলো অনেক ভদ্র। বাংগালদের মতো অতো গোমড়ামুখো নয়। তারা হাসতে জানে-হাসাতে জানে। ছেলেদের তুলনায় মেয়ের সংখ্যা আমার কাছে বেশিই মনে হলো। তাদের সুন্দর মেদহীন ঝরঝরে শরীর, হাস্যজ্জ্বল মুখ, জীবনের প্রানস্পন্দন মাখা গতিময়তা বলে দেয়- তারা সুখে আছে।

...........চলবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: চলুক...

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১২

আদম_ বলেছেন: চলবে।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগছে ভ্রাতা। তবে আরও একটু বেশী লেখা হইলে আরও একটু তৃপ্তি পাইতাম!

শুভকামনা অনেক :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আদম_ বলেছেন: আপনে মন্তব্য করেছেন, আর কেউ মন্তব্য না করলেও চলবে।
আরো লিখবো। আসলে এমন কিছু পাগলামি করেছি যে লিখেতেও লজ্জা-লজ্জা লাগছে। পাগলামিগুলা মোটেই অশ্লীল নয়। নেহায়েত পাগলামি।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

লিরিকস বলেছেন: :) :) :)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

আদম_ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৭

ইমরান আশফাক বলেছেন: তাদের সুন্দর মেদহীন ঝরঝরে শরীর, হাস্যজ্জ্বল মুখ, জীবনের প্রানস্পন্দন মাখা গতিময়তা বলে দেয়- তারা সুখে আছে।

একটা দু'টা দেখালে আপনার কি কিছু কম পরে যাবে?

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

আদম_ বলেছেন: বুঝলাম ভাই, ছবির কথা বলছেন?

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

মধুমিতা বলেছেন: আমাদের এখানেও কিছু ফিলিপেনোকে দেখি খুব আনন্দময় জীবন, কাটাচ্ছে, সবাই মিলে ঘুরছে, আড্ডা দিচ্ছে। অপরদিকে উপমহাদেশের লোকগুলোর দিকে তাকালে মলিনতা চোখে পড়ে।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

আদম_ বলেছেন: একমত। আমাদের সবকিছু মলিন।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

আরমিন বলেছেন: আপনি লস বানোস এ গিয়েছিলেন? ইরি না ইউপিএলবি ?
আই মিস লস বানোস আ লট! ইট ওয়ায লাইক মাই সেকেন্ড হোম !

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

আদম_ বলেছেন: হ্যা গিয়েছিলাম। আপনি কি সেখানে থাকতেন? জায়গাটা আসলেই অনেক সুন্দর।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

ইমিনা বলেছেন: ছবি কোথায়? ছবি ছাড়া সফরলিপি যে বড়ই মলিন তা বুঝি জানেন না? ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

আদম_ বলেছেন: জানিরে আফা!!
তয় ছবি দিতে লইজ্জা লাগে। নিজের চেহারা মাইনষেরে দেখানোর কোনো মানে হয়না।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

আরমিন বলেছেন: হুমম
লস বানোস নিয়ে আমার প্রথম পোস্ট
View this link

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

আদম_ বলেছেন: সুন্দর। বড়ই সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.