নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
“বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট”।
সব কিছুই ঠিক ছিলো, ভেজাল বাধালো শেষের অনকাংখিত শদ্ব-অতিথিটি । কেনো; ইনস্টিটিউট শব্দটির কি বাংলা নেই ? যদি থাকে তাহলে লেখা হয়না কেন? আর যুতসই বাংলা যদি না থাকে তাহলে বাংলা শব্দ বানানো হয়না কেন? দায়িত্বটা আসলে কার?
এরকম আরও আছে “বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট”, “খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন”, “ইক্ষু গবেষণা ইনস্টিটিউট” “মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড” সহ হাজারো উদহারন।
এ যেন উদোরপিন্ডি বুধোর ঘাড়ে লাগিয়ে একটা কিম্ভুতকিমাকার নামকরণের রেওয়াজ যা চলে আসছে বহুযুগ ধরে। অথবা নামের শেষে একফোটা ইংরেজি লাগিয়ে একটু জাতে উঠার অপচেষ্টা।
হীনমন্যতা যেন বাংগালীর অলংকার। অসচেতনতা যেন আমাদের একটা ফ্যাশন।
শুনতে যতো বিদঘুটেই লাগুক, যতদুর সম্ভব এ ধরণের নামকরণগুলি পুরোপুরি বাংলায় রপুান্তর করা হোক। ভাষা দিবসে গলাবাজি না করে এ ধরণের আংলিশ-বাংলিশ পরিহার করে, আমাদের আত্নমর্যাদা নিয়ে বাচতে দিন।
বি:দ্র: অনেক বিদেশী শব্দই বাংলায় জায়গা করে নিয়েছে এবং তা ব্যবহারও হচ্ছে। এখানে শুধু মাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোর বাংলায় নামকরণ নিয়ে কথা বলা হচ্ছে। তাই কেউ দয়া করে চেয়ার কে কেদারা বলার প্রস্তাব করে ত্যানা প্যাচাবেন না।
০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২
আদম_ বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
কাফী হাসান বলেছেন: ইংরেজি শব্দগুলো আমাদের অস্থি মজ্জায় এমন ভাবে ঢুকে গেছে যে ঝেটিয়ে বিদায় করলেও হয়তো সব তাড়ানো সম্ভব না ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
আদম_ বলেছেন: ঠিক।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
সুলতানা সাদিয়া বলেছেন: ভাল বলেছেন তো, আগে খেয়াল করিনি।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
আদম_ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
গোল্ডেন গ্লাইডার বলেছেন: কেউ দয়া করে টেবিল কে কেদারা বলার প্রস্তাব করে ত্যানা প্যাচাবেন না।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১
আদম_ বলেছেন: আবেগে লেইক্কালচি রে গুল্ডেন.......ঠিক কইরালচিও।
দইন্যবাদ।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: @গোল্ডেন গ্লাইডার কেদারা তো চেয়ার বলেই জানতাম এতদিন !!!
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//কেউ দয়া করে চেয়ার কে কেদারা বলার প্রস্তাব করে ত্যানা প্যাচাবেন না।//
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিনের রেওয়াজ বা প্রচলিত জনপ্রিয় ভুল এগুলো আর এটা পরিবর্তন করা অনেক কষ্টসাধ্য, তারপরেও করা উচিৎ।