নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

সবকিছু্রই কি অর্থ থাকতে হবে? আদমের একটা অর্থহীন পোস্ট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮



১. বৃষ্টি ঝরানোর কোনো তাড়া নেই সাদা মেঘ গুলোর-যেন খামোখাই আকাশেই ঘুরে বেড়াচ্ছে।আাকাশের দিকে তাকিয়ে সিরিয়াস কিছু ভাবা যায়না, সিরিয়াস কিছু ভাবতে হয় মাটির দিকে তাকিয়ে। আমি সিরিয়াস কিছু ভাবার জন্য মাটির দিকে তাকালাম। কিছু সময় থাকে শুধুই ভাববার।

২. টিউশনির টাকা জমিয়ে মাকে একটা বাছুর কিনে দিয়েছিলাম। মা সেটার নাম দিয়েছিলেন হরিণী। আজ সেটার একটা বাছুর হয়েছে। সেটারও একটা নাম রাখা হয়েছে-লালী। অফিসের প্রচন্ড ব্যস্ততার মাঝে মায়ের মুখে খবরটা শুনে আমি হাসলাম। টুকরো টুকরো ঘটনা নিয়েই মানুষ জীবন গঠিত, যেমনটা টুকরো টুকরো ইট দিয়ে তৈরি হয় দালান।



৩. কক্সবাজার যেতে মন চাইছে খুব। পাশে কেউ থাকলে ভালো লাগতো। সাগরের রক্তহীম করা শো শো ডাক শুনিনা বহুদিন। ভরদুপুরে বালুর উপর বসে বসে সাগরের ঢেউ দেখব। জীবনে পাগলামির কোনো বিকল্প নেই।

৪. সেদিন অনেক রাত পর্যন্ত নৌকায় বেড়ালাম। জোছনায় ফুটে থাকা সাদা শাপলাগুলোকে মনে হচ্ছিলো যেন কালো পানির বুকে সাদা বরফের বিন্দু। শহর আমার ভালো লাগেনা, আমি ভালোবাসি নীরবতা, জনমানবহীনতা, ধ্যানমগ্ন একটা সবুজ ঘাসবন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো টুকরো অনুভূতিগুলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

আদম_ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ভালো থাকবেন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অর্থহীনেরও অর্থ আছে। দেখলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

আদম_ বলেছেন: পবেসার সাবরে এখন দেখাই যায়না। বালো আছেন ছার।
কেউ অর্থ খুজে পায়নি কিন্তু আপনি পেয়েছেন কারণ আপনি প্রোফেসর মানুষ।
ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: অর্থহীন কথামালা ভালো লাগলো ভ্রাতা । কেমন ছিলেন ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

আদম_ বলেছেন: ধন্যবাদ অপুর্ণ। অনেক দিন যাবত কোনো খবর নাই যে.............

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২১

অন্ধবিন্দু বলেছেন:
ধ্যানমগ্ন একটা সবুজ ঘাসবন।
সবুজে আচরণ- অর্থটা বুঝে নিলুম।

শুভ কামনা, আদম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

আদম_ বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু। আপনার জন্যওশুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.