নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
আমাদের ছ্যাবলামো দেখে বুড়োরা হয়তো হাসে। যেমনটা আমরা হাসি শিশুদের বোকামি দেখে। বৃদ্ধরা জীবনের সবকিছু দেখে ফেলেছে। তাদের কাছে কোনো কিছুই আর নতুন নয়। তারা যেন ধরে ফেলেছে জীবনের জারিজুরি আর ফাকিবাজি। সেজন্যই কি বৃদ্ধদের সবকথাতেই ভাঙা হাটের হাহাকার? পৃথিবী কি তবে আসলেই প্রবঞ্চক?
২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৬
আদম_ বলেছেন: পৃথিবী প্রবঞ্চক
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫
লিরিকস বলেছেন: +