নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

এই আজে বাজে সাক্ষাতকারগুলো কেন ছাপা হয় পত্রিকায়।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

বাপের পছন্দ মুরগার গুস্ত, আর আদরের দুলালীর পছ্ন্দ ফাস্টফুড।



এই তথ্য না জানালে তো বাঙ্গাল জনম বেথা যাবে । তাই বাঙ্গাল জনম সফল করবার এই মহান গুরুভার স্বেচ্ছায় স্কন্ধে তুলে নিলো প্রথমআলো ।

প্রত্রিকাটি আমাদের আরো জানাচ্ছে যে আকরাম সাহেবের স্নেহের তনয়া কালেভদ্রে প্রত্রিকা পাঠ করেন এবং অবসর পেলেই অনলাইনে ল্যাপটপের বাটন গুতিয়ে দিনগুজরান করেন। আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওফ থ্যাংকস গড। ল্যাপটপ, মোবাইল আর নেট না থাকলে যে আমাদের কি হতো.............

মুলতো দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ বা মিল-অমিল খোজাই নাকি সাক্ষাতকারটির উদ্দেশ্য। দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ বের করতে প্রশ্ন করার অনেক আঙ্গিক ছিলো। অনেক বিষয় ছিলো।

এক জন ফাস্টফুড খায় আরেকজন মুরগার গুস্ত খায়.........এইটা দিয়ে কে কি বুঝলো জানিনা, আমি কিছুই বুঝি নাই।

আমি শুধু বুঝলাম একজন খেলোয়াড় অবশ্যই স্বাস্থ্য সচেতন হবার কথা সেই সাথে তার পরিবারও; কিন্তু তা সঠিক নয়। অক্ষরজ্ঞান না থাকলে আমি বুঝতামইনা এই মেয়ে নাইনে পড়ে। ছবি দেখে ভেবেছিলাম তিন পোলার মাও..............।

একজন ধনীর আত্নজা, যার প্রিয় খাবার ফাস্টফুড, তিনি কখনই বর্তমান প্রজম্নের প্রতিনিধি হতে পারেননা। একতাল মাংসে ঢাকা এক সৌখিন খাদ্য শিকারীর প্রলাপ না ছেপে, বুকের হাড় বের কৃষকদের কথা অথবা যে ছেলেটি/মেয়েটি বাচতে গিয়ে দিনরাত গুলিয়ে ফেলেছে তাদের কথা ছাপুন।



খবরের লিঙ্কু এখানে

Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম, ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ আপনার সাথে একমত তো বটেই!

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

আদম_ বলেছেন: ঢাকাবাসী আমার সাথে!!
আমার আর ভয় কি।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৭

রাসেলহাসান বলেছেন: এই বিষয়ে পত্রিকার সম্পাদকই ভালো বলতে পারবে।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১

আদম_ বলেছেন: আপনার কি কোন মতামত থাকতে পারেনা?

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১

আদম_ বলেছেন: এই আজে বাজে সাক্ষাতকারগুলো কেন ছাপা হয় পত্রিকায়।

১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩০

আদম_ বলেছেন: এই আজে বাজে সাক্ষাতকারগুলো কেন ছাপা হয় পত্রিকায়।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: বাপের পছন্দ মুরগার গুস্ত, আর আদরের দুলালীর পছ্ন্দ ফাস্টফুড।

হেহেহে, জব্বর সাক্ষাৎকার লইসে।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩

আদম_ বলেছেন: বুঝেন অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.