নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
মওলানা ভাসানীর নিজ হাতে লাগানো একটা মহুয়া গাছ আছে। তার সু-কোমল, শান্ত ছায়ার নিচেই ঘুমিয়ে আছেন এই মহামানব। সময় পেলে একবার যাবেন কিন্তু....। ঢাকা থেকে খুব বেশি দুরে নয়। টাংগাইল শহরে নেমে, যে কোন রিকশাআলাকে বললেই নিয়ে যাবে। এখন মহুয়ার ফুল ফোটার সময়।
নিজের সুখের জন্য তিনি রাজ-প্রাসাদ গড়তে পারতেন কিন্তু নিজের সুখের কথা তিনি ভাবেননি। সারা জীবন দু:খী দরিদ্র সংগ্রামী মানুষদের ভালোবেসে তাদের কথা ভেবেছেন।
বাংলার নয়নমনি, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কে আল্লহ জান্নাত দান করুন।
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:০৪
আদম_ বলেছেন: আসলেই কষ্ট লাগে। তবে কি; আমাদের মতো ডাল-ভাত পাবলিকরা এখনো মরে যায়নি। আমরা যারা এখনো মাটির কাছাকাছি থাকি তারা অবশ্যই এই মহানদের ভুলবোনা। ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
পথহারা নাবিক বলেছেন: হুম যেতে হবে!!
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭
আদম_ বলেছেন: অবশ্যই যাবেন
৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫
আদম_ বলেছেন: অবশ্যই যাবেন
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬
আদম_ বলেছেন: মওলানা ভাসানীর নিজ হাতে লাগানো একটা মহুয়া গাছ আছে
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলার নয়নমনি, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কে আল্লহ জান্নাত দান করুন।
আমিন।
কিন্তু কষ্ট লাগে আজ সেই মহানদের অবহেলীত হতে দেখলে।
তবে ভরসা-ইতিহাস কিন্তু নিজেই খুজে নেয় সত্যকে-তা হোকনা শত বছর পর!!!!!!!
ধন্যবাদ। স্মরনের ঘরে টোকা দেওয়ায়