নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
কোথাও বেড়াতে গেলে সাথে ক্যামেরা নিয়ে যেতে হবে কারণ ব্লগে পোস্টাইতে হবে, কোন কিছু দেখলে-শুনলে সবার আগে মনে পড়ে- ব্লগে বিষয়টা শেয়ার করতে হবে, অত:পর নাওয়া-খাওয়া বাদ দিয়ে কিবোর্ডের চল্টা উঠানোর মহড়া চলানো। ব্লগ আছে বলেই দুদন্ড কারো সাথে কথা বলা যায়। এখানে চাইলে নস্টালজিক হওয়া যায়, পাগলের মতো খ্যাক খ্যাক করে হাসা যায়, কাউকে কষে গালিগালাজও করা যায়। এখানে আপনার অতি-উচ্চমার্গীয় অখাদ্য কবিতা গেলানোর জন্য বহু পাবলিক পাবেন। ব্লগ না থাকলে আপনি প্লাস কোথায় পেতেন শুনি; কোথায় পেতেন মাইনাস। কাকে পড়াতেন আপনার মনের আনন্দে ভুল বানানে রচিত অমর সাহিত্যকর্ম। ব্লগ ঘুরে ঘুরে পাওয়া এই প্লাস শেয়ার মার্কেটে বিক্রি করা যায়না, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকে ডিপোজিট করা যায়না, তবু এই প্লাস পেলেই কিনা আনন্দে আপনার দাত গুলো বেরিয়ে আসে, আকর্ণ বিস্তৃত এগাল-ওগাল হাসি জোসনার নিরব আকাশে বিশৃংখলা বাধায়। এখানে মান অভিমান চলে, ডাকসাইটে প্রেমও চলে। এখানে আছে আলোচনা-সমালোচনা-ভালবাসা-ঘৃণা। নিরবে কিছু ভাবছেন? সত্যি করে বলুনতো, ভাবনাগুলোর পেছনে ব্লগ কোন ফ্যাক্টর না। এখানে সময় যেন অপেক্ষা করে আছে আপনাকে সঙ্গ দেবার জন্য। কি মাঝরাত, কি ভরদুপুর। মনের ভাবনার কাদামাটি পুড়িয়ে যেন শব্দইট তৈরির এক মহা কর্মযজ্ঞ।
শব্দইটের তৈরি ব্লগ আসলে সময়ের দাবি। অতীতে কেউ একজন হয়তো জানতো- ভবিষ্যতে মানুষ যেহেতু মহাব্যস্ত ও বিছিন্ন হয়ে পড়বে, তাদের কাছাকাছি আনতে আর্বিভাব হবে ব্লগের।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬
আদম_ বলেছেন: পোস্টটার নাম দিতে চেয়েছিলাম "শদ্বইট"। ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
বোধহীন স্বপ্ন বলেছেন: ফেসবুকও তো একই কাজ করছে।
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
আদম_ বলেছেন: বাট দেয়ার ইজ এ ডিফরেন্স বিটুইন ব্লগ এন্ড ফেসবুক
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
অদিব বলেছেন: ব্লগ না থাকলে 'ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়' জাতীয় বিনোদন পেতাম না! জয়তু ব্লগ!
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
আদম_ বলেছেন: জয়তু ব্লগ!
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
হেডস্যার বলেছেন:
রাইট
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
আদম_ বলেছেন: থ্যাংকু স্যার।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০
প্যাপিলন বলেছেন: ব্লগ না থাকলে কবি গেন্দু মিয়ার কাব্যপ্রতিভাও বিকশিত হতোনা
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
আদম_ বলেছেন: সহমত
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
আরজু পনি বলেছেন:
দারুণ বলেছেন ... ব্যস্ততায় চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া সকালটাকে আবার দারুণ ভাবে শুরু করার জন্যে রিফ্রেশ বাটন হিসেবে আপনার পোস্টটাকে শোকেসে নিয়ে গেলাম, দেখবো আর ভাববো সত্যিই ব্লগটা না থাকলে কী যে হতো !
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২
আদম_ বলেছেন: ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
আদম_ বলেছেন: শুনেছি আপনি নাকি মডুদের একজন (আমার কাছে কোন প্রমাণ নাই)। আমারা পুরনো পাসওয়ার্ড ফিরিয়ে দেয়ার ব্যাপারে আপনি কোন হেল্প করতে পারেন কিনা (প্লিজ বলার ইমো হৈবে) ।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রকয
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আদম_ বলেছেন: খকয
হ্যালো স্করপিও (প্লিজ এগ্রি দ্যা ট্রুথ)
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
আকিব আরিয়ান বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
আদম_ বলেছেন:
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ না থাকলে কী যে হত তা টের পা্ই যখন ব্লগে কোন কারণে ঢুকা অসম্ভব হয়ে যায়। কীংবা দেখি সার্ভার বিজি। :-&
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
আদম_ বলেছেন: শুধু এই দুকখ্খেই অন্য ব্লগে একটা আইডি খুলছি।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
বেঈমান আমি. বলেছেন: কাকে পড়াতেন আপনার মনের আনন্দে ভুল বানানে রচিত অমর সাহিত্যকর্ম।
১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
আদম_ বলেছেন: ধন্যবাদ বন্ধু
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
আরজু পনি বলেছেন:
হতাশ করার ইমো রেখে গেলাম
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
আদম_ বলেছেন: ছুডু পোলাপানের ঠোট উল্টানো মার্কা অভিমানি ইমো দিয়া গেলাম
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
অনিকেত রহমান বলেছেন: ব্লগ না থাকলে আপনার পোস্টে কমেন্ট টা করতে পারতাম না।। বাঁচা গেল ব্লগ আছে।।
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
আদম_ বলেছেন: ব্লগ না থাকলে আপনার অতি উপাদেয় ১৮উত্তর কৌতুক পড়তে পারতাম না। (আনন্দে পা নাচানাচির ইমো হৈবো)
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
রাইসুল আবিদ বলেছেন: ভাল বলেছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯
আদম_ বলেছেন: থ্যাংকু
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮
খেয়া ঘাট বলেছেন: অল্প কথায় চমৎকার লিখেছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭
আদম_ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট।
বাট কেউ তো একটা পেলাসও দিলোনা!! তাইলে হাসমু কেমতে? (প্রশ্নবোধকের ইমো হবে)
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
অর্থনীতিবিদ বলেছেন: ব্লগ নিয়ে আপনার অনুভূতির সাথে আমার নিজের অনুভূতিরও একই মিল পাচ্ছি। ব্লগ আসলে মানুষকে অনেক কাছে এনে দেয়। আপনাকে চিনি না অথচ আপনার চিন্তা ভাবনাকে অনুভব করতে পারছি, পোস্টে মন্তব্য করছি। ব্লগ না থাকলে কখনো এটা সম্ভব হতো না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
আদম_ বলেছেন: যে কোন মিলই চমতকার। ব্লগাছে বলেই আমরা সাহিত্যর সঙ্গ পাচ্ছি।
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এই প্লাস শেয়ার মার্কেটে বিক্রি করা যায়না, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকে ডিপোজিট করা যায়না, তবু এই প্লাস পেলেই কিনা আনন্দে আপনার দাত গুলো বেরিয়ে আসে...!!
ভালো থাকুন ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
আদম_ বলেছেন: আপনিও ভালো থাকুন।
গ্রানমা মানে কি? ধন্যবাদ
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
পাঠক১৯৭১ বলেছেন: ব্লগ ছিল না, ক্যামেরা ছিল না, এক সময় মানুষও ছিল না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২
আদম_ বলেছেন: নট ক্লিয়ার।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ব্লগে আসুন, গ্রানমা মানে পেয়ে যাবেন !
ভালো থাকুন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
আদম_ বলেছেন: পেয়েছি। থ্যাংকু।
১৯| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: আমার হিসাবে এটা ডিজিটাল পাবলিক ডায়রী। ধন্যবাদ বাস্তবতাকে তুলে ধরার জন্য।।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
উদাস কিশোর বলেছেন: বেশ বলেছেন ।
কথা গুলান কিন্তু এক্কারে সত্য