নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
হতভাগ্য পোড়া মানুষগুলো যন্ত্রণায় কাতরাচ্ছে। ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের বিছানায় শুয়ে শুয়ে হয়তো ভাবছে বাড়িতে ফেলে আসা মানুষ গুলো খেয়েছে কিনা অথবা সে যদি পঙ্গু হয়ে যায় তবে তার নিজের ও পরিবারের কি হবে। হয়তো চোখ একটু বুজে এসেছে, অমনিই ক্যামরার ক্লিক, ঝলসানো আলোয় আবার চমকে উঠা।
টিভি ক্যামেরার ভীড়, লোকজনের আনাগোনা, ভিআইপিদের উতপাত সব মিলিয়ে এক যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তারা। না, আমরা তাদের একটু ঘুমাতেও দিবনা। অনাগত কালো ভবিষ্যতের করাল গ্রাসে পতনোম্নুখ এই মানুষগুলোর পাশে রাষ্ট্র কি দাড়াবে কোন দিন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
আদম_ বলেছেন: সকাল থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত তাদের কোন বিশ্রাম নেই। একেকজন ভেড়ার পাল নিয়ে আসেন আর তাদের উতপাত করেন।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: হেডস্যার বলেছেন:
উষ্টা দিয়া রোগী আর রোগীর এটেন্ডেন্ট ছাড়া সব গুলারে রাস্তায় ফালানো দরকার।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
আদম_ বলেছেন: হ্যালো সাদামন। কেমন আছেন? মনমেজাজ আজকে ভালোনা আরেক দিন কথা হবে।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ঢাকাবাসী বলেছেন: ঐসব অসভ্য লোভী মানুষদের জন্যই তো আজ এদের এই দশা!
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আদম_ বলেছেন: নো কান্ট্রি ফর কমন পিপল।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায়।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
আদম_ বলেছেন: নো কান্ট্রি ফর কমন পিপল।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
হেডস্যার বলেছেন:
উষ্টা দিয়া রোগী আর রোগীর এটেন্ডেন্ট ছাড়া সব গুলারে রাস্তায় ফালানো দরকার।