নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

ঘাতক ব্যাধি এইডস। কি করবেন এইডস হলে? বাংলাদেশে কোথায় পাওয়া যায় এইডসের স্বাথ্যসেবা? সন্দেহ হলে কোথায় পরীক্ষা করাবেন?

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

আজ বিশ্ব এইডস দিবস।

ঘাতক ব্যাধি এইডস। কি করবেন এইডস হলে? বাংলাদেশে কোথায় পাওয়া যায় এইডসের স্বাথ্যসেবা? সন্দেহ হলে কোথায় পরীক্ষা করাবেন?



মোহম্মদপুরে আছে আশার আলো সোসাইটি। এই ধরণের কোন সমস্যা হলে ফোন করুন এই নম্বরে ০১৭৩২৮০১০০১ অথবা (০২)৮১৫৩০৪২। ছুটির দিনগুলো সহ, শুক্র-শনি বাদে সপ্তাহের প্রতিদিন খোলা পাবেন ০৯-০৫ টার মধ্যে। চিকিতসা সেবা একদম বিনামূল্যে। এইডস আক্রান্ত লোকজনের আন্তীয় স্বজনদের জন্যও রয়েছে কাউস্নেলিং সেবা।



আরও একটা সংস্থা আছে ঢাকায়। ঢাকার গুলশানে। এই তার ঠিকানা ও ফোননম্বর। তাদেরও চিকিতসা সেবা একদম বিনামূল্যে। নাম তার HASAB



House# 53, Road# 3, Block# B, Niketon

Gulshan-1, Dhaka-1212, Bangladesh.

Phone: 880-2-9857513, 880-2-9857523

Fax: 880-2-9857485

E-mail: [email protected]

Web: http://www.hasab.org



এখানে অনেকেই কাজ করেন যারা এইচ-আই-ভি পজেটিভ। যাদের দেখে আপনি বুঝতেও পারবেন না। তারা চিকিতসা নিয়ে, ডাক্তারের পরামর্শ মতো চলে অসুখটাকে নিয়ন্ত্রনে রেখেছেন এবং এখন সুস্থ আছেন।



এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসনের কোন বিকল্প নেই। আপনার পাশের এইডস রোগীকে দুর্ঘটনার শিকার ভেবে তার দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

চাঁন মিঞা সরদার বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
টিবি হলে কোথায় ভালো চিকিৎসা করানো যায়?

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আদম_ বলেছেন: সরি বস্। আই ডোন্ট নো।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

গান পাগলা বলেছেন: ধন্যবাদ কাজে আসবে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

আদম_ বলেছেন: থ্যাংকিউ সো মাচ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

নীল জানালা বলেছেন: একটা কথা বলতে পারেন? এইডসের চিকিৎসা সেবা বিনামূল্যে দেয় কিভাবে? কিছু খরচতো নিশ্চয়ই আছে? কারা বহন করে এই ব্যায়? কিসের স্বার্থে করে? অন্য কোন অসুখের চিকিৎসায়ও কি ওরা ফাইন্যান্স করে? না করলে কেন করেনা?

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

আদম_ বলেছেন: হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে ? কল দেম টু নো।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ ভাই এরকম একটা দরকারি তথ্য শেয়ার করার জন্য।আশাকরি অনেকেরই এই তথ্য কাজে লাগবে।
@চাঁন মিঞা সরদার
ভাই টিবি হলে অবশ্যই ঢাকা টিবি হসপিটাল,মহাখালী।এটা সরকারি হলেও সবচেয়ে ভাল ট্রিটমেন্ট এখানেই হয়।বেসরকারি কোন হসপিটালে এ সেবা নাই।এখানকার ডাক্তাররা খুবই পারদর্শী।তাই নিশ্চিন্ত মনে ওখানে চলে যান।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

আদম_ বলেছেন: থ্যাংকিউ সো মাচ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

চাঁন মিঞা সরদার বলেছেন: ধন্যবাদ @ ভোরের সূর্য

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল পোষ্ট।


ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.