নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

যান্ত্রিক হলেও মানবিক

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হলো বাজারে। প্রায় রকেটের গতিতে বাজার সেরে উল্কার গতিতে ছুটতে হবে অফিসে। এ জীবন দুরন্ত।

মেসের খাতায় বাজারের তারিখ ও হিসাব লিখতে গিয়ে তারিখটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হলো। সবখানে নকল জম্নতারিখ লিখতে লিখতে আসল জম্নতারিখ ভুলে যাওয়ার দশা।

আহ! একে একে কতগুলো দিন চলে গেল নীরবে। কত বসন্ত চলে গেল বৃথা। এবং আমি সমাপ্তির দিকে আরেক পা বাড়ালাম। সকাল সকাল মৃত্যু চিন্তা আমাকে একইসাথে বির্মষ ও পরিশুদ্ধ করলো। ভেবেছিলাম বাজারের দু-চার টাকা এদিক ওদিক করে একখানা ধূম্রশলাকা খরিদ করা যায় কিনা। আজ আর তা হলো না।

অফিসে এসে বল্গ খুলে দেখি সামু থেকে জম্নদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সাথে তিনটা সুদৃশ্য বেলুনও দিয়েছে।আমাকে আর পায় কে। আমিতো আল্লাদে দশখানা। আরেব্বাস সামু দেখি ব্যাপক ইসমার্ট। ব্যাপারটা যান্ত্রিক হলেও এর একটা মানবিক আবেদন আছে। ফলস্বরুপ সামুকে দেয়া আমার সকল অভিশাপ (লগইন জনিত সমস্যার কারণে) আমি উইথড্র করলাম। ধন্যবাদ সামহোয়ার ইন বল্গ।

এ দিনে জম্ন নেয়া সবাই কে শুভেচ্ছা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শ্রাবণধারা বলেছেন: শুভ জন্মদিন................।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

আদম_ বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

ভারসাম্য বলেছেন: শুভ জন্মদিন!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

আদম_ বলেছেন: ধন্যবাদ ভারসাম্য।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: শুভ জন্মদিন

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

আদম_ বলেছেন: আমি যদি কবি হইতাম, তবে কবিতা লিখিয়া ইহার প্রতিদান দিতাম।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সর‍্যি আই মিসড ইট। হ্যাপি বিলেটেড বার্থডে।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০

আদম_ বলেছেন: আমি যদি কবি হইতাম, তবে কবিতা লিখিয়া ইহার প্রতিদান দিতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.