নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

প্রাগৈতিহাসিক

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

মানিকের প্রাগৈতিহাসিক গল্পটি পড়েছেন?

প্রশ্নটি শুনে আমি কিছুটা চমকে উঠলাম। আমি মেয়েটির দিকে তাকালাম। প্রকৃতপক্ষে আমি মেযেটির দিকে প্রথমবারের মতো তাকালাম। যেন ধ্যানমগ্ন, টলটলে কাজল দুটি চোখ । প্রথম দর্শনেই প্রেমে পড়ার মত নয় বটে তবে মেয়েটির একটি কথা শুনলে আরেকটি প্রশ্ন করতে ইচ্ছা করে।

গল্পটি পড়েছি কি পড়িনি তার জবাব না দিয়ে আমি বলতে লাগলাম “সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। বৈকুন্ঠ সাহার বাড়িতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। এগারো জনের মধ্যে কেবল ভিখুই কাধে একটা বর্শার খোচা খাইয়া পলাইতে পারিয়াছিলো.........”।

আমার উত্তর শুনে এবার সে কিছুটা চমকে উঠল। সে আমার দিকে তাকালো। প্রকৃতপক্ষে, সে আমার দিকে প্রথমবারের মতো তাকালো।

তার দৃষ্টিতে ধ্যানমগ্নতা, আমার চোখে খেয়ালীপনা। তার হাসি প্রশ্নবোধক, আমার হাসি উদ্দেশ্যহীন। সে মেপে কথা বলে, আমি পারলে ঝগড়া করি। সে একরোখা, আমি আপোষকামী। তার সবকিছুতেই যন্তের ছাপ, আর আমার সবকিছুতেই নয়-ছয়, পড়ালেখাটাও ভালোমতো করলামনা................

ব্যস! দুজনের পথ গেল দুদিকে চলে। এত কিছুতে যাদের অমিল, তাদের ঠিকানা মিলবে কি করে। তবে চুম্বকের বিপরীত মেরুই একে অপরকে আর্কষণ করে। জানিনা এই বৈপরিত্যেই কিনা সে বলেছিলো আমার অযন্তে লালিত রুক্ষ চুলেই নাকি আমাকে ভালো লাগে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

মদন বলেছেন: সেইরাম

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০২

আদম_ বলেছেন: হ্যালো মদন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: দারুন লাগলো .....

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২

আদম_ বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: পিচ্চি কিন্তু পরিষ্কার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

আদম_ বলেছেন: বুঝলামনা ভাইজান

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪

আদম_ বলেছেন: ব্যস! দুজনের পথ গেল দুদিকে চলে। এত কিছুতে যাদের অমিল, তাদের ঠিকানা মিলবে কি করে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

আদম_ বলেছেন: যারা প্রাগৈতিহাসিক গল্পটি পড়েননি, তারা অতি দ্রুত পড়ে নিন।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

সাদাত হোসাইন বলেছেন: সিমপ্লি অসাধারণ!
এতো ভালো লেখা নিকট অতীতে পড়িনি।
অসাধারণ!

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

আদম_ বলেছেন: প্রসংশার উত্তাপে গলে গেলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.