নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
“জরুরী কাজে খুলনা যাইতে হপে। আইজকের মইদ্যে। উড়াল পাইরা যানগা। কুইক!”।
বসের এই কথা শুইনা ব্যাপক আমোদিত হইলাম। বিমান ভ্রমণ করলে কেমন লাগে তা মনে মনে কল্পনা করতে লাগলাম। সহকর্মীদের সাথে ব্যাপক ভাব নিয়া বললাম “ধুশ...ডিজগাসটিং! একটু কেনাকাটা করমু.........সেই সুযুগো নাই ”।
পেলেন তো খালি হারা জীবন মাথার উপ্রে দিয়া উইড়া যাইতে দেকছি। উঠি নাই কুনোদিন। আয়-হায় না জানি বিতরে কেমুন লাগে। টিকেট কাটার পর থেকে কইলজার আদ্রতা কেমন জানি জ্যামিতিক হারে হ্রাস পাইতে লাগলো। এক বার ভাবলাম বস্রে গিয়া বলি- থাক বস বিমানে যাউনের কাম নাই, বাসেই যাইগা। বসের দরজা পন্ত গিয়া ফিরা আইলাম, সাহসে কুলাইলোনা। আবার আমারে বাদ দিয়া যুদি অন্য কাউরে এসাইন করে........... ডরও লাগে যাইতেও মুঞ্চায়।
ইয়া নফসি পড়তে পড়তে ইয়ারপুটে আইলাম। রিজেন্ট এয়ারের ইসর্মাট পূলাপান কইল একটু বসতে। ইট্টু পরে কইলো; আহেন আহেন, উঠেন উঠেন, লাইনে খাড়ান। আমি মনে করলাম বিমান বুজি আমারে থুইয়াই ছাইড়া গেল। ব্যাপক স্পিড নিয়া কাউন্টারে গেলাম। টিকেট-টুকেট চেক-মেক কইরা বোর্ডিং পাস দিয়া কইলো ওই হানে বিতরে গিয়া ঝিম মাইরা বইসা থাকেন।
বিমানে উঠা নিয়া বন্ধুদের সাথে কেমনে ভাব ধরমু ঝিম ধইরা মনে মনে সেইটা ভাবতে লাগলাম। আর বিমানে উঠার খুশিতে হাসানরে মাফ কইরা দিলাম, হালায় গতকাইল সেহেরির সময় আমার বিড়ি চুরি কইরা খাইছিলো। যাহ শালা বিমানের কারণে বাইচা গেলি।
প্রথমে উঠলাম বিমানের বাসে। উইঠাই তো মেজাক গরম হয়া গেলো। কাটলাম বিমানের টিকেট, উঠাইলো বাসে। শেষ পন্তনা আবার বাসেই যশোর যাইতে হয় কিনা কে জানে। বাংগালদের আমি ইট্টুও বিশ্বাস করিনা।
বিমানের দরজার মুখেই দেহি একটা ডানাছাড়া পরী। রুজা হালকা হইবার পারে বইলা ইট্টু দেকছি। মনে করছিলাম জানালার পাশে সিট লমু। গিয়া দেখি আমার আগেই এক বুইরা জানালার পাশে বইসা আছে। খানিক পরে বিমান ছাড়লো.....গাড়ির মত খালি আস্তে মাটি দিয়া যায় আর যায়.......উড়াল দিবো কখন কে জানে। বিমান ছাড়ার আগে পাইলট স্যার পরাণ ভইরা আল্লাহরে ডাইকা নিলো। আমাগরে থ্যাঙ্কু-ম্যাঙ্কু দিলো। কইলো ৮০০০ ফূট উপ্রে দিয়া উইড়া যামু তাড়াতাড়ি বেল্ট বান্দেন। আরে বলদ, আমি বাসা থেইকাই বেল্ট পইরা আইছি, হালার আবাল জানি কনেকার! আর তাছাড়া এত উপ্রে যে উটবি, নামতে পারবিতো।
বিমান তহন আকাশে। বেকুব পাইলট বিমান ঢুকায়া দিছে মেগের বিতরে দিয়া। আরে বেকুব এহন যদি অপজিট ডিরেকশান থেইকা একটা প্লেন আসে তুইতো আগে মরবি, তাড়াতাড়ি ক্লিয়ার রাস্তায় যা। আর তাছাড়া মেগের বিতরে রাস্তা চিনবি কেমনে। কে শুনে কার কথা। বাস-বুস হইলো তাও লাফ মাইরা নামন যায়, বিমান থেইকা মনে হয় লাফ মারাটা ঠিক হবেনা।
বিমানের জানালা এত ছুটো ছুটো যে ভালো কইরা দেখাই যায়না। আমার পাশের বুইরাটা জানালা পুরাটা দখল কইরা রাকছে। ওই শালা ছোটলুক মনে হয় জীবনে কুনোদিন বিমান দেখে নাই, ডিজগাস্টিং!
অবশেষে যশোর নামলাম, সেখান থেকে বাসে খুলনা।
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
আদম_ বলেছেন: ও হাসতাছেন!! মনে করছিলাম টুথ পেস্টের অ্যাডবেটাইস হইতাছে ।
হাসেন হাসেন।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেকুব পাইলট বিমান ঢুকায়া দিছে মেগের বিতরে দিয়া। আরে বেকুব এহন যদি অপজিট ডিরেকশান থেইকা একটা প্লেন আসে তুইতো আগে মরবি, তাড়াতাড়ি ক্লিয়ার রাস্তায় যা। আর তাছাড়া মেগের বিতরে রাস্তা চিনবি কেমনে। কে শুনে কার কথা। বাস-বুস হইলো তাও লাফ মাইরা নামন যায়, বিমান থেইকা মনে হয় লাফ মারাটা ঠিক হবেনা।
আহারে আরে কইতেন- আন্নের লাই নিচে একখান জাজিম পাতি থুইতাম
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯
আদম_ বলেছেন: ভৃগু মানে কী?
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
েবনিটগ বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আদম_ বলেছেন: কিসের মধ্যে কি পানতা ভাতে ঘি।
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০২
আদম_ বলেছেন: ধন্যবাদ পফেসার স্যার
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ডিজগাস্টিং!
স্করপিও
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
আদম_ বলেছেন: কতদুর আনন্দনগর
মেঘের ঐশ্বর্য ভেঙ্গে দ্যুতিময় জল।
মানুষ কি শেখেনি বৃষ্টির গুঢ় ভাষা
নির্সগের চারুপাঠ;
রাত্রির চশমা পড়া দিনের নামতা
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
আদম_ বলেছেন: আমি আসলে স্করপিও না
ভাব ধরার জন্য এমনে এমনে বলছিলাম।
তবে আপনি যে মর্কট সরি কর্কট সেটা নিচ্চিত..
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
বৃতি বলেছেন: বিমানে উঠা নিয়া বন্ধুদের সাথে কেমনে ভাব ধরেছিলেন?
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
আদম_ বলেছেন: পকেট থেকে যত বার টাকা বের করেছি,ততবারই বোডিং পাসগুলো বের করেছি, ভাবখান এমন যেন ভুলক্রমে টাকার সাথে বেরিয়ে পড়েছে, যাতে বলদগুলার চোখে পড়ে। ভেবেছিলাম গাধাগুলা হয়তো চোখ কপালে তুলে আমার বিমান ভ্রমণ নিয়ে আমাকে প্রশ্ন করে বিরক্ত করবে। শালরাতো সারাজীবন উঠেছে ০৩ নাম্বার বলাকা বাসে, বোডিং পাস ওরা চিনবে কিভাবে?
আরেকজনের টেবিলের একেবারে উম্মুক্ত স্থান যা সর্ব-সাধারনের জন্য ২৪ ঘন্টা খোলা, যেখানে আমাদের তাসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, চাকরির পত্রিকা জড়াজড়ি করে ঘুমায়, সেখানে বিমান টিকেটটা রেখে দিয়েছিলাম, যাতে অধমগুলার বোধোদয় হয়, ভেবিছিলাম রামছাগলগুলা ম্যা ম্যা করতে করতে আমার কাছে ছুটে এসে বিমান টিকেট খানার আদ্যোপান্ত জানতে চাইবে।
বাট, জ্ঞান অর্জনে বাংগালদের যে কোন স্পৃহাই নেই, তা আবারও আদম প্রমাণ করলো। সব জারিজুরি, কেরামতি, শেষ করে কোন ফলাফল না পেয়ে, আমি নিজেই আমার শুভ বিমান ভ্রমনের ঘোষণা দিলাম।
কুত্তাগুলা তখন জিব বের করে বলেছিলো “পেলেনে চড়ছিলি!! সেই উপলক্ষে আমগো কিছু খিলা”।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মউজ লাগছে বিমান বালা কি জানালা আটকায় দিছিল ।।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
আদম_ বলেছেন: কবিরাজ মশাই, বহু দিন আপনার কাব্য সিঞ্চিত প্রসাদ হইতে বঞ্চিত। তবে কি আপনি কাব্য চর্চা পরিত্যাগ করিয়াছেন।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০
শ্রাবণধারা বলেছেন: আমি যখন প্রথম বিমানে উঠি, সেবার এত মনোযোগ গিয়ে সেফটি ভিডিওটা দেখেছিলাম যে, সেটা প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল......।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
আদম_ বলেছেন: লিখে ফেলুন না একখানা বিমান যাত্রার কাহানী....
পুনশ্চ: আমি মুখস্ত করেছিলাম বিমানবালার চেহারা এবং সামনের সিটে লেখা কিছু নির্দেশ। এখন অবশ্য মনে নাই।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
রাসেলহাসান বলেছেন:
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার লেখনীর চমৎকারিত্বে আমি মুগ্ধ, হাসতে হাসতে আমি শেষ
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
আদম_ বলেছেন: "হাসো, আরো হেসে হেসে হালকা হ্ও তুমি। কাদো আরো কেদে ভেসে যা্ও তুমি"
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
এন ইউ এমিল বলেছেন:
ভাই শেষ কবে এত হাসছি মনে নাই, অফিসের কলিগরা হয়তো এতক্ষনে আমার লাইগ্গা পাবনায় সিট বুকিং দিয়ালাইছে.