নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

মোক্ষলাভ

৩০ শে মে, ২০১৩ দুপুর ২:০২

চাকরী।

একটা চাকরীই যেন জীবনের সবকিছু। না ব্যবসা না বাণিজ্য, না সমাজসেবা না রাজনীতি, না শিল্প না সাহিত্য। একজন পাশকরা তরুনের ওসব কিছুই প্রয়োজন নেই। একটা চাকরি পাওয়াই এখন জীবনের একমাএ লক্ষ্য। আমাদের আর্থসামাজিক দুরবস্থা ও নিরাপত্তাহীনতাই এর জন্য দায়ী। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে পর্দাথবিদ্যায় পাশ করা আমার এক বন্ধু এখন সোনালী ব্যাংকের কেরানী (সিনিয়র অফিসার)। অথচ তার হওয়ার কথা ছিলো একজন পদার্থবিদ, একজন গবেষক। সুযোগ পেলে হয়তো রোগা-পটকা কিন্তু অতি মেধাবী এই ছেলেটিই একদিন কিছু একটা আবিষ্কার করে ফেলতে পারত। বেচে থাকার তাগিদে এখন সে সকাল হতে প্রায় মধ্যরাত অবধি কলম পিষে।

আরেকজন জাবি থেকে রসায়নে অনার্স-মাস্টার্স। সেও একটা প্রাইভেট ব্যাংকের হাই সেলারীর কেরানী। হা খোদা এ কোন জাতের দেশ। একটা ছেলেকে একজন রসায়নবিদ বানানোর জন্য একটা প্রতিষ্ঠান(জাবি) অর্ধযুগ পরিমাণ সময় এত পরিশ্রম করলো; তাতে কী লাভ হলো? জনগনের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর কাজ কি শুধু কেরানী বানানো?

আমরা কাদের নিয়ে এগিয়ে যাব! কারা আমাদের নোবেল এনে দেবে! সত্যিকার অর্থে এ দেশে মেধাবীর অভাব নেই; অভাব আছে সুযোগের্।

এদেশে চাকুরিলাভ মানে মোক্ষলাভ।



বি:দ্র: সিনিয়র অফিসারকে কেরাণী বলার জন্য সরি।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯

গোবর গণেশ বলেছেন: আমার এক কলিগ আছেন যিনি ঢাবি থেকে এপ্লাইড ফিজিক্স এ অনার্স মাস্টার্স, কাজ করেন তার জোড়া দেওয়ার।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১

আদম_ বলেছেন: বোঝেন ঠ্যালা!

২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন ডাক্তারী, ইঞ্জিয়ারিং পাশ করে হয় ম্যাজিষ্ট্রেড, আবার অনেককে শুনেছি ব্যংক এ চাকুরী করে,,,,,,,আপনি আবার শুনালেন রসায়নে পড়ে উচ্চমানের ক্যারনী হয়েছে ব্যাংকে ,,,,,,,,,,,হায়রে দুর্গতী,,,,,,,,দুর্গতী আর পিছু ছাড়ে না,,,,চাকুরী যেন সোনার হরিণ,,,,,

শুভকামনা আপনার জন্য এবং সেই সাথে আপনার বন্ধুর জন্যও

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

আদম_ বলেছেন: দুর্গতী পিছু ছাড়বেও না কোন দিন।

৩| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

জহীরুল ইসলাম বলেছেন: দুনিয়াডারে বুঝি এখনও চিনলেন না, একটু রাস্তায় বের হন তারপর দেখেন মানুষ একটি কাজের জন্য, একটি চাকুরীর জন্য তার পড়ালেখা, যোগ্যতা কোন কিছুই কাজে লাগাতে পারছে না

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

আদম_ বলেছেন: আসলেই চিনলাম না।

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

বোকামন বলেছেন:
ঠিক বলেছেন ভাই :-(

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪৫

আদম_ বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিক বলেছেন। অথচ তার হওয়ার কথা ছিলো একজন পদার্থবিদ, একজন গবেষক :(

সিরিয়ালি বললে লাভ নাই, কারণ প্রথমটাই ঠিক হয় নি........ ;)

এমন বিজন ঘাস প্রান্তরের পারে
নরম বিমর্ষ চোখে চেয়ে আছে-নীল বুকে আছে তাহাদের
গঙ্গাফড়িঙের নীড়, কাচপোকা প্রজাপতি, শ্যামাপোকা ঢের,
হিজলের ক্লান্ত পাতা – বটের অজস্র ফল ঝরে বারে বারে
ইহাদের শ্যাম বুকে….বক তাহা জানে নাকো পায়নাকো টের
শালিখ খঞ্জনা জানে তাহা: লক্ষ লক্ষ ঘাস এই নদীর দু’ধারে।

আমার ব্লগে দিতে চাই কিছু দিনের জন্য। এটা কি জীবনানন্দের?

০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:১২

আদম_ বলেছেন: হ্যা জীবনানন্দের।
আমার প্রোফাইলেও দিয়েছি।
লাভ নাই....না হয় লসই করলাম....... ;)

৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৩

মায়াবী ছায়া বলেছেন: হুম চিন্তায় আছি পড়াশুনা কইরা কি হইবো.... আবার এই সব চাকরির পিছনের ঘটনা ঘুষ ....আমরা সত্যিই এই সমাজ ব্যবস্তায় অসহায় ।।
সঠিক পরিবর্তন আসুক এই সমাজে ।।

০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৩১

আদম_ বলেছেন: সঠিক পরিবর্তন আসুক এই সমাজে

৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৮

কালোপরী বলেছেন: আমিও কেরানী :(

০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৩১

আদম_ বলেছেন: কোথায়?

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

প্রান্তিক জন বলেছেন: আপনার প্রতিবেদনটা্ই হচ্ছে বিশ্বচিত্র। তবে বিষয় নতুন নয়। জানেন তো, সাধকের তিনটি বড় শত্রু কি :
১।লোভ
২।প্রতিযোগিতা
৩।অলসতা।
আমরা প্রতিযোগী হয়ে উঠছি, সাধক হয়ে উঠছি না কেউ। শুনেছি মেয়েরা প্রেমিক ছেলেদের পছন্দ করে, সাধকদের নয়।-এটাও বড় একটা কারণ হতে পারে।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

আদম_ বলেছেন: জনগনের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর কাজ কি শুধু কেরানী বানানো?

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

প্রান্তিক জন বলেছেন: অবশ্যই নয়। কিন্তু আমাদের বানাচ্ছে বলেই হচ্ছি কেন? আমাদের কি হওযার কিছু নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.