নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

খেলারাম খেলে যা, খেলে যা খেলারাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আমরা যারা বাজারে গিয়ে সস্তা চাল-তরকারি খুজি, যারা বাসে চড়ার জন্য ঘন্টা পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকি, যারা কলিজার রক্ত পানি করা পয়সায় মহান সংসদের খরচ চালাই, এম-পি মন্ত্রীদের গাড়ি কিনে দেই---- তাদের জীবন আজ মুলহীন।



কেউ কেউ বলছেন এই হত্যা নাকি গণহত্যার ডেফিনেশনে পড়েনা। গণহত্যা না হয় নাই বললাম, শুধু হত্যাই যদি বলি তাও কি কাজটা ঠিক হচ্ছে? দু দিনে ষাট-সত্তর জন মানুষ মরল, তারা কারা? সবাই জামাত-শিবির? সবাই হরতালকারী? সবাই জামাত-শিবির হলেই বা কি? এভাবে গুলি করে মারলে আইন-আদালত কাদের জন্য ? তাহলে সাইদীর বিচারের দরকার ছিলো কি, গুলি করে মারলেই হতো।



না, তারা সবাই জামাত-শিবির না। আজ টিভিতে শুনলাম, পুলিশের ফাকা গুলিতে বারান্দায় দাড়ানো এক ছেলে মারা গেছে। গতকাল প্রথম আলোতে পড়লাম বগুড়ায় মারামারির খবর শুনে ছেলেকে খুজতে বের হয়ে বাবা গুলি খেয়ে মরেছে।





এদেশে বহু হরতাল হয়েছে, এমন অকাতরে পুলিশের গুলি আর কোনদিন দেখা যায়নি।



পুলিশের গুলিতে দু-দিনে ষাট-সত্তর জন মানুষ মারা গেলে তার ডেফিনেশন কি হবে দয়া করে বলবেন।



যে মা তার নিরিহ সন্তান হারালো , যে বোন তার নিরিহ ভাই হারালো তাদের কাছে দায়বদ্ধতা কার?





সহিংসতা যদি প্রতিবাদের ভাষা না হয়, অকাতরে গুলি করাও দমনের ভাষা হতে পারেনা। আর গুলি যদি করেনই সেই গুলি বারান্দায় দাড়িয়ে থাকা ছেলেটার বুকে লাগবে কেন।



এই আন্দোলন সামাল দিতে সরকার পুরোপুরি ব্যর্থ। গুলি চালানোর অনুমতি দেবার আগে জননিরাপত্তার কথা বিবেচনায় আনা উচিত ছিলো।



আমরা তিন বেলা পোলাও মাংস চাইনা, শান্তি চাই।













মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

িলপু_িসলেট বলেছেন: Vai amader kota ke vabe ? Sob salara e haynar dol.

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

আদম_ বলেছেন: ধন্যবাদ লিপু। আসলেই ওরা আমাদের কথা ভাবেনা।

২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

কালা মনের ধলা মানুষ বলেছেন: ডেফিনেশন পল্টি খাইয়া পক্ষে চলে যাইতে দুই সেকেন্ড লাগে না ভাই। দেখেন না, আরো কত ডেফিনেশন পাইবেন !!

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

আদম_ বলেছেন: ঠিক বলছেন ভাই। ধন্যবাদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

এম হুসাইন বলেছেন: সহিংসতা যদি প্রতিবাদের ভাষা না হয়, অকাতরে গুলি করাও দমনের ভাষা হতে পারেনা।

সহমত। সবাই যদি এরকম ভাবতো।

শুভকামনা থাকলো।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

আদম_ বলেছেন: এ রুইন ইজ ওয়েটিং ফর আস।

ধন্যবাদ এম হুসাইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.