নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

বৃশ্চিক রাশির জাতক/জাতিকা চাই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

এ সপ্তাহে এবং গত সপ্তাহে কাওসার আহমেদের লেখা রাশিফলটা বুঝি নাই।

হালায় কি জানি সব লেকছে। পুরাই আওলা লাকছে।



শুধু বিরিশ্চিকেরটা বললেই হপে।



আমি একজন বিরিশ্চিক।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

আদম_ বলেছেন: সরি প্রথম পুস্টা কই জানি চাপ লেগে কি জানি হল.......

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

আদম_ বলেছেন: আপনার হাসিটা সুন্দর.....।(পাম্পু)

আপনার কবিতার উত্তরে লিখেছিলাম:

” আপনেওে দেহি আরেক কাও (কাওসার)। ”

এবার বলেননা ভাই আপনি কুন রাশির ......

নইলে কইলাম কতা কমুনা। হুম।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

একাকী বালক বলেছেন: বৃশ্চিকগো নিয়া প্রায়ই মজা নেয় দেখি। এর একটা বিহিত চাই। সব বৃশ্চিক এক হও।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

আদম_ বলেছেন: ইয়া হুওওওওওওও। পাইছি একটারে। বাই আপনেও বিরিশ্চিক...
দেহেনতো কাও টার কাম । কি সব লেখে। কিচুই বুজিনা।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

"নইলে কইলাম কতা কমুনা। হুম। " এই কথাটা ছিল না :P

লেখা বুঝে কি হবে? রাশি দিয়ে কি হয়?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

আদম_ বলেছেন: জি ছিলনা । তাই কোটের বাইরে আছে।

কিছুই হয়না। আপনি পড়েনা বুঝি..

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

একাকী বালক বলেছেন: হা হা হা। তবে মাঝে মাঝে কিন্তু আমাগো নিয়া চরম চরম কথা লেখে। ;) খেয়াল করছেন? পাম্প পট্টি মারে চরম। খ্যাক খ্যাক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

আদম_ বলেছেন: হ তা লেখে। সে জন্যই তো কাওরে ভালা পাই।
তয় মাজে মাজে আওল বাজায়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কখনও দেখলে দেখতাম, বৃশ্চিকরা নাকি অনেক ধনী হয়? ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

আদম_ বলেছেন: ওরে কে আছিস। স্বরণা আপাকে ফুল চন্দন দেরে।

বলেননা প্লিজ.....

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, আমি আগে পড়তাম। কিন্তু ফলো করার জন্য না। মজা লাগত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

আদম_ বলেছেন: এই বার কি কইবেন আসল কতাডা।

নাকি কান্দিমু..... তারপর কইবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.