নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
পৃথীবির আর কোন দেশে ছাএরা নিজেদের সাথে মারামারি করে?
কোন দেশে ছাত্ররা নিজেদেরই থাকার হোস্টেল নিজেরাই পুড়িয়ে দেয়?
কোন দেশে ছাত্ররা নিজ ক্লাসের সহপাঠীদের বুকে ছুরি মারে, চাপাতি দিয়ে নির্দয় ভাবে কোপায়?
কোন দেশে লিমনরা পা হারায়?
কোন দেশে শিক্ষকরা পড়াতে যেয়ে ছাত্রদের থাপ্পড় খায়?
কোন দেশে খুনের আসামীরা জেলে না থেকে রাজারহালে হাসপাতালের কেবিনে ঘুমায়?
কোন দেশে ছাত্ররা পিস্তল নিয়ে বিশ্ববিদ্যালয়ে যায়, এবং রাব্বিদের গুলি করে মারে?
কোন দেশে মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকে এক জন ভি-আই-পি কে যেতে দেবার জন্য?
কোন দেশে ব্যাংকের টাকা রাতারাতি লোপাট হয়ে যায়?
কোন দেশ....... কোন দেশ....... কোন দেশ.......?
হা খোদা এ আমরা কোথায় বসবাস করছি। আমরা কি করছি এসব।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
বিষণ্ণ বালক বলেছেন: @অসামাজিক সাব্বির ভাই , আমিও পরেছি, পরে তিনবার কুলিও করেছি।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
আদম_ বলেছেন: ভালনা......।
আপনি ভালোতো ?
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
অসামাজিক সাব্বির বলেছেন: এইমাত্র ছাত্ররাজনীতির গুনগান গেয়ে লেখা এক মহামানবের ব্লগ পড়লাম । এইসব মহামানবরাই চাপাতি নিয়া দৌড়ায়