নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

একজন আবু বকর জাকারিয়া : বাংলাদেশের আলেম

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৮

ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া
তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাক্তি যার বই সৌদি আরবের পাঠ্য পুস্তুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ৫ম স্থান এবং মাস্টার্সে ১ম স্থান অর্জনকারী আলেম।
পরবর্তীতে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতেও আলিম, ফাজিল ও কামিল সম্পন্ন করেন। কামিলে মাদ্রাসা-ই-আলিয়া থেকে সারা বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছিলেন।

বিংশ শতকের শ্রেষ্ঠ আলেম, সৌদির গ্রান্ড মুফতি বিন বাযের (রাহঃ) ছাত্র হচ্ছেন ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ।

বর্তমানে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ে আইন ও শরী‘আহ অনুষদভুক্ত আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন

তাঁর রচিত, অনুদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা প্রায় ১০০০ ছাড়িয়ে গেছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বেশ কিছু গবেষণা কর্মে অংশগ্রহণ করেছেন। ইসলামি ফাউন্ডেশন তাঁর একটি বইও প্রকাশ করেছে।

তিনি বর্তমানে সৌদী আরবস্থ আকীদা সমিতির সদস্য

উনিই মদীনায় প্রথম হিন্দু ধর্মের উপরে থিসিস করেন। মদীনায় তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে অনেক কাজ হয়েছে। কিন্তু হিন্দু ধর্মের উপরে তখনও কোন কাজ হয়নি তাই তাঁরা হিন্দু ধর্ম সম্পর্কে ভুল পড়াতো। তিনি তাঁর উস্তাদদের বললেন এগুলো তো ভুল, হিন্দুদের আকিদা তো এমন নয়। তখন বিশ্ববিদ্যালয়ের উস্তাদগণ শায়খকে হিন্দু ধর্মের উপরে লেখার অনুরোধ করে, তখন তিনি এই বইটি লিখেন এবং আরব বিশ্বে এটি হিন্দু ধর্মের রেফারেন্স বুকের খালি স্থান পূরণ করে নেয়। আলহামদুলিল্লাহ বইটি গোটা আরব বিশ্বে ব্যাপক সমাদৃত।

তার রচিত আরবি একটি বই বিশ্বব্যাপী পরিচিত মাকতাবাতুশ শামিলায় রয়েছে।

মদীনার খাদেমুল হারামাইন শারীফাইন বাদশাহ ফাহাদ কমপ্লেক্স থেকে বাংলায় ফ্রী বিতরণ যোগ্য তাফসীর লেখার জন্য মদীনার শাইখগণ তাঁকে বাছাই করে নিয়েছেন এবং তাফসীরটিতে বর্তমান সউদী গ্র্যান্ড মুফতি ও প্রায় অর্ধশতাব্দী হজ্বের খতিব হিসেবে দায়িত্ব পালনকারী শায়খ সালিহ বিন আবদুল আযিয হাফিঃ ভূমিকা লিখে দেন। এ থেকেও বুঝা যায় তিনি কতটা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আলিম হারামাইন শারীফাইনের উলামাদের নিকট। বাংলাভাষী শতশত মদীনা, মক্কা, রিয়াদ ও কিং আবদুল আযিয বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ওনাকে বাছাই করে নিয়েছেন মদীনার শায়খগণ।

আল্লাহ আমাদের সবার অজ্ঞতাকে দূর করুন ও আলেমদের সম্মানহানি থেকে আমাদের জিহ্বাকে হিফাজত করুন। আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করুন, সুস্থ রাখুন।

রেফারেন্স: ১) উইকিপিডিয়া:
https://en.m.wikipedia.org/wiki/Abubakar_Muhammad_Zakaria

২) https://avasmultimedia.com/archives/1851
৩) স্যারের ওয়েবসাইট:
https://www.abubakarzakaria.com/
৪) ইউটিউব:
https://youtube.com/@AbuBakarMdZakaria
৫) https://twitter.com/AbubakarZakaria
৬) স্যারের ফেসবুক পেইজ:
https://www.facebook.com/AbubakarMdZakaria?mibextid=ZbWKwL

৭) Click This Link

৮) Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২২

শূন্য সারমর্ম বলেছেন:



উপমহাদেশে জন্মানোতে কি হিন্দুধর্ম সম্পর্কে ভালো জানতেন?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৫

রানার ব্লগ বলেছেন: মনে রাখবেন আপনি বলেছন আলেমদের সম্মানহানি থেকে আমাদের জিহবা কে হেফাজত করুন। এখন বলুন আলেম অর্থ কি ও আলেম কাদের বলা হয়?!

তিনি আরো ভালো কাজ করুন এবং কুসংস্কার থেকে মুসলমানদের মুক্তি দিতে আরো বড় উদ্যোগ নিক এটাই কাম্য।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার আলোচনা শুনেছি এবং শুনি মাঝে মাঝে। এত জ্ঞানী লোক জানা ছিল না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:২৫

আমি রাছেল খান বলেছেন: কামালউদ্দীন জাফরী আরো মেধাবী। সৌদি আরবের ফতোয়া বোর্ডের সদস্য

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

সোনাগাজী বলেছেন:


আপনার সাথে পরিচয় থাকলে সামুতে ব্লগিং করতে বলবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

আমি রাছেল খান বলেছেন: ব্লগিং করে আমার মতো কাম নাই যাদের

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনাকে অভিনন্দন আর সুন্দর কাজ হোক ওনার হাত ধরে।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ উনাকে নিয়ে লেখার জন্য। হিন্দু নয়, সনাতন ধর্ম হবে। হিন্দু জাতী কিন্তু সনাতন ধর্ম বিশ্বাস। সনাতন ধর্মকে নিয়ে লেখা উনার বইয়ের নাম কী? আমি পড়তে চাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

আমি রাছেল খান বলেছেন: লিংক দিলাম—
https://www.academia.edu/43110223/الهندوسية_وتأثر_بعض_الفرق_الإسلامية_بها_Hinduism_and_its_Impact_on_Some_Islamic_Sects_

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

জ্যাক স্মিথ বলেছেন: মহামান্য হুজুরের বক্তব্য শুনতেছি, ইউটিউবে: view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.