নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে গণকমিশন গঠন করলেন, এই জনগণ কারা? কোন জনগণ এই গণকমিশন গঠন করলো? এটা কি গণকমিশন না জনবিচ্ছিন্ন কমিশন? কিছু জ্ঞানপাপী, ত্যাজ্যসন্তান, কুলাঙ্গার কতৃক গঠিত ধান্ধাবাজি কমিশন গঠন করে নাম দিয়েছে গণকমিশন।
তারা ৯ মাস তদন্ত করে ১১৬ জন আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে ২ হাজার ২০০ পৃষ্ঠার অভিযোগ এনেছে মানি লন্ডারিং, জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্ম ব্যবসা, সন্ত্রাসী তৎপরতা ও দুর্নীতি। ফাজলামোর আর জায়গা পান না?
দেশে ভয়াবহ বেকারত্ব সমস্যা, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সরকারি প্রত্যেকটা খাত দুর্নীতির আখড়া, পৃথিবীর দূষিত শহরের মধ্যে প্রথম হয় ঢাকা, অবাধ নেশাদ্রব্য আচ্ছন্ন পুরো দেশ। দখলদার সাম্রাজ্যের উত্থান। এতো বিশাল সমস্যা রেখে আলেমদের দুর্নীতি ধরতে আসছেন ৯ মাস গবেষণা করে।
গবেষণার আর বিষয়ে পান না?
দোষ এদের না, এর প্রেক্ষাপট তৈরি করেছে আওয়ামীলীগ। কিছু অতিরিক্ত চেতনাবাজ আওয়ামী লীগার বাংলাদেশের মূলনীতি ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে কথায় কথায় মৌলবাদ আর সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে সব সময় এদেশের ধর্মপ্রাণ মানুষদের গালাগালি করে আসছে। অথচ এরা জানেনা মৌলবাদ মানে কি? সাম্প্রদায়িকতা মানে কি?
কেউ রমনার বটমূলে বোমা মারলে বা হলি আর্টিজানের মতো ঘটনা ঘটালে সেটা মৌলবাদ বা সাম্প্রদায়িকতার দোষ নয়। সেটা সন্ত্রাসী কার্যকলাপ। মৌলবাদ মানে কোন কিছুর মূল থেকে মানা বা পালন করা। আমি ইসলামের মূল বিষয়গুলো সর্বোচ্চ মানার চেষ্টা করি সে অনুযায়ী আমি একজন মৌলবাদী মুসলিম, আলহামদুলিল্লাহ। আপনি আওয়ামী লীগ সংগঠন মনে প্রানে করেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র সর্বোচ্চ মানার চেষ্টা করেন, সে অনুযায়ী আপনিও একজন মৌলবাদী, মৌলবাদী আওয়ামীলীগ।
সেরুপ সাম্প্রদায়িকতা মানে গরুর জন্য মানুষ হত্যা নয়, অথবা মন্দির ভাঙাও নয়। যারা এগুলো করে তারা ধর্মান্ধ, তারা সাম্প্রদায়িক নয়। কোন সম্প্রদায় মানে কোন ধর্মই উগ্রতায় বিশ্বাসী নয়। তারপরও আপনি অসাম্প্রদায়িক থাকেন, সমস্যা নেই। আপনাকে মনে রাখতেই হবে জান্নাত একটি সাম্প্রদায়িক জায়গা। আলহামদুলিল্লাহ আমি সাম্প্রদায়িকও বটে।
আপনাকে বুঝতে হবে ধর্মনিরপেক্ষতা মানে অসাম্প্রদায়িকতা নয়। ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় বিষয়, এটা ব্যাক্তির উপর বর্তায় না। এটাকে নিজের উপর নিতে যাবেন না, নিজের উপর নিলে আপনাকে আগে ঘোষণা দিতে হবে আপনি নাস্তিক।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩০
আমি রাছেল খান বলেছেন: সুন্দর বলেছেন
২| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৩
জুল ভার্ন বলেছেন: গণকমিশন হচ্ছে আমজনতা বিরোধী একটা পেইড চক্র, যাদের কাজই হচ্ছে গনবিরোধী।
৩| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: গণ কমিশন হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চের অঙ্গ সংগঠন।
৪| ১৪ ই মে, ২০২২ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: মঞ্জুরী কমিশন।
৫| ১৪ ই মে, ২০২২ রাত ১১:০৪
নূর আলম হিরণ বলেছেন: এই আলেমরা যে ইনকাম করে সেখান থেকে কি তাদের ইনকাম টেক্স দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা?
১৪ ই মে, ২০২২ রাত ১১:২৪
আমি রাছেল খান বলেছেন: এসব আলেমের কেউ কেউ আছে যারা বাংলাদেশের না। জীবনে বাংলাদেশে আসেও নাই। তাদের নামও দিছে। তাহলে ১ বছর এরা কি গবেষণা করলো। মতিউর রহমান মাদানি জন্ম ভারতে কিন্তু ভারতে উনি থাকেন না। থাকে দুবাইতে।
৬| ১৫ ই মে, ২০২২ সকাল ৯:৫১
নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের না বলে কি তাদের নাম লিস্টে দেওয়া যাবে না? তাদের বক্তব্য তো এ দেশেই প্রচার হয়। নাম দিয়েছে এই নয় যে তাদের জেলে ঢুকতে হবে! হয়তো যদি তাদের বক্তব্যে সংবিধান বিরোধী হয়, উগ্র হয় তাহলে তাদের বক্তব্য প্রচার বন্ধ হবে।
যাইহোক আপনাকে আমি অন্য একটি প্রশ্ন করেছিলাম সেটার উত্তর দিতে পারেন। সাথে আরেকটি প্রশ্ন করি, এই ১১৬ জনের মধ্যে কি আপনি মনে করেন কয়জন বক্তার নাম লিস্টে আসা সঠিক হয়েছে?
১৫ ই মে, ২০২২ সকাল ১১:০৫
আমি রাছেল খান বলেছেন: আপনার ব্রেইন মনে হয় কিছুটা ডিস্টার্ব আছে। আপনার ১ম প্রশ্নের উত্তরই দিছি। যে এদেশের নাগরিক না। বিদেশি একটা লোক বাংলাদেশকে কেন টেক্স দিবে?
২য় প্রশ্নের উত্তর — আমি এখানে কার নাম আসা সঠিক বা ভুল ধরার জন্য এই লেখা লেখি নাই। লেখা ভালো করে পড়ে মন্তব্য করতে আসবেন। বাঙালিরা তো এমনিতেই হুজুগে
৭| ১৫ ই মে, ২০২২ সকাল ১১:১৭
নূর আলম হিরণ বলেছেন: বিদেশি নাগরিকরা বাংলাদেশে টেক্স দিবে কেনো, আপনার কি মনে হয় আমি বিদেশি নাগরিকদের টেক্সের কথা আপনাকে জিজ্ঞেস করেছি! নাকি ১১৬ জনের মধ্যে সবাই বিদেশি নাগরিক?
আপনি কি জবাব দিচ্ছেন আপনি ভেবে দিচ্ছেন? একদিকে বলছেন যারা এসব নাম দিয়েছে তারা কুলাংগার, ত্যাজ্যসন্তান। এসব নাম দিয়ে তারা ফাজলামো করছে। আবার বলছেন নাম দেওয়া সঠিক বা ভুল এটা লেখার জন্য লেখা লেখি নাই!
উত্তেজিত হবেন না, গালাগাল করে কি লাভ হবে। উত্তর দিতে চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আমার না হয় ব্রেইনে ডিস্টার্ব আপনার ব্রেইনটা একটু ইউজ করেন।
৮| ১৫ ই মে, ২০২২ সকাল ১১:২৭
জ্যাকেল বলেছেন: বাংলাদেশ রাষ্ট্র তাহলে কি গোনায় ধরার টাইম নাই? এই বালের তদন্ত করার অথরিটি এরা কই থিকা পায়? নাকি আজকাল মুসলমান বিদ্বেষ করতে গিয়া হুশ জ্ঞান সবই গোল্লায় গেছে?
৯| ১৫ ই মে, ২০২২ সকাল ১১:৪৪
নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: বাংলাদেশ রাষ্ট্র তাহলে কি গোনায় ধরার টাইম নাই? এই বালের তদন্ত করার অথরিটি এরা কই থিকা পায়? নাকি আজকাল মুসলমান বিদ্বেষ করতে গিয়া হুশ জ্ঞান সবই গোল্লায় গেছে?
এক পোস্টে দেখলাম দাবি করছেন প্রকৃত ইসলাম অনুসরণ করা হচ্ছে না, সেই হিসাবে তদন্তে সমস্যা কোথায় ?
১০| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:১৭
জ্যাকেল বলেছেন: নিমো বলেছেন:----
এক পোস্টে দেখলাম দাবি করছেন প্রকৃত ইসলাম অনুসরণ করা হচ্ছে না, সেই হিসাবে তদন্তে সমস্যা কোথায় ?
হাঃ হাঃ হাঃ আপনি কি নীতি থেকে এইভাবে পশ্চাদপসরণ করেন? জাস্ট তর্কে জিততে গিয়ে।
যেকোন রাষ্ট্রে একজন নাগরিক স্বাধীনভাবে থাকতে পারেন না। যদি রাষ্ট্র সাধারণ নাগরিকদের মধ্যে বৈষম্য না করেন তবে অবশ্যই এক নাগরিক অন্য নাগরিকের গায়ে হাত তুলতে কিংবা যেকোন প্রকার তদন্ত করার এখতিয়ার রাখেন না।
তবে এখতিয়ার রাখেন ঐ শর্তে যে রাষ্ট্র বিলুপ্ত হইয়া গেছে এমন হইলে। এই হইল সমস্যা। এখানে ধর্ম/ইসলাম আসবে কেন?
১১| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:৪১
নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন:এক নাগরিক অন্য নাগরিকের গায়ে হাত তুলতে কিংবা যেকোন প্রকার তদন্ত করার এখতিয়ার রাখেন না।
আমার প্রশ্ন ছিল তদন্তের যৌক্তিকতা নিয়ে, সেটা কে করবে সেটা নিয়ে নয়। আপনি বা পোস্টকারীর যদি মনে হয় তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নূতন করে গঠন করা প্রয়োজন, তবে তাই করা হোক না, সমস্যা কোথায় ?
এখানে নীতি থেকে পিছলানোর কথা আসলো কেন ? আপনি তর্কের বাইরে চিন্তা করতে পারেন না কেন ? পোস্ট এবং আপনার মন্তব্যেও ধর্ম এসেছে, ভালো করে পড়ে দেখুন।
১২| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:৫৯
নিমো বলেছেন: আর একটা কথা, আপনারই যুক্তি অনুযায়ী আপনি ,আরইউ কিংবা অন্য কেউ কারও পোস্টে গিয়ে রেফারেন্স চাইতে পারলে (যদিও এটা মূলত ব্লগ কর্তৃপক্ষের দায়িত্ব), সেক্ষেত্রে গণকমিশনও সঠিক, কী বলেন ?
১৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৩৮
জ্যাকেল বলেছেন: সিন্ডিবাজ ব্লগিংয়ের জন্য আপনারা(পোস্টকারি+উপরের কমেন্টারিগণ) সকলে এক একটা আদর্শ।
নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন:এক নাগরিক অন্য নাগরিকের গায়ে হাত তুলতে কিংবা যেকোন প্রকার তদন্ত করার এখতিয়ার রাখেন না।
আমার প্রশ্ন ছিল তদন্তের যৌক্তিকতা নিয়ে, সেটা কে করবে সেটা নিয়ে নয়।
আমার প্রশ্ন কিন্তু ছিল তদন্ত করার অথরিটি নিয়ে। এখন আপনে যদি মনে করেন যে ঐ সব লোকেরা খারাপ কিছু করতেছে তাই বলে আপনে আদালতে যান, সংশ্লিষ্ট সংস্থা/দুদক/যে কোন প্রযোজ্য সংস্থায় যান; নিজে তদন্ত ইস্টার্ট করাটা তো রাষ্ট্রকে অমান্য করা। এইটাই আমার পয়েন্ট।
আপনি বা পোস্টকারীর যদি মনে হয় তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নূতন করে গঠন করা প্রয়োজন, তবে তাই করা হোক না, সমস্যা কোথায় ?
সমস্যা নাই। আমি নিজেও ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল পথে জেনে শুনে নেওয়ার বিরোধি। এইসকল ধর্ম ব্যবসায়ী মোল্লা/পাদ্রী/পুরোহিত/যে কোন লোকের বিরুদ্ধে আছি। কোন সমস্যা নাই, তবে ফাসাদ/বিশৃংখলা রোধের স্বার্থেই ইহা রাষ্ট্রের কাছে সমর্পণ করা জরুরি।
এখানে নীতি থেকে পিছলানোর কথা আসলো কেন ? আপনি তর্কের বাইরে চিন্তা করতে পারেন না কেন ? পোস্ট এবং আপনার মন্তব্যেও ধর্ম এসেছে, ভালো করে পড়ে দেখুন।
এখানে আপনার ভাষ্যমতে ইসলামের যেহেতু অনুসরণ করা হচ্ছে না তাই তদন্ত জায়েজ(স্পষ্টতই ভন্ডামি করতেছেন)। অথচ কোথাকার চকির তলা আর কোথায় আগরতলা।
আর একটা কথা, আপনারই যুক্তি অনুযায়ী আপনি ,আরইউ কিংবা অন্য কেউ কারও পোস্টে গিয়ে রেফারেন্স চাইতে পারলে (যদিও এটা মূলত ব্লগ কর্তৃপক্ষের দায়িত্ব), সেক্ষেত্রে গণকমিশনও সঠিক, কী বলেন ?
কমিউনিটি ব্লগিং আর (জনবিশৃংখলা উদ্দেশ্যে) পলিটিক্স এক পাল্লায় মাপতে চাইতেছেন কেনু?
১৪| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৪২
জ্যাকেল বলেছেন: উপরের কমেন্ট ভুলবশত সংমিশ্রণ হইয়া গেছে। দয়া করে মুছে দিবেন। কমেন্ট টা আরেক পোস্টের ছিল।
নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন:এক নাগরিক অন্য নাগরিকের গায়ে হাত তুলতে কিংবা যেকোন প্রকার তদন্ত করার এখতিয়ার রাখেন না।
আমার প্রশ্ন ছিল তদন্তের যৌক্তিকতা নিয়ে, সেটা কে করবে সেটা নিয়ে নয়।
আমার প্রশ্ন কিন্তু ছিল তদন্ত করার অথরিটি নিয়ে। এখন আপনে যদি মনে করেন যে ঐ সব লোকেরা খারাপ কিছু করতেছে তাই বলে আপনে আদালতে যান, সংশ্লিষ্ট সংস্থা/দুদক/যে কোন প্রযোজ্য সংস্থায় যান; নিজে তদন্ত ইস্টার্ট করাটা তো রাষ্ট্রকে অমান্য করা। এইটাই আমার পয়েন্ট।
আপনি বা পোস্টকারীর যদি মনে হয় তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নূতন করে গঠন করা প্রয়োজন, তবে তাই করা হোক না, সমস্যা কোথায় ?
সমস্যা নাই। আমি নিজেও ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল পথে জেনে শুনে নেওয়ার বিরোধি। এইসকল ধর্ম ব্যবসায়ী মোল্লা/পাদ্রী/পুরোহিত/যে কোন লোকের বিরুদ্ধে আছি। কোন সমস্যা নাই, তবে ফাসাদ/বিশৃংখলা রোধের স্বার্থেই ইহা রাষ্ট্রের কাছে সমর্পণ করা জরুরি।
এখানে নীতি থেকে পিছলানোর কথা আসলো কেন ? আপনি তর্কের বাইরে চিন্তা করতে পারেন না কেন ? পোস্ট এবং আপনার মন্তব্যেও ধর্ম এসেছে, ভালো করে পড়ে দেখুন।
এখানে আপনার ভাষ্যমতে ইসলামের যেহেতু অনুসরণ করা হচ্ছে না তাই তদন্ত জায়েজ(স্পষ্টতই ভন্ডামি করতেছেন)। অথচ কোথাকার চকির তলা আর কোথায় আগরতলা।
আর একটা কথা, আপনারই যুক্তি অনুযায়ী আপনি ,আরইউ কিংবা অন্য কেউ কারও পোস্টে গিয়ে রেফারেন্স চাইতে পারলে (যদিও এটা মূলত ব্লগ কর্তৃপক্ষের দায়িত্ব), সেক্ষেত্রে গণকমিশনও সঠিক, কী বলেন ?
কমিউনিটি ব্লগিং আর (জনবিশৃংখলা উদ্দেশ্যে) পলিটিক্স এক পাল্লায় মাপতে চাইতেছেন কেনু?
১৫| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৫২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: জ্যাকেল@ মুর্খের সাথে তর্ক করতে নেই। শ্রম সময় দুটোই নষ্ট। ইগনোর করা বেটার।
১৬| ১৫ ই মে, ২০২২ রাত ৮:২১
নূর আলম হিরণ বলেছেন: জ্যাকেল এই ধরনের কমিশন নতুন কিছু নয়। এখানে অথরিটির ব্যাপার নেই। সিভিল সোসাইটির মধ্যে অনেক জন একসাথ হয়ে এধরনের কমিশন গঠন করতে পারে। কোনো নির্দিষ্ট ইস্যুতে তাদের মতামত সরকার বরাবর দিতে পারে। ৯১ ও বাংলাদেশে গন আদালত হয়েছে, সেখানে প্রতীকী বিচার হয়ে রায়ও হয়েছে।
শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অনেক দেশেই এই রকম কমিশন ঘটন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং এটা বেশ পুরোনো কৌশলও বটে। এখন সরকার চাইলে আমলে নিবে না চাইলে নিবে না।
১৬ ই মে, ২০২২ রাত ২:১৯
আমি রাছেল খান বলেছেন: এই কমিশন ভয়াবহ বেকারত্ব সমস্যা, রাজনৈতিক নেতাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার , সরকারি প্রত্যেকটা খাত দুর্নীতির আখড়া, পৃথিবীর দূষিত শহরের মধ্যে প্রথম হয় ঢাকা, অবাধ নেশাদ্রব্য আচ্ছন্ন পুরো দেশ, দখলদার সাম্রাজ্যের উত্থান, খাদ্য ভেজাল এই বিষয়গুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারলো না?
১৭| ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২
জ্যাকেল বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: জ্যাকেল এই ধরনের কমিশন নতুন কিছু নয়। এখানে অথরিটির ব্যাপার নেই। সিভিল সোসাইটির মধ্যে অনেক জন একসাথ হয়ে এধরনের কমিশন গঠন করতে পারে।
চলেন আমরা মিলে আরেক কমিশন বানাই ফালাই। আর কতিপয় নাগরিকের(যাদের আমরা অপছন্দ/শত্রুতা করি) ওপর তদন্ত শুরু করি দেই।
অথচ সংবিধান অনুসারে এইরকম তদন্ত কমিশন ভমিশন গঠন করার এখতিয়ার একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্টানের ওপর বর্তানোর কথা। দেশে বিশৃংখলা বজায় রাখতে হইলে এই রকমের গণকমিশন নাম দিয়ে গণ(বিধ্বংসী)কমিশন ব্যাংগের ছাতার মত গজিয়ে উঠতে দিতে হবে। আর অন্যথা করতে হলে এই রকমের ফাউ প্রতিষ্টানের বিরুদ্ধে দেওয়ানি আদালতে আবেদন করতে হবে যাতে পরবর্তীতে এইধরণের অনৈতিক সংঘ না গড়ে ওঠে।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৮
খাঁজা বাবা বলেছেন: যারা এই রিপোর্ট তৈরি করেছেন তারা বাইরের দেশের পেইড কর্মী হতে পারেন।
দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির লক্ষেই এই কাজ।
ধর্ম ব্যবসা মানে কি?
শুধু মুসলিমরাই ধর্ম ব্যবসা করে?
অন্য কোন ধর্মের কোন ব্যক্তির নাম কি এতে আছে?