নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিএনপিকে আটকানো না গেলে এরা আওয়ামীলীগের চাইতে ভয়ংকর হবে?

২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২



বিএনপি আওয়ামীলীগ কেউ কারো চেয়ে উন্নত নয়।
এদের কর্মকাণ্ড একই রকম। এরাও দূর্নীতি করবে। এবং আওয়ামীলীগের চেয়ে বেশি করবে। গুম, খুন হত্যা এবং ক্ষমতার অপব্যবহার দুদলই করবে। ফালু মালু কালু এরা কেউই সৎ নয়। আরো নতুন নতুন ফালু মালু কালু তৈরি হবে। গত পনের বছর ধরে বিএনপি না খাওয়া। এবার ক্ষমতায় এসে পনের বছরের অভাব মিটিয়ে নেবে। পুষিয়ে নেবে। আচ্ছা আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? কোন সরকার এসে আপনার মনের ইচ্ছে গুলো পূরণ করবে? আছে কোনো এমন সরকার? সব রাজনৈতিক দল গুলোই আসলে একই রকম। মূদ্রার এপিঠ ওপিঠ। কাজেই গোলাম হোসেন উপায় নাই। তাই চুপ করে থাকো। পারলে বোবা হয়ে যাও। নইলে কপালে দুখ আছে।

কে ভালো? কোনো শালাই ভালো না।
যারা রাজনীতি করতে আসে, তারা মূলত ক্ষমতা এবং টাকার জন্যই রাজনীতি করে। দেশকে ভালোবেসে কেউ রাজনীতি করে না। ধৈর্য্য ধরুন, আর কিছুদিন পর বিএনপি ক্ষমতায় আসবে। তারপর তারা তাদের খেল শুরু করবে। তখন এই সমস্ত সম্বয়কদের খুজে পাওয়া যাবে না। মাঝখান দিয়ে দেশের সাধারণ জনগণের, খেটে খাওয়া মানুষের কষ্ট হবে। সম্বনয়করা মূলত নির্বোধ। সম্বনয়কদের পরিচালনা কারা করছে? এদিকে জামায়াত শিবির তলে তলে নিজেদেরকে শক্তিশালী করছে। এবার তারা ক্ষমতায় আসার জন্য ভীষণ ভাবে মরিয়া হয়েছে। জামায়াত ৭১ সালে যেমন থাবা দিয়েছিল এবার তারা ক্ষমতায় আসার জন্য সেরকম থাবা দিবে।

বিএনপির অতীত ইতিহাস কি ভালো?
একটুও ভালো না। ছাত্রদলের অতীত ইতিহাস কি ভালো? একটুও ভালো না। আওয়ামী লীগ যেমন গত পনের বছর মুজিব মুজিব করেছে, বিএনপি করবে জিয়া জিয়া। বিএনপি ক্ষমতায় আসার পর দেশে নতুন নতুন টিভি চ্যানেল আসবে। আসবে দৈনিক পত্রিকা। আর আওয়ামী লীগের লোকজনদের টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে। দৈনিক পত্রিকা বন্ধ হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এরকমই হয়ে আসছে। হিংসার রাজনীতি। সবাই ক্ষমতায় যেতে চায় নিজের মনের খায়েশ মিটাতে। ইউনূস সাহেব সহ সব উপদেষ্টারা একবারও বলে নাই, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা দেশে ভাংচুর চালিয়েছে, আগুন দিয়েছে, দেশের সম্পদ নষ্ট করেছে, তাদের গ্রেফতার করা হবে, তাদের শাস্তি দেওয়া হবে।

শেখ হাসিনার আমলে জংগী মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই।
কেউ গ্রেনেড হামলা করতে পারে নাই। বিএনপি আমল মানেই বাংলা ভাই সৃষ্টি। জংগীরা মাথাচারা দিয়ে উঠবে। বিএনপি বা আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসুক সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ফুটপাত দখল চলবেই, চাদাবাজী চলবেই, দূর্নীতি চলবেই। নোংরা কাজ গুলো বাংলাদেশে কোনোদিন বন্ধ হবে না। কেউ বন্ধ করবে না। শেখ হাসিনা অনেক বছর সময় পেয়েছিলেন, কিন্তু তিনি দূর্নীতি বন্ধ করতে পারেন নাই। সবার জন্য শিক্ষা ফ্রি করেন নাই। কৃষকদের পাশে দাড়ান নাই। তার দলের লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব করেছেন। মানুষের জমি জোর করে দখল নিয়েছেন। সামান্য ছাত্রলীগের পোলাপান পর্যন্ত কোটি টাকার মালিক হয়েছে। শেখ হাসিনা তাদের থামান নাই। আগামীতে ছাত্রদলও একই কাজ করবে। এমনকি যদি জামাত ক্ষমতায় আসে তাহলে শিবিরও একই কাজ করবে।

শেখ হাসিনা রাজনীতি করেছেন তার বাবার খুনীদের বিচার করার জন্য।
সেটা তিনি করেছেন। এরপর তিনি রাজাকারদের বিচার করেছেন। এ পর্যন্ত ঠিকঠাক ছিলো। এরপর তার লোভ হয়ে গেলো ক্ষমতার প্রতি। নিজে পথ হারালেন। তার দলে জায়গা পেলেন অযোগ্যরা এবং অসৎ লোকেরা। তারা মুখে উন্নয়ন উন্নয়ন করে, আসলে দেশের বারোটা বাজিয়েছে। মূলত আওয়ামী লীগের লোকজন শুধু নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল। এবার সময় বদলেছে, এবার রাজত্ব করবে বিএনপি। তারা দীর্ঘদিন ভূখা ছিলো। আওয়ামী লীগের আজ যারা কারাগারে। তারা জামিনে বের হবে। তারপর চলে যাবে লন্ডন, আমেরিকা আর কানাডা। সব নেতারাই উন্নত দেশে সেকেন্ড হোম প্রস্তুত রেখেছেন। যে দলই ক্ষমতায় আসুক, দেশে বেকার সমস্যার সমাধান হবে না। সরকারি হাসপাতাল থেকে দালান দূর হবে না। ফুটপাত দখল মুক্ত হবে না। চাদাবাজী বন্ধ হবে না। দূর্নীতি বন্ধ হবে না। অর্থাৎ আওয়ামী লীগ বা বিএনপি যেই ক্ষমতায় থাকুক দেশ পরিবর্তন হইবে না।

আওয়ামী লীগ যে ভুল গুলো করেছে,
বিএনপি সেই একই ভুল গুলো করবে। তারপর একসময় বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো। কারণ ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার জ্ঞানী সৎ ও নিরপেক্ষ মানুষ। নিরপেক্ষ দল। তারপরও আমি মনে করি, বিএনপি ক্ষমতায় আসুক। কারণ জামায়াত ইসলাম ক্ষমতায় এলে দেশ আফগান হবে। নারীদের তখন দুখ কষ্টের শেষ থাকবে না। জামায়াত ভয়ংকর। ছাত্রলীগের চেয়ে বেশি ভয়ংকর। দেশের দু:সময়ে বুদ্ধিজীবীদের কথা বলতে হয়। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা দেশের দুসময়ে দালান হয়ে যায়। ধান্দাবাজ হয়ে যায়। আমাদের দেশে খাটি মানুষের বড় অভাব। বেশির ভাগই দালাল চাটুকার টাইপ। আমাদের দেশে ভালো কিছু হবে না। ১৯৭২ সালে শেখ মুজিবকে হত্যার মধ্যে দিয়ে পুরো জাতির কপাল পুড়ে গেছে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: এখন থেকে যারাই অপরাধ করবে তারাই পচে যাবে।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই,আমার মনে হয় বর্তমানে-ভবিষ্যতে কেউ আর দেশে আওয়ামীলীগের মত হবেনা-করবেনা।

কারন - ফলাফল চোখের সামনে।
আর একটা কথা আওয়ামীলীগের অতীত-বর্তমানের সাথে যদি বিএনপির তুলনামূলক আলোচনা নিরপেক্ষভাবে করেন তাহলে বিএনপিকে আওয়ামীলীগের তুলনায় শিশু হিসাবে পাবেন ;)

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: তাহলে দেশে আর রাজনৈতিক দল কোথায়? অনেকে জেন-জি কে দোষ দেন যে তারা পড়াশোনা করে না, প্রশ্ন ফাঁস কিন্তু আগের জেনারেশনের এত এত শিক্ষিত বুদ্ধিজীবী লোক জেন-জি কে কেন নিরাপদ দেশ উপহার দিতে পারলো না। রাস্তায় কেউ সাধ করে নামেনি।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৫

তানভির জুমার বলেছেন: বিএনপি আগেও দেশ শাসন করেছে। দেশের মানুষ জানে বিএনপি আওয়ামীলিগের চেয়ে ফার বেটার। আওয়ামী সন্ত্রাসীরা ছাড়া সবাই বিএনপিকে ভালোই মনে করে। আমাদের একটা জিনিজ নিশ্চিত করতে হবে। কোনভাবেই যেন আর আওয়ামীরা ক্ষমতায় না আসতে পারে। অন্য যে কোন দল আওয়ামীলিগের চেয়ে ভালো দেশ শাসন করবে।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার টেনশন করার কোন কারণ নেই।
এবার জামাত ক্ষমতায় আসবে।
আমরা সবাই হুজুর হয়ে যাবো।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আলীগ মন্দের ভালো ছিল।
বাকিগুলো সাক্ষাত শয়তান।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আকাশে তার সূর্য হাসে...।’- আমি আশাবাদী মানুষ, নিউ জেনারেশনকে স্বপ্ন দেখতে দেন । সারা দেশের দেয়ালগুলোতে তাদের হাতে আঁকা গ্রাফিতি গুলোর দিকে একটু গভীর মনোযোগ সহকারে তাকালে বুঝতে পারবেন । আপনার লেখা পড়ে মনে হলো - দেশ একেবারে গভীর অন্ধকারে তলিয়ে যাবে ! আমরা ব্যাকডেটেট ব্যর্থ বয়সী জনগোষ্ঠী সবসময় আওয়ামীলীগ আর বিএনপি ছাড়া কোন রাজনীতি চিন্তাই করতে পারিনা । চার কোটিরও অধিক রয়েছে নুতন জেনারেশনের ভোটার যারা বিগত সময়ে কোন ভোট দিতে পারেনি এবং তারা তাদের ভবিষ্যতের পথ বেছে নেবে এবং সেই পথ হয়তো হবে বেশ মসৃন ও কংকরমুক্ত সেই প্রত্যাশা করি সবসময় ।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪

ফিনিক্স! বলেছেন: সবাই ক্ষমতালোভী। ক্ষমতায় গেলে দেশটাকে মনে করে নিজের সম্পত্তি। তরুণদের, নতুনদের আসতে হবে ক্ষমতায়। দেশটাকে আর দুর্নীতিগ্রস্থ, অন্যায়ের ও ক্ষমতালোভীদের নিরাপদ আশ্রয় হিসাবে দেখতে চাই না।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

ভয়ংকর হোক।

১০| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: পড়লাম- সবার দোষ আছে তাহলে সমাধান কই

১১| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৩

নতুন বলেছেন: সমাধান জবাবদিহিতা।

যে অন্যায় করবে তার বিচার হতে হবে। তবে সরকার সোজা থাকবে।

১২| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫০

রানার ব্লগ বলেছেন: আপনার কি মনে হচ্ছে এখন যারা আছেন তারা দুধের বালতিতে ডুব দেন প্রতিদিন ?

১৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৮

শিশির খান ১৪ বলেছেন: আওয়ামীলীগ যা করছে এর চে খারাপ সম্ভব না। ইতিহাসের নিকৃষ্টতম রাজনৈতিক দলের লিস্টে আওয়ামীলীগ এর নাম এখন টপ ১০ এ থাকবে। নিজের দেশের মানুষকে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মারছে। এমন উদাহরণ আর কয়টা দেশে আছে আমার জানা নেই। বি এন পি ,জামাতকে ভালো না লাগলে নতুন রাজনৈতিক দলগুলারে ভোট দেন।আনুপাতিক হারে আসন বিন্যাস হইলে ভালো হতো না হইলে এই ছোট দলগুলা কখনোই ক্ষমতায় আসতে পারবে না।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

কুয়ানিন বলেছেন: ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিব নিজের অজান্তে একটা সুইসাইড নোট লিখে দিয়েছিলেন ।
তাজ উদ্দিন আহমেদ নাকি মুজিব কে এই বিষয়ে সাবধান করেছিলেন।
আগস্টে এসে সেই সুইসাইড টা বাস্তবায়ন করা হয়।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

কুয়ানিন বলেছেন: সেদিন শুনলাম্‌ আসিফ নজরুল নাকি বলছে , BNPর কারণে ৫ই আগস্ট বিপ্লবী সরকার গঠন করা হয়নি। BNP তাতে আপত্তি জানিয়েছিল নাকি ।

এই পঁচা সংবিধানকে নিয়ে BNPর সিদ্ধান্তগুলো ভালো লাগছে না।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

আমি নই বলেছেন: শেখ হাসিনার আমলে জংগী মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই।

তাইলে ছাত্রলীগ কি ছিল? নাকি টুপি-দাড়ী ছারা জংগী বিবেচিত হবে না অথবা গ্রেনেড হামলা ছারা জংগী বিবেচিত হবে না? হলিআর্টিজান কি ছিল? আজব....

১৭| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২৫ তারিখে আমি যথন শনির আখড়া থেকে বিমানবন্দরে আসি ভ্যান নিয়ে আমার সময় লেগেছিল মাত্র ২৫ মিনিট।
কেন বলতে পারেন?

এক জন নেতার অসমান্য অবদান ছিল।
আমি আমি মাত্র ৮৫ টাকা টোল দিয়েছিলাম।
উন্নয়ন কাজ করতে সাহসও লাগে।

১৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০

জ্যাকেল বলেছেন: হাসিনার পশু সুলভ শাসন, শোষনের সাফাই গাওয়া লোক আপনে। আপনার মধ্যে নুন্যতম মানবিক গুণ নেই। পারসোনালিটি নেই। আপনার পক্ষে বিএনপির মত জনতার আপন দলের বিরদ্ধে কিছু বলার মত নৈতিক অধিকার আপনার নেই।

১৯| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জয়বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.