নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে খুশি হওয়ার কিছু নেই।
একটা যায়, আরেকটা আসে। এখন আছে, ছাত্রদল। তারা দল বেধে মহড়া দিতে শুরু করেছে। শিবির তাদের উপস্থিতি জানান দিয়ে ফেলেছে। ছাত্রলীগ যেমন ভয়ংকর, সেরকম ভয়ংকর ছাত্রদল আর শিবির। কাজেই বিনা দ্বিধায় বলা যায়, ছাত্রলীগ, ছাত্রদল আর শিবির সব এক। ওদের কর্মকাণ্ড সব এক। ক্যাম্পাসে সন্ত্রাসী করবে। নেতাদের দালালি করবে। অল্প বয়সে গাড়ি বাড়ি করবে। বাংলাদেশে ছাত্র সংগঠন গুলো সব একই রকম। তাদের ইতিহাসও প্রায় একই রকম।
আগামীতে দেশে রাজত্ব করবে ছাত্রদল অথবা শিবির।
এরা দিনে দুপুরে মানুষ কুপিয়ে মারবে। চাদাবাজি করবে। ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করবে। রাস্তায় বিশ্রী ভাবে বাইক চালাবে। সাধারণ মানুষের সাথে অন্যায় করবে। দূর্নীতি করবে। ফ্লাট কিনবে। সব জায়গায় দাপট দেখাবে। মেয়ে নিয়ে ফুর্তি করবে। ধর্ষণ করবে। নেতাদের পা চাটবে। মিছিল করবে। সমাবেশে ফুটপাতের হকারদের ধরে আনবে। ফালতু উৎসব করবে। ক্যাম্পাসে তাদের নিজস্ব রুম থাকবে। সেই ঘরে বসে মদ খাবে। মেয়ে নিয়ে ফুর্তি করবে। দীর্ঘদিন বিএনপি কোমর সোজা করে দাড়াতে পারেনি। আওয়ামী লীগ কঠিন টাইট দিয়ে রেখেছিল। এখন তারা মুক্ত। অলরেডি কারাগার থেকে সকলে ছাড়া পেয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন কারাগারে বন্ধী হচ্ছে। শেখ হাসিনার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না।
টানা পনের বছর ছাত্রলীগ রাজত্ব করেছে। গলাবাজি করেছে।
টেন্ডার বাজি করেছে। ছাত্রলীগের নেতারা সীমাহীন টাকা কামিয়েছে। মদ আর নারী নিয়ে ফুর্তি করেছে। সব কিছুর একটা শেষ আছে। ছাত্রলীগ এখন নাই। সব পলাতক। এখন সময় ছাত্রদল আর শিবিরের। টানা পনের বছর ছাত্রদল আর শিবির গর্তে ছিলো। এখন ছাত্রলীগ গর্তে। আবার ৫/১০ বছর পরে ছাত্রদল/ শিবির গর্তে যাবে। ছাত্রলীগ এখন বলিবে ভালোই আছি গর্তে। বের হবো কি মরতে? পাপ করলে, অন্যায় করলে শাস্তি পেতে হবেই। গত পনের বছরে ছাত্রলীগ কি করেছে? ১৫ বছরে তাদের একটাও ভালো কাজ খুজে পাওয়া যাবে না। শুধু ছাত্রলীগ না৷ যুবলীগ, তাতী লীগ, কৃষক লীগ। কারো কোনো ভালো কাজ খুজে পাওয়া যাবে না। তারা শুধু করেছে ধান্দা। সহজ সরল সত্য কথা হলো তারা ধান্দাবাজি করার জন্যই লীগের খাতায় নাম লিখিয়েছে। তাদের শাসন না করে শেখ হাসিনা শুধু আশকারা দিয়েছেন।
শেখ সাহেবের উচিৎ ১৯৭২ সালে ছাত্রলীগকে অফ করে দেওয়া।
শেখ মুজিব সেটা করেন নাই। তার কন্যা হাসিনাও সেটা করে নাই। আজকে আওয়ামীলীগের এই অবস্থার জন্য অনেকাংশে ছাত্রলীগ দায়ী। ওরা খুব বেশি উজায় ছিলো। আসলে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। পুরো আওয়ামিলীগ তাদের পাপের শাস্তি পাচ্ছে। গত পনের বছর বিএনপি তাদের পাপের শাস্তি পেলো। এখন যদি বিএনপি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেয়, তাহলে ৫/১০ বছর আওয়ামিলীগের মতো অবস্থা হবে বিএনপির। আমাদের দেশের রাজনীতি বড় নোংরা। তাই ভালো মানুষেরা রাজনীতিতে আসে না। আজকে যারা উপদেষ্টা হয়েছে এবং সমস্ত সম্বয়করা ভবিষ্যতে জেলে যাবে। এটা বাংলাদেশের নিয়ম। ফালতু সব মামলা দিয়ে জেলে পাঠানো হবে। যুগ যুগ ধরে আমাদের দেশে তাই হয়ে আসছে। রাজনীতি মানুষকে উচুতে নিয়ে যায়। আবার একদম পথে বসিয়ে দেয়। কাজেই রাজনীতি থেকে দূরে থাকাই উত্তম। সত্যিকার অর্থে দেশের জন্য ভালো কাজ করতে হলে রাজনীতিতে যোগ না দিয়েও ভালো কাজ করা যায়।
ছাত্রদের কাজ লেখাপড়া করা। রাজনীতি নয়।
যারা ছাত্র থাকা অবস্থায় রাজনীতি করে তারা মূলত টাকা আর ক্ষমতার জন্য রাজনীতির খাতায় নাম লেখায়। আমার নিজের দেখা দুটা ছেলের কথা বলি। রফিক ঢাকার এক কলেজে পড়ে। তারপর রাজনীতিতে প্রবেশ করে। ছাত্রলীগের রাজনীতি। কলেজের ভিপি হয়। তার জীবন বদলে যায়। কলেজে তার সুন্দর রুম আছে। রুমে এসি আছে। সুন্দর করে সাজানো রুম।প্রিন্সিপালের রুমও এত ঝাকঝমক নয়। দরিদ্র পরিবারের ছেলে রফিক। এক বছরের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যায়। পুরো কলেজ জুড়ে তার বড় বড় ছবি। মেট্রোরেলের পিলারে তার ছবি। সে যখন রাস্তা দিয়ে কোথাও যায়, তার পেছন পেছন ৪০/৫০ জন পোলাপান থাকে। রফিক গাড়ি করলো। জমি কিনলো। ব্যাংকে অনেক টাকা করলো। অথচ রফিক কোনো চাকরি করে না। চাকরি কি করবে তার লেখাপড়াই শেষ হয় নাই। যাইহোক, এক সময় তার লেখাপড়া শেষ হলো। কিন্তু সে কলেজ ছেড়ে গেলো না। একটা সংগঠন করলো। ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ। সেই কল্যাণ পরিষদের সে সভাপতি। সে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ইউরোপের সাতটা দেশ ভ্রমণ করলো।
মিজান। মিজান ছাত্রলীগে জয়েন করলো।
এক ওয়ার্ড কাউন্সিলের সাথে তার উঠাবসা শুরু করলো। কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলো। কয়েক বার বিদেশ ভ্রমণ করলো। এরপর ঢাকায় ফ্লাট কিনলো। একে একে নিজের মা ভাই আর বোনকে নিয়ে লন্ডন চলে গেলো। এখন বেশ আছে। উন্নত জীবন যাপন করছে। তার দল ডুবে গেছে, তাতে কোনো সমস্যা নেই। সে তো অনেক ভালো আছে। দেশে না ফিরলে তার কিছুই হবে না। আরেকটা ঘটনা বলি, ঘটনা চক্রে এক ছাত্রলীগের ঘটনা নিজের চোখ দেখলাম। সে একটা ফ্লাট কিনেছে। সেই ফ্লাটের জন্য নতুন ফার্নিচার কিনতে গিয়েছে। একসাথে সে ২২ লাখ টাকার ফার্নিচার কিনলো। একদম ক্যাশ টাকা দিয়ে। ছাত্রলীগ বলে কথা না। ছাত্রদলের পোলাপানও একই কাজ করে। করবে।
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: আগামীতে ছাত্রদল ছাত্রলীগকে ছাড়িয়ে যাবে।
২| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চলে যাওয়া মানেই প্রস্থান নয়।
সাহসী সন্তানেরা ঠিকই ফিরে আসবে।
দেশে এখন যেহেতু কোন মন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই। আছেন কেবল উপদেষ্টাগণ ও প্রধান উপদেষ্টা।
সেই কারণে এখন দেশে কোন মন্ত্রণালয় থাকারও যুক্তিসংগত নয়।
মন্ত্রণালয়সমূহের নতুন নাম দেওয়া হোক- উপদেষ্টালয়।
এরা কেবল উপদেশ দিবেন। কাজের কাজ কিছুই করবেন না।
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: উপদেষ্টারা মেহমান।
মাত্র কয়েক মাসের জন্য।
৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১
নূর আলম হিরণ বলেছেন: ছাত্রদল প্রথমে খুব লাপালেও এখন চুপ আছে। তারা বুঝছে দিল্লি এখনো কিছুটা দূরে।
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: ছাত্রদল বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে।
তাদের চেহারা এলাকা বাসীর কাছে পরিচিত করছে।
৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫২
রবিন.হুড বলেছেন: ভালো লোকদের রাজনীতিতে সক্রিয় হওয়া উচিৎ তা না হলে খারাপ মানুষগুলো রাজনৈতিক পদগুলোর ক্ষমতার অপব্যবহার করে দেশকে অন্ধকারের অতল গহবরে নিয়ে যাবে। প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা না রাখায় তৃতীয় ধারার নতুন দলকে শক্তিশালী করা দরকার।
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: ক্ষমতা হাতে পেলে মানুষ বদলে যায়। একজন ভালো মানুষ রাজনীতিতে এলে নষ্ট হয়ে যায়।
৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে তার মধ্যে এটা ১ নং "ছাত্রলীগকে নিষিদ্ধকরণ"।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: জামায়াতকে নিষিদ্ধ করা দরকার?
৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৯
সোনাগাজী বলেছেন:
ছাত্রলীগ নিষিদ্ধ করায় স্বাধীনতাকামীরা ও আওয়ামী লিগ উপকৃত হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: কিন্তু এরপর যখন ছাত্রদল এসে ছাত্রলীগের ভূমিকা পালন করবে। তখন কি হবে?
৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
অনুভুতিহীন।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: মশা বা পিঁপড়ার কামড়ে অনুভূতি হয় আপনার?
৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১
সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ জনগণের উচিত কেজরিওয়াল অথবা আন্না হাজারে হওয়া! তাহলে যদি মুক্তি মিলে।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: মুক্তি এত সহজ নয়।
৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে আমি ধান কাটা নিয়ে চিন্তায় আছি - আর কিছু নয়।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ কোনো কাজের না। তারা অকাজের লোক।
১০| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
শুভ্র হিমেল পরশ বলেছেন: ছাত্রলীগ-ছাত্রদল নিষিদ্ধ হলে, হিযবুতী-শিবির রা গোপনে দল চালিয়ে যেতেই থাকবে।
ছাত্ররাজনীতি বন্ধ হলেও মৌলবাদী-জংগীরা উপকৃত হবে।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ হলে পুরো দেশ উপকৃত হবে।
১১| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা পারিবারিক ভাবে কোন দল করি না। আমাদের খুব ক্লোজ আত্মীয়রা সবই আঃলীগ।
আমার পিতা প্রায় ৪৬ বছর খুলনায় থাকছেন। বিম্পির সময়ও যেমন তিনি দেখেছেন, আঃলীগের সময়ও তিনি দেখেছেন। আমাদের আত্মীয়স্বজন সবাই আঃলীগের হওয়া সত্বেও আমাদের কাছে কোনদি বিম্পি বা ছাত্রদলের কেউ চাঁদাবাজি করে নি। কিন্তু আঃলীগের লোক করার চেষ্টা করেছে বহুবার।
আপনিই একবার আমার এক পোষ্টে কমেন্ট করেছিলেন। আমাকে বলেছিলেন দেশে গিয়ে পিতার সাথে দেখা করে আসতে। গিয়েছিলাম এবছরের জানুয়ারীতে, ছুটি হাতে থাকতেই পালিয়ে চলে আসা লেগেছে। আমার স্কুলের বন্ধুরা সব আঃলীগের, এরা আগে এক সময় ছাত্রলীগ ছিলো। এরাই আমার বুকে পিস্তল ধরেছে।
যদ্দুর জানি এরা সবাই এখন পালাতক।
এবার আপনিই বুঝে নিন আমার অনুভতি কেমন।
ওহ, আমি পুরা পোষ্ট পড়িনি। শুধু টাইটেলের উপরে মন্তব্য করলাম।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮
শিশির খান ১৪ বলেছেন: মনে হয় ছাত্রলীগ বন্ধ করার কারণে আপনার মন খুব খারাপ সেই জন্য আবল তাবল কথা বলতেছেন।শিবির চাঁদাবাজি করে এমন কথা আমি আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই । শিবির যে টেন্ডাবাজি করে না সেটা সবাই জানে। তে হলে অযথা শিবির কাউকে কোপাইতে যাবে কেন ? ৫ / ১০ বছর পর আবার ছাত্র লীগ গর্ত থেকে বের হয়ে আসবে আপনি হিসাব বুঝতেছেন না তখন হাসিনা ডাইনির বয়স হবে ৯০ বছর স্বাভাবিক মৃত্যু না হইলেও হাটার মতো শক্তি থাকবে না। ১০ বছর পর আওয়ামীলীগ ভাইঙ্গা দশ টুকরা হবে।
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: আপনি কি বিএনপির অতীত ভুলে গেছেন? শিবিরের ইতিহাস ভুলে গেছেন?
১৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
রানার ব্লগ বলেছেন: শুধু ছাত্রলীগ না, সকল লেজুড়বৃত্তি ছাত্র সংগঠন বাতিল চাই।
আর এক টা কথা ব্লগে কাঠাল পাতার থেকে ছাগলের সংখ্যা বেড়ে গেছে তাদের মুত্রের গন্ধে টেকা যাচ্ছে না৷ এটা কি করে পরিষ্কার করা যায় ভাবুন। লীগ ফিগ দিয়া কি করবো?
২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: মডারেটর চাইলেই ছাগলের সংখ্যা কমে যাবে।
১৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০০
ক্লোন রাফা বলেছেন: আমি চাই ছাত্রলীগের পুর্বে আওয়ামিলীগ’কে নিষিদ্ধ করা হোক । কারন ছাত্রলীগ’কে লাঠিয়াল বাহিনি বানিয়েছে ওবায়দুল কাদেরের মত জঘন্য অমানুষ। আওয়ামিলীগের দ্বায় বেশি!
ধন্যবাদ॥
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: আশাকরি এবার আওয়ামীলীগ ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন রুপে ফিরে আসবে।
১৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই উপদেষ্টারা মেহমান না।
এরা ছদ্মবেশী ডাকাত।
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: না। সঠিক নয়।
১৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৪
কাঁউটাল বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ছবিতে হেলমেট পরা কে? আপনি?
১৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৫
কাঁউটাল বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: খুবই ভয়াবহ।
ছাত্রলীগের জন্যই আজ আওয়ামীলীগের এই অবস্থা।
১৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৭
কাঁউটাল বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ ডুবে গেছে।
১৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৮
কাঁউটাল বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ তাদের পাপের শাস্তি পেয়েছে।
২০| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৮
কাঁউটাল বলেছেন:
২১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিশ্বজিতের হত্যাকারী ছাত্রলীগ কর্মীরা অবশ্যই ভালো মানুষ না।
তাদেরকে জুতাপেটা করা দরকার।
২২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুধু ছাত্রলীগ নয়।
ছাত্র ও শিক্ষকদের সব রাজনীতি বন্ধ করতে হবে।
এটাই আমার অনুভূতি।
২৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪৭
আহরণ বলেছেন: ছাত্রলীগ ফুৎকারে ব্যান করা যায় না........... কোন অনুভূতি নেই, ভাইয়া।
২৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৯
তানভির জুমার বলেছেন: ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় দেশের প্রায় ৯০% মানুষ মিষ্টি খেয়েছে, খুনি হাসিনা পালানোর মত খুশি হয়েছে মানুষ। এখন
সন্ত্রাসী আর মাফিয়া দল আওয়ামীলিগকে নিষিদ্ধ দেখতে চায় দেশের মানুষ। ছাত্রদল অপকর্মের দিক থেকে ছাত্রলীগের ধারে কাছেও নেই।