নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধারণ জীবনযাপন

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮



আমি অতি সাধারণ জীবনযাপন করি।
সাধারণ জীবন যাপন করার প্রধান ও প্রথম শর্ত হচ্ছে, বিলাসিতা না করা। মিতব্যয়ী একটা বড় গুন। খেয়াল রাখতে হবে কৃপনতা আর মিতব্যয়ী এক নয়। কৃপনতা অবশ্যই পরিহার করিতে হইবে। সৃষ্টির সেরা জীব কেন কৃপনতা করবে? একবার সকালে অফিসে গিয়ে দেখি, অফিস ঘর নোংরা। ঝাড়ু দেওয়া হয়নি। যে ঝাড়ু দিবে তার জ্বর হয়েছে। আমি নিজে অফিস রুম ঝাড়ু দিয়ে ফেললাম। অথচ আমি বড় অফিসার। অফিসে আমার ব্যাক্তিগত পিয়ন আছে। বেল বাজালে পিয়ন দৌড়ে আসে। একদম মাটির মানুষ আমি। আমার চলাফেরা সহজ সরল সুন্দর। কোনো বাড়াবাড়ি নেই আমার। অশালীন কোনো কিছুর মধ্যে আমি নাই। আমার জীবন সহজ সরল সুন্দর।

সেদিন অফিসের গাড়ি নষ্ট, তাই বাসে করে বাসায় ফিরতে হবে।
আমি চাইলে পাঠাও বা উবার ডেকে বাসায় ফিরতে পারি। নিদেনপক্ষে সিএনজি করে। কিন্তু আমি ফুটানী দেখালাম না। লোকাল বাসে ঝুলতে ঝুলতে বাসায় ফিরলাম। মাত্র ত্রিশ টাকা লাগলো। উবারে করে আসলে সাড়ে তিন শ' টাকা লাগতো। আমার এক বন্ধু সেদিন ফোন করে আমায় ডাকলো। গেলাম মহাখালীর জাকারিয়া বারে। মাত্র তিন ঘন্টায় আমার বন্ধু ৩৭ হাজার টাকা খরচ করে ফেলল। বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি। দরিদ্র দেশ আমাদের। কত লোক না খেয়ে থাকে, কত লোক রাস্তায় ঘুমায়।

মিতব্যয়ী মানুষকে আল্লাহ পাক লাইক করেন।
নবীজী পর্যন্ত বলেছেন, অপচয় করো না। আমি চাইলে দেশী মূরগী খেতে পারি। সেটা না করে আমি ফার্মের মুরগী খাই। আগারো, স্বপ্ন বা সুপার শপ থেকে আমি বাজার করি না। ওরা দাম অনেক বেশি রাখে। কাদা মাখিয়ে আমি বাজার থেকে বাজার করি। স্বপ্ন বা আগারো থেকে পাচ হাজার টাকার বাজার করলে, ওরা ৮ শ টাকা বেশি রাখে। শুধু শুধু আমি কেন ৮শ টাকা বেশি দিবো? আমি জানি ঢাকায় কোথায় কোন জিনিসটা সস্তা পাওয়া যায়। এবং কোন কোন দোকান গুলো ডাকাতি করে, এক কথায় মানুষের গলা কাটে। অসৎ মানুষ দিয়ে চারদিক ভরা। তাই আমি সাবধান থাকি।

নামী দামী মার্কেট থেকে জামা কাপড় কিনলে অনেক টাকা দাম রাখে।
দেশি পন্য আড়ং পর্যন্ত গলা কাটে। এজন্য আমি যখন কোম্পানি গুলো ডিসকাউন্ট দেয়, তখন কেনাকাটা করি। বিশেষ করে এপেক্স আর বাটা কোম্পানি। টাকা থাকলেই এলোমেলো খরচ করতে হবে, এটা কেমন কথা? এই যে দেশে কিছু দিন আগে বন্যা হলো। টিএসসিতে ছেলেমেয়েরা টাকা সংগ্রহ করলো। আমি নিজে গিয়ে ক্যাশ ৫০ হাজার টাকা দিয়ে আসলাম। এটা প্রয়োজন। এটা দায়িত্ব। প্রয়োজন এবং দায়িত্ব সবার আগে। দায়িত্ব নিতে পিছপা হওয়া যাবে না। খাটি পুরুষেরা দায়িত্ব নিতে ভয় পায় না।

সাধারণ ভাবে জীবন যাপন করাই সবচেয়ে ভালো।
সবচেয়ে সুন্দর। আমাদের নবীজি অতি সাধারণ ভাবে জীবনযাপন করেছেন। গৌতম বুদ্ধ, আইনস্টাইন, এরিস্টটল, মাদার তেরেসা, মেন্ডেলা, মহাত্মা গান্ধী, যীশু, রবীন্দ্রনাথসহ অসংখ্য জ্ঞানীগুণীরা বিলাসিতা পরিহার করে সাধারণ জীবন যাপন করেছেন। সাধারণ ভাবে জীবনযাপন করতে গিয়ে আবার আত্মাকে কষ্ট দেওয়া যাবে না। প্রচুর পড়তে হবে, প্রতিদিন বই পড়তে হবে। ভ্রমণ করতে হবে। দেশের সমস্যা ও সমাধান নিয়ে ভাবতে হবে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। দরিদ্র পিতামাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দিতে হবে। অসুস্থ ব্যাক্তির চিকিৎসা করাতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৬

কাছের-মানুষ বলেছেন: আপনি সঠিক কাজই করছেন। এভাবেই চলা দরকার।

অপচয়-কারীকে শুধু আল্লাহই অপছন্দ করেন তা নয়, আমি নিজেও অপচয়-কারীকে অপছন্দ করি!

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহ দেয়।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনি চলমান ঘটনাপ্রবাহকে বাদ দিয়ে, আজকাল কি নিয়ে লিখছেন?

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:




আমার সোনাগাজী নিককে ব্যান করা হচ্ছে, শেষবারের মতোন কমেন্ট করেন আমার পোষ্টে।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪২

সমূদ্র সফেন বলেছেন: রাজীব ভাই ,গত ২ বছর যাবত আমি অসুস্থ্য এবং জবলেছ । আপনি কি আমার জন্য রিয়েলি কিছু করতে পারবেন ? আমি ভারবাল কমিনিউকেশন করতে পারি না । প্লিজ হেল্প মি ।

৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫২

দহযগরগুৃ বলেছেন: Thank you for helping people get the information they need. Great stuff as usual. Keep up the great work!!! online block blast https://blockblast.net/

৬| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫০

দহযগরগুৃ বলেছেন: These types of feels 100 % most effective. These minimal information and facts will be built coupled with numerous track record information and facts. I favor this significantly. online popcorn game https://popcorngame.net/

৭| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:০৩

দহযগরগুৃ বলেছেন: Thank you a bunch for sharing this with all of us you actually realize what you are talking about! Bookmarked. Please also seek advice from my site =). We could have a hyperlink change contract between us! know more https://123movies2025.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.