নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

এই স্বাধীনতাই কি চেয়েছিলাম?

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১



মেট্রোরেলে ৬ মাসে আয় ১৮ কোটি টাকা, আর বিগত ১৮ দিনে আয় ২০ কোটি টাকা। লুটপাট বন্ধ হয়ে গেছে। আগের মত আর পেট পুরে চেটে পুটে খাওয়া যাচ্ছে না। তাই ভিতরটা খাঁ খাঁ করছে, জ্বলে পুড়ে যাচ্ছে। এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? কেন এল এই স্বাধীনতা? আমাদের কি লাভ হল এই স্বাধীনতায়?

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৮

আরইউ বলেছেন:


খাঁজা,
হরিলুট! লন্ডনে, দুবাইতে মিনিস্টারের ৩০০+ বাড়ি, রোলস রয়েস কি মাগনা আসছে? ওগুলার একটা খরচাপাতি ছিলনা!

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

খাঁজা বাবা বলেছেন: :D

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩

কলমনাই বলেছেন:







মেট্রারেল দিয়া কি ত্রানের চুরির ট্যাহা গাপ করন যাইব B:-/

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

খাঁজা বাবা বলেছেন: ট্যাকা এখনো লন্ডন আমেরিকায় যায় নাই
আপনারে দিলে তো পাঠাইয়া দিতেন

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

এক্সম্যান বলেছেন: আফসোসলীগের ম্যাৎকারে টেকাই মুসকিল হয়ে যাচ্ছে।

কলমনাই বলেছেন:

মেট্রারেল দিয়া কি ত্রানের চুরির ট্যাহা গাপ করন যাইব B:-/


যেহেতু ট্যাহা এখনো ব্যাংকেই আছে সমস্যার কোনো কারন দেখিনা। আপনাদের দিলেতো হিসাবটাও দিতেন না, এতদিনে লন্ডন-আমেরিকায় বাড়ী কিনে ফেলতেন।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

খাঁজা বাবা বলেছেন: জ্বলে খুব জ্বলে

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮

আদিবাসী শামুক বলেছেন: "দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল প্রথম যাত্রী পরিবহন শুরু করে ২০২২ সালের ২৯ ডিসেম্বর। যাত্রী পরিবহন শুরুর পর থেকে প্রথম ৬ মাসের আয়ের সঙ্গে বর্তমান আয়ের ব্যাপক পার্থক্য রয়েছে।"

২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।’ অর্থাৎ প্রথম ৬ মাসে শুধু যাত্রী পরিবহন করে এ টাকা আয় করে মেট্রোরেল কর্তৃপক্ষ।


অর্থাৎ এই হিসাবটা প্রথম ৬ মাসের, যখন কেবলমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলত, তাও কম সময় চালু থাকত। কম্পেয়ার করতে হলে আপনাকে ২০২৩ এর নভেম্বর থেকে তার পরের ৬ মাসের হিসাবের সাথে কম্পেয়ার করতে হবে।

পুরো খবর না পড়ে শুধু শিরোনাম দেখে ব্লগ লিখে ফেললেন!

অবশ্য পত্রিকাগুলাও বদ। যাই হোক, আপনার জন্যে খবরের লিংক রেখে গেলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

খাঁজা বাবা বলেছেন: ১৮ গুন ২, ৩৬ দিন দিলাম আপনাকে
এবার হিসাব মিলান
৬ মাস পাশে রাখেন

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

আদিবাসী শামুক বলেছেন: https://www.dhakapost.com/national/309034

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০

আদিবাসী শামুক বলেছেন: কী হিসাব দিলেন? ২০২৩ এর নভেম্বরে পুরোদমে চালু হবার পরের ৬ মাসের হিসাব চাইছি। ঐডা কই? ঐডা দ্যান তারপর মিলামু।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

খাঁজা বাবা বলেছেন: হিসাব তো আপনারা দিবেন।
টাকা কম হইল কেন?
আমরা জনগন তো মালিক পক্ষ। হিসাব নিব

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪

আদিবাসী শামুক বলেছেন: কোথায় টাকা কম হইল?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

খাঁজা বাবা বলেছেন: না বেশি হইছে

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: এক্সম্যান বলেছেন: আফসোসলীগের ম্যাৎকারে টেকাই মুসকিল হয়ে যাচ্ছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

খাঁজা বাবা বলেছেন: জ্বলে

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

কামাল১৮ বলেছেন: ভাঙচুর করলে আয় বাড়ে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

খাঁজা বাবা বলেছেন: আসেন ভাংচুর করি

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

কামাল১৮ বলেছেন: খরচের টাকা বাদ দিয়ে আয় নির্ধারন করতে।১৮ দিনে কাউকে বেতন দেয়া হয় নাই।একমাস পরে হবে বেতন।হিসাবে আবার ইউনুস সাহেব পাকা।তার কর্মচারিদের পাওয়া টাকা পোর্টের রায়ের মাধ্যমে পেতে হয়।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:১১

বিষন্ন পথিক বলেছেন: খাজি , কোমলমতি সব দেহি এক কেলাসের, দানের টেহা ব্যাংকে রাখে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬

খাঁজা বাবা বলেছেন: আপনি কোন মতি?

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীলীগ এটুজেড সবাই চোর। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেনা যে, সে রাষ্ট্রের ১টি টাকা খায়নি।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

খাঁজা বাবা বলেছেন: ৭২ সালেও চোরের ক্ষনি ছিল এই দলটা, এখনো তাই

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২

আদিবাসী শামুক বলেছেন: আরে ছাগল, যুক্তি দিয়ে কথা বলি তার জবাব দিতে না পারলে ঐসব হাবিজাবি ম্যা ম্যা করতেই হইব।
মেট্রোরেলের ২০২৪ সালের প্রথম ৬ মাসের উপার্জন ১৯৫ কোটি টাকা।
আরে ছাগল, যুক্তি দিয়ে কথা বলি তার জবাব দিতে না পারলে ঐসব হাবিজাবি ম্যা ম্যা করতেই হইব।
মেট্রোরেলের ২০২৪ সালের প্রথম ৬ মাসের উপার্জন ১৯৫ কোটি টাকা।



যেই হিসাব দেখাইতেছেন ঐটা ২০২২ এর, যখন মাত্র ৬ ঘন্টা চলত উত্তরা থেকে আগারগাঁও।

বিস্তারিত প্রতিবেদন এইখানে- Click This Link

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

আরইউ বলেছেন:



ওয়েল, এটা "ফেক নিউজ" প্রমানিত হয়েছে।

তাই বলে মিনিস্টারের ৩০০+ বাড়ি আর মাহসাগর চুরী মিথ্যা হয়ে যায়নি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.