নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বাংলাদেশের মত একটি জনবহুল দরিদ্র দেশে সরকারী চাকরিতে নিয়োগের বয়স বাড়ানো নয় বরং কমানো উচিত। বাংলাদেশে সরকারী চাকরিজীবির সংখ্যা আনুমানিক ১২ লাখ। এর বিপরীতে প্রতি বছর সরকারী চাকরীতে নিয়োগ হয় দুই থেকে আড়াই হাজার বি সি এস সহ ১৫ হাজারের মত। প্রতি বছর শ্রম বাজারের প্রবেশের উপযুক্ত হয় ২৫-৩০ লাখ মানুষ।
এদেশে বর্তমানে মষ্টার্স পাশ করতে একজন শিক্ষার্থীর মোটামুটি ২৫ বছর লেগে যায়। এর পর সে সরকারী চাকরির প্রিপারেশান নেয় ও অপেক্ষা করতে থাকে। ধরি প্রতি বছর ৫ লাখ শিক্ষার্থীও যদি ৩০ বছর বয়স পর্যন্ত সরকারী চাকরির জন্য অপেক্ষা করে, তবে আমরা কত সময় নষ্ট করি?
৫ লাখ মানুষ ৫ বছর করে সময় নষ্ট করলে জাতী ২৫ লাখ বছর সময় নষ্ট করছে। এই সময়ে একজন অন্য যেকোনো পেশায় নিজেকে নি্যুক্ত করলে মাসে অন্তত ২০ হাজার টাকা আয় করতে পারত। পাঁচ বছরে সে আয় অরতে পারত ১২ লাখ টাকা। এক্ষেতে পেশায় তার দক্ষতার ও আয়ের উন্নতি বিবেচনায় নেয়া হয়নি। হলে আয় আরো বাড়ত। ৫ লাখ লোক ৫ বছরে আয় করতে পারত ৬০ হাজার কোটি টাকা। অর্থাৎ এই ৬০ হাজার কোটি টাকা জিডিপিতে যোগ হত।
এই সময়ে বেকার থাকা কালীন সময়ে একজন মানুষ যে সামাজিক, মানুষিক, আর্থিক সমস্যা ভোগ করে তা থেকেও মুক্তি পেত। দেশ ও সমাজ আরো এগিয়ে যেত।
সূতরাং আমাদের চাকরির বয়স না বাড়িয়ে বরং বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানো নিয়ে কথা বলা উচিত। প্রাইভেট খাঁতে বেশি বেশি চাকরি সৃষ্টি নিয়ে কথা বলা উচিত। সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি নিয়ে কথা বলা উচিত, যাতে একাডেমিক শিক্ষার বাইরে আলাদা প্রস্তুতির দরকার না হয়। বেসরকারি চাকরির সুবিধা বাড়ানো নিয়ে কথা বলা উচিত। ব্যবসার পরিবেশ সৃষ্টি করা উচিত। বিশ্ববিদ্যালয় পাশ করে যাতে ছাত্ররা ব্যবসা শুরু করতে পারে তাতে সহযোগিতা করা উচিত।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
খাঁজা বাবা বলেছেন: সরকারী চারকরির অপেক্ষায় অনেক যোগ্য ছেলে মেয়ে, কাজ না করে স্বেচ্ছায় বেকার থাকে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: বয়স বাড়ানোর ক্ষেত্রে আমি কোন সমস্যা দেখিনা।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
খাঁজা বাবা বলেছেন: আমার পোষ্টে সমস্যা গুলি ব্যাখ্যা করলাম।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৯
আদিত্য ০১ বলেছেন: আপনি যে গু খেয়ে মাথায় শুধু গু উর্বর মস্তিস্ক বানাইছেন, তার প্রমান এই ব্লগের মত কিছু আরও কিছু ব্লগ। আপনি দেশের কচুটা করেছেন, এই গু উর্বর মস্তিস্ক কি আর করবেন, লিখবেনই কি, আপনার পড়াশোনাও গু ভর্তি ছিলো, এই সব গু ভর্তি মস্তিস্কে লোকজন আবার ব্লগার, ওয়াক থো
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৫
খাঁজা বাবা বলেছেন: আপনার পুরোটাই যে গু, তা আপনার গু ঢালা দেখেই বোঝা যায়। ঘিল থাকলে আপনার লজিক লিখতেন, গু ঢালতেন না।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১২
এম ডি মুসা বলেছেন: ৩৩ বছর পারফেক্ট।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৭
খাঁজা বাবা বলেছেন: আমার মতে ২৭
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪
এইচ তালুকদার বলেছেন: আপনি সমস্যাগুলো শুধু এক চোখ দিয়ে দেখছেন,তাই সমাধান ও আপনার কাছে সিম্পল মনে হচ্ছে। আপনি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি নিয়ে কোন আলোচনাই করেন নি, আ্হসানউল্লাহ ভার্সিটির নেয়া ব্যাংক পরীক্ষা গুলোতে ঠিক কি পরিমান দুর্নীতি হয়েছে আপনি জানেন? দ্বিতীয়,তৃতীয় শ্রেনীর চাকরির নিয়োগ এর ক্ষেত্রে কয়টা নিয়োগ দুর্নীতি ছাড়া হয়েছে আপনি জানেন? সর্বোপরি আমাদের দেশে ঠিক কতজন মাস্টার্স পাশ ছেলে দক্ষ মানবসম্পদ যাকে আমরা ভাব দেখিয়ে স্কিল্ড ম্যানপাওয়ার বলছি সেটা হতে পারছে সেটা নিয়ে কোন পরিসংখ্যান আছে আপনার কাছে? যারা ৩৫ চাচ্ছে তারা কারো দয়া চাচ্ছে না নিজের মেধা প্রমানের সুযোগ চাচ্ছে মাত্র সরকারি চাকরি না হলেও কোন এক্টা স্কিল অর্জন করে বেসরকারি লেভেলে যেন অন্তত একটা এন্ট্রি লেভেল এর চাকুরী জোগাড় করতে পারে সেই সময়টুকু চাচ্ছে আপনি এর বিরোধিতা করছেন কারন হয় আপনি এই দুর্নীতিবাজ সিস্টেম এর বেনিফিশিয়ারী নয়তো একটা স্যাডিস্ট।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮
খাঁজা বাবা বলেছেন: চাকোরিতে নিয়োগের বয়স বাড়ালে দুর্নীতি কমে যাবে?
সময় বেশি পেলে স্কিল গেইন করে কে বলেছে? শুধু বসে বসে মুখস্ত করে।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৬
এইচ তালুকদার বলেছেন: আমি কোথায় বললাম যে বয়স বাড়লে দুর্নিতি কমে যাবে? দুর্নিতির কারনে প্রকৃত মেধার/যোগ্যতার মুল্যায়ন হচ্ছে না আমি সেটাই বলতে চেয়েছি দুর্নিতি করে নিয়োগ দেবেন আবার বয়সের ফাদে ফেলে একটা স্টেবল জীবন এর স্বপ্ন হত্যা করবেন মানে শেখ মুজিব এর ভাষায় '' ভাতে মারবেন আবার পানিতেও মারবেন'' সরকারি নিয়মনুযায়ী বয়স ৩০ এর পর আবেদন করা যায় না সেটা মেনে বেসরকারি প্রতিষ্ঠান গুলোও যে ৩০ এর পর আর এন্ট্রি লেভেল এ নিয়োগ দেয় না সেটা কি জানেন না নাকি আপনিও ১২/১৩/১৪/১৫/১৬ হাজার টাকায় অনার্স মাস্টার্স পাশ গ্রাজুয়েটদের নিয়োগ দেবার সিস্টেম এর একজন বেনিফিশিয়ারী।
আমি নিজেও একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করি এবং আল্লহর রহমতে অনেক ভালো আছি। আমি একটি পাবলিক ইউনির ছাত্র এবং বেসরকারি ইউনি থেকে এমবিএ করেছি যা বললাম তার সবই আমার নিজ চোখে দেখা।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৫
খাঁজা বাবা বলেছেন: আমিও পাব্লিকের ছাত্র, বেসরকারী চাকুরি করি। আমি কম বেতনের বেনিফিসিয়ারি না। আমি দেখেছি কম্পানি গুলো বেশি বয়সের লোক নিয়োগ দিতে চায় না।
বয়স বাড়ানো নিয়ে কথা না বলে আমাদের নিয়োগে দুর্নীতি নিয়ে কথা বলা উচিত।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আপনার পুরোটাই যে গু, তা আপনার গু ঢালা দেখেই বোঝা যায়। ঘিল থাকলে আপনার লজিক লিখতেন, গু ঢালতেন না।
কেউ টয়লেটে বসে লজিক নিয়ে আলাপ করে না, ওখানে গু ঢালে, আপনার ব্লগটা একটা টয়লেট , এইখানে গু ঢালাই শুভনীয়
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪০
খাঁজা বাবা বলেছেন: গু ছাড়া আপনার ঢালার কিছুই নেই, যেখানে যাবেন সেকানেই গু ঢালবেন।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১
আদিত্য ০১ বলেছেন: খাজা বাবার দরবার ছাড়া আর হাগু করার মত শান্তির যায়গা নাই, তার পোস্টগুলো এত গু-ময় হয় যে সবাই গু ঢেলে দেয়, উনি টের পান না
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৪
আদিত্য ০১ বলেছেন: গু বাবা, এক কাজ করলে কেমন হয় চাকরী বয়স ১৮ করে দেওয়া হোক, সারজিস আর নাহিদকে বলা উচিত যে গু বাবা বলেছেন চাকরীর বয়স সীমা ১৮ হবে, এইটা গু বাবার আদেশ, না মানলে কিন্তু গু ঢেলে দিবেন
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২১
খাঁজা বাবা বলেছেন: চুলকায়?
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: চুলকায়?
আপনি টিনিয়া ক্রুরিস, তাই আমাদের সবারই চুলকায়, আপনার কাজটায় এমন।
তবে আপনার নিক নামটা খাজা বাবা থেকে গুবাবা রাখেন, তাইলে আপনার চ্যালা প্যালারা গু পড়া নিবে আর আপনাকে ভক্তি করবে
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪
আমি সাজিদ বলেছেন: সরকারি চাকরিতে কোন বয়সের মানদন্ডই থাকা উচিত নয়৷