নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
ইউনুস সাহেব ঢিমে তালে দেশ পরিচালনা করতে চাইছে। যেন সব কিছু স্বাভাবিকই ছিল। তিনি স্বাভবিক ভাবে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। বাস্তবতাটা হয়ত তিনি বুঝতে পারছেন না। প্রশাসনে রদ বদল ও খুব ধীর। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না। সমস্যা হচ্ছে প্রশাসনের সর্বত্র আওয়ামীলিগের অনুগত কর্মীরা বসে আছে। এরা ইউনুস সাহেবকে ঠিক ভাবে কাজ করতে দেবে না। উপরের সারির ২/৩ লেয়ার লোক ফেলে দিলেও নিচে নিরপেক্ষ আমলা কর্মী পাওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই হয়তো রিটায়ার্ড লোকজনকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া লাগবে। এ প্রকৃয়া দেখা যাচ্ছে না। পররাষ্ট্র সচিব কে ৩ সপ্তাহ পর বাদ দেয়া হয়েছে। এটা দরকার ছিল নতুন উপদেষ্টা সপথ নেয়ার সাথে সাথেই। ওনারা পরিস্থিতি বুঝতে পারছেন না। এসব আমলাদের না সরালে হয়ত এরা আবার আর একটা ক্যু করে ফেলতে পারে। ইউনুস সাহেব যদি তেতো সিদ্ধান্ত গুলি জলদি নিতে না পারেন, সেক্ষেত্রে ওনার উচিত হবে জলদি নির্বাচন দিয়ে রাজনৈতিক দলকে ক্ষমতা দিয়ে নিজের সম্মান নিয়ে সরে পরা। রাজনৈতিক দল গুলি দেশ চালানোর মত যথেষ্ট অনুগত কর্মী পাবে। ইউনুস সাহেব ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে না পারলে উনি সাম্মানের সাথে ফেরত যেতে পারবেন না।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২০
খাঁজা বাবা বলেছেন: বর্তমান সরকার এগ্রেসিভ না হলে দেশ চালাতে পারবে না।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
অস্বাধীন মানুষ বলেছেন: দেশ যদি চালাতে ব্যর্থ হয় এই অন্তবর্তীকালীন সরকার তাহলে মন রাখবেন শুধু তারাই না,এই দেশের সর্ব স্তরের সাধারণ মানুষরা
এবং ছাত্র ছাত্রীরা সহ দেশের ৯০% মানুষ গুলিতে মরবে, ঘুম হবে আর আয়না ঘর তো আছেই । তাই উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব
আমলা কামলা তন্ত্রের এবং প্রশাসনের রদ বদল করা । দেখছেন দুই দিন ধরে ঢামেকের লোকজন ডাক্তারেরা কি শুরু করেছে ।
আমার মতে যে সকল ডাক্তাররা এই শাট ডাউন ডেকেছে তারা লীগ পন্থী । সামনে আমাদের জন্য আরো খারাপ আসতেছে ।
তাই আগে থেকেই সরকারের যত সম্ভব কঠিন পদক্ষেপ নেয়া উচিৎ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
খাঁজা বাবা বলেছেন: এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান এর ত্যাগ বৃথা যাবে।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
নতুন বলেছেন: সর্বস্তরে আয়ামীলীগের ভূতেরা বসে আছে, তাদের তাড়াতে সময় লাগবে, আর সেই সময়টাতে সরকারকে দৌড়ের উপরে রাখতে আফসোসলীগ আছে।
জনগনের বিরাট অংশই কিন্তু আয়ামীলীগের সুবিধাভোগী ছিলেন, তারা বর্তমানের সরকারকে সাহাজ্য করবেনা, করতে বাধ্য হলেও গরিমসি করবেন।
সরকারকে কঠিন সময় পারকরতে হচ্ছে। দেখা যাক কি হয়।
এই রকমের সুযোগ বাংলাদেশ অনেক দিন পরে পেলো, এটাকে কাজে না লাগাতে পারলে দেশরই ক্ষতি।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
খাঁজা বাবা বলেছেন: আওয়ামী ভুতদের তারাতে না পারলে তারা সরকার কে ব্যর্থ করার চেষ্টা চালাবে প্রতিনিয়ত।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫১
জুন বলেছেন: আমিও তাই মনে করি খাজা বাবা। আমরা বাংগালীরা শক্তের ভক্ত নরমের যম।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩
খাঁজা বাবা বলেছেন: উপদেষ্টাদের দেখে মনে হয় এদের জোস নেই।
একটা বিপ্লবি সরকার কে আরো শক্ত হতে হবে নিয়ন্ত্রন প্রতিষ্ঠায়।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩
ঢাবিয়ান বলেছেন: গনঅভ্যূত্থানের পরপর ডঃ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিন সপ্তাহ পার হয়ে গেছে। এই সরকারের উপদেষ্টামন্ডলীতে যারা ঠাই পেয়েছে তাদের নিয়োগ কারা দিয়েছে বিষয়টা অস্পষ্ট। তাদের কাউকেই জোরালো ভুমিকায় দেখা যাচ্ছে না। বিশেষ করে স্বরাস্ট্র উপদেষ্টার ভুমিকাতো পুরাই অগ্রহনযোগ্য। স্বৈরাচারের পতনের পরে এখনও দেশের আইন শৃংখলা পরিস্থিতি নাজুক কেন? চারিদিকে একটার পর একটা বিশৃংখলা চলছে , অথচ পুলিশ নিষ্ক্রিয়! স্বরাস্ট্র উপদেষ্টাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। ডঃ ইউনুসকে মনে হচ্ছে চারপাশ থেকে প্রতি পদে পদে বাধা দান করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার যেই ধীর গতিতে সংস্কারের কথা ভাবছে , সেই গতিতে চললে যে কোন অঘটন ঘটে যেতে পারে যে কোন মুহুর্তে।
এমন অবস্থায় মনে হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষনা করাই ভাল। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন বরং ছাত্র ও পেশাজীবিদের সমন্বয়ে একটা নতুন দল খুলতে পারে বা নুর এর গন অধিকার পরিষদকে আরো শক্তিশালী করতে পারে। এরা সবাইতো মুলত আগে একই ব্যানারে ছিল। আশা করা যায় এত বড় বিপ্লবের পর বিএনপিও অতীতের ভুলগুলো শুধরে নেবে। গনতান্ত্রিক সরকার এসেই দ্বায়িত্ব গ্রহন করুক যাতে জনমন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায়।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫
খাঁজা বাবা বলেছেন: উপদেষ্টারা মনের দিক থেকে বৃদ্ধ হয়ে গেছেন। আরো উদ্দিপ্ত, আরো চঞ্চন হতে হবে। এক এক জন উপদেষ্টা কে দেখে মনে হয় কথা বলার শক্তিটুকুও এদের নেই।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
জুন বলেছেন: উপদেষ্টাদের সবাইকে দেখলে মনে হয় তাদের সবার ডায়বেটিস
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯
খাঁজা বাবা বলেছেন:
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: কোন ভালো মানুষের পক্ষে এই দেশের শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয়।
সবকিছু ঢেলে সাজানো দরকার এ জন্য ব্যাপক পরিকল্পনা এবং সময় প্রয়োজন কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তাকে যেভাবে চাপচাপি শুরু করে দিয়েছে তাতে তিনি সে সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না তাছাড়া উনার বয়সও অনেক বেশি। দীর্ষ মেয়াদী পরিকল্পনার জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন।
একদিকে আওয়ামী চাক্রান্ত অপর দিক দিয়ে অন্যন্য রাজনৈতিক দলের নির্বাচনী চাপ, আছে ভারতীয় চাপ- সেই সাথে অর্থনৈতিক চাপ তো রয়েছেই এত এত চাপ মাথায় নিয়ে এই বয়সে উনি কতটুকু কি করতে পারবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
অনেকেই বলেন ড. ইউনুসের সাথে নাকি পশ্চিমারা আছে কিন্তু কথা হচ্ছে পশ্চিমারা তো নিজেদের স্বার্থই রক্ষা করবে আর এজন্য বাংলাদেশ সিরিয়া, সুদান, ফিলিস্তিন হলেও তাদের কোন সমস্যা নেই।
ঢাকা যে আরেকটি গাজা হবে না সে বিষয়ে আমাদের কেউ কোন গ্যারান্টি দেয়নি এখনো।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
খাঁজা বাবা বলেছেন: আমাদের রাজনীতি ও দেশ পরিচালনার সিস্টেমে সমস্যা। সিষ্টেম পরিবর্তন করতে হবে।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
ইউনুসের সম্মান বৃহত্তর জনগোষ্ঠির কাছে তেমন ছিলো না,সরকার পতনে বাধ্য হয়ে সম্মান দেখাতে চাচ্ছে আর কি।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২
খাঁজা বাবা বলেছেন: আপনার সাথে একমত নই। ইউনুস সাহেব বৃহত্তর জনগোষ্ঠির কাছে সম্মানিত। শুধু মাত্র আওয়ামীলিগ ছাড়া।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৮
আলামিন১০৪ বলেছেন: আমরা সিভিল ইঞ্জিনিয়াররা যখন একটা স্ট্রাকচার বানাই, সর্বপ্রথম এর ভিত্তি বা ফাউন্ডেশন থেকে শুরু করি, ফাউন্ডেশন এর কাজ শেষ না করে উপরের অংশ শুরু করি না। ডঃ ইউনুস এখন ফাউন্ডেশন এর কাজ করছেন। তাঁকে সময় দিন।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩
খাঁজা বাবা বলেছেন: তাকে দ্রুত আগাতে হবে। দেরি করলে খুব বেশি সময় পাবেন না।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
অরণি বলেছেন: প্রথমেই কঠোর হলে সমস্যা হতে পারে আস্তে আস্তে করতে হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮
খাঁজা বাবা বলেছেন: কথায় আছে, বিড়াল বাসর রাতেই মারতে হয়।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: একসাথে চেঞ্জ করা সম্ভব হবে? একসাথে চেঞ্জ করতে গেলে হিতে বিপরীত হতে পারে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
খাঁজা বাবা বলেছেন: চেঞ্জ করতে নয়া পারলে এরা বিপদে ফেলার চেষ্টা করবে।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:১৪
প্রহররাজা বলেছেন: উনি আগে নিজের মামলাগুলা আইন গত ভাবে লড়ুক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১
খাঁজা বাবা বলেছেন: লড়বে, মামলা তুলে নেবে না।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৯
নীল আকাশ বলেছেন: উনি আগে সবকিছু গুছিয়ে নিচ্ছেন। ১৫ বছরের জঞ্জাল অন্তত ৩-৪ মাস লাগবে পরিস্কার করতে। এত অস্থির হওয়ার দরকার নেই। উনি হারবেন না। কারণ উনার পিছনে সবাই আছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০
খাঁজা বাবা বলেছেন: আমিও সেটাই চাই, নয়া হারুক।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬
আদিত্য ০১ বলেছেন: গু বাবা একটু গু পরা দেন ইউনুস সাহেবকে, আপনা্র গু পরাতে যদি, ইউনুস শক্ত হন
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২০
খাঁজা বাবা বলেছেন: আপনি কি পাতলা?
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮
আহলান বলেছেন: যদি ভাবি থিঙ্ক ট্যাঙ্কার গন বসে আছেন, তবে সেটা ঠিক হবে না। নিশ্চই তারা কোন প্ল্যান নিয়েই আগাবেন। নয়তো তাদের কপালে আয়না ঘর ছাড়া আর কিছু জটবে না, এটা তারা খুব ভালো করেই ধারণা করতে পারে ....