নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
গত ১৬ বছরে শেখ মুজিবকে আওয়ামীলিগ সরকার দলীয় সম্পত্তিতে রুপান্তর করে। ব্রিজ থেকে শুরু করে পাব্লিক টয়লেট পর্যন্ত সব কিছুতে শেখ মুজিবের নাম দেয়া হয়। স্বপ্ন থেকে শুরু করে স্বপ্ন দোষ পর্যন্ত সব নাকি সে দেখেছে। ভয়াবহ লুটপাট, দূর্নীতি, অপশাসন সব কিছু তার নাম, তার চেতনার নামে করা হয়েছে। শেখ মুজিব হয়ে ওঠে আওয়ামী ফ্যাসিবাদের সিম্বল।
তাই জনতা সুযোগ পাওয়া মাত্রই সেই সিম্বলে আঘাত করে। এই আঘাত শেখ মুজিবের প্রতি না। এই আঘাত আওয়ামী দুঃশাসনের সিম্বলের প্রতি। ৩২ নাবারের বাড়িতেও এই কারনেই আগুন দেয়া হয়েছে।
সারা দেশ থেকেই এই সিম্বল মুছে দিতে হবে। নিলে ফ্যাসিবাদ আবার এই নামের আশ্রয়ে, এই মুর্তির নিচে জড় হয়ে জাতীর ঘারে চড়ে বসার চেষ্টা করবে।
আজ আপনারা যারা মায়া কান্না করছেন, এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ি। আপনারা যদি তাকে জাতীয় সিম্বল হিসেবে পরিচয় করিয়ে দিতেন, তবে এসব দেখতে হত না।
২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২১
খাঁজা বাবা বলেছেন: ছাগুর মতই কমেন্ট
২| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৫
গোবিন্দলগোবেচারা বলেছেন: এক ডাকাত মৃত্যু শয্যায় তার ছেলেকে ডেকে বলল- বেটা আমি সারা জীবন এমন কাজ করেছি যে লোকে আমাকে খালি গালি দেয়। মৃত্যুর সময় তোর কাছে আমার ওসিঅত থাকলো এমন কিছু করিস যেন লোকে আমাকে ভালো বলে।
ছেলের তেমন কোনো যোগ্যতা নাই। অনেক চিন্তা ভাবনা করে এক বুদ্ধি বের করল। বাপের মত সেও ডাকাতি শুরু করলো, কিন্তু ডাকাতি করেই সে ক্ষ্যান্ত দিত না, ডাকাতি করার পর লুন্ঠিত বাড়িতে আগুন ধরিয়ে দিত।
লোকে বলা শুরু করলো, এর চেয়ে তো এর বাপই ভালো ছিল।
শেখ হাসিনা তার পিতার নাম উজ্জ্বল করেছেন।
২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২০
খাঁজা বাবা বলেছেন: উপমা ভাল হয়েছে।
৩| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৬
ডার্ক ম্যান বলেছেন: আপনার কি ধারণা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি লুট, হিন্দুদের উপর হামলা কিংবা থানা জ্বালিয়ে দেওয়া এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা?
এগুলো সব পরিকল্পিত। এই পুরো খেলা খেলছে সেনাবাহিনী। সিআইএ'র সাপোর্টে তারা এত বড় আকাম করলো।
২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২০
খাঁজা বাবা বলেছেন: আপনি কল্পনার জগতে আছেন।
৪| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
মেঘনা বলেছেন: এই আঘাত শেখ মুজিবের প্রতি না। এই আঘাত আওয়ামী দুঃশাসনের সিম্বলের প্রতিও না। এই আঘাত মুক্তি যুদ্ধের আদর্শের প্রতি
বছর দুইডা যাবার দ্যান,
খাল খুঁড়িয়া কুমির ডাকান।
ইরানের বিপ্লবের ইতিহাস টা পইড়া দেইখেন।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৬
খাঁজা বাবা বলেছেন: এখনো চেতনা?
মাথা ক্লিয়ার হইলো না এত কিছুর পরেও?
চেতনার মার্কেট শেষ, নতুন কিছু আনেন।
৫| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
এই আলোচনা কোথাও গিয়ে শেষ করা যাবে?
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৭
খাঁজা বাবা বলেছেন: এক সময় শেষ হবে।
৬| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
কামাল১৮ বলেছেন: জামাত শিবির হেফাজতের কাজ।এদের থেকে জাতিকে সাবধান থাকতে হবে।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৮
খাঁজা বাবা বলেছেন: জাতী আপাতত আওয়ামীলিগ থেকে সাবধান হইছে।
৭| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৩
তানভির জুমার বলেছেন: সঠিক।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৮
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ।
৮| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৯
কিরকুট বলেছেন: এই ব্লগে চামার টামার কিছু আছে উহা তাহাদের কাজ ।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১
খাঁজা বাবা বলেছেন: চামার চেনা ও দেখা যাচ্ছে
৯| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
কাঁউটাল বলেছেন: পাকিস্তান জিন্দাবাদ
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১
খাঁজা বাবা বলেছেন: জয় হিন্দ
১০| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫১
বিদ্রোহী পুরুষ বলেছেন: মেয়ের কারনে বাবার বদনাম।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪
কিরকুট বলেছেন: হা কোন ছাত্রের কাজ নহে । উহা সমপুর্ন ভাবে ছাগল জনগোষ্ঠীর শীৎকারের ফসল । কওমি মাতার সুপুত্র গনের স্বপ্নদোষ ।